13/07/2025
🕰️🕰️🕰️🕰️🕰️🕰️🕰️🕰️🕰️🕰️🕰️🕰️🕰️
★-- সময় যখন নিজের ছায়ার সঙ্গে মিলে যায় --★
❝ ২০১৯ সাল ছিল ঠিক ২০১৯ দিন আগে ❞ ইতিহাসে এমন আর কখনোই হবে না !!
( The only time in history when 2019 was exactly 2019 days ago )
ভাবুন তো , ২০১৯ সাল - এই নাম টা এখন কেমন যেন একটা সময়ের দরজা !! যেন একটা সীমানা - যার এক পাশে স্বাভাবিক জীবন , আর অন্য পাশে অনিশ্চয়তা , মহামারি , যুদ্ধ , প্রযুক্তির বিস্ফোরণ , এবং আমাদের বদলে যাওয়া চেহারা !!
আজ থেকে ২০১৯ দিন আগেই ছিল ২০১৯ সাল !!
সময়টা শুনতে যেমন অদ্ভুত , এর মধ্যে লুকিয়ে আছে সময়ের এক অপূর্ব কাকতালীয়তা !! এই মূহূর্তটা শুধু আজই সম্ভব !! কাল আর এমন হবে না !! ভবিষ্যতে এই সংখ্যা আবার কখনো মিলবে না !!
আমরা সময়ের মাঝে হারিয়ে যাই প্রায়শই !! দিন যায় , রাত যায় , ক্যালেন্ডার বদলায় !! কিন্তু কিছু সংখ্যা হঠাৎ এসে মনে করিয়ে দেয় - তুমি সময়ের একজন সাক্ষী , আর এই মুহূর্তটা অনন্য !!
২০১৯ সাল অনেক কিছুর শুরু বা শেষ হতে পারে আপনার জন্য !!
- হয়তো সেটাই ছিল শেষবার যখন পরিবার একসাথে ঘুরতে গিয়েছিলেন !!
- হয়তো সেটাই ছিল সেই বছর , যেদিন আপনি স্বপ্ন দেখা শুরু করেছিলেন !!
- হয়তো সেটাই ছিল শেষবার , আপনি কারো চোখে নিজের জন্য একটুখানি মায়া দেখেছিলেন !!
২০১৯ দিন পরে আজ দাঁড়িয়ে , একবার ভাবুন - আপনি কতটা বদলেছেন❓
সময় আপনাকে কাঁদিয়েছে , হাসিয়েছে , শিখিয়েছে !! আপনি সেই মানুষটা আর নেই , যিনি ২০১৯ সালে ছিলেন !! এটাই সময়ের জাদু !! এটাই জীবনের সৌন্দর্য !!
আজকের দিনটা মনে রাখুন !! কারণ এটা একবারই ঘটছে !! 📅
২০১৯ দিন আগে ছিল ২০১৯ সাল !! এই মিল আর কখনো হবে না !! আজ আপনি ইতিহাসের একমাত্র সাক্ষী !!
শেষ কথায় বলি :
সময় চলে যায় , স্মৃতি থেকে যায় !!
কিন্তু মাঝে মাঝে , এমন কিছু মুহূর্ত আসে , যা শুধু সময়ের খেয়ালেই নয় , হৃদয়ের কোণায় জায়গা করে নেয় !!
আজকের এই সময়টা ঠিক তেমনই এক টুকরো চিরকাল !! 🕰️