Subha's Diary

Subha's Diary Assalamu Alaikum ❤️
welcome to my page Subha's Diary 🥰

ভদ্রলোকের নাম  Pratik Joshi, গতো ছয় বছর ধরে লন্ডনে থাকেন। ফ্যামিলি নিয়ে বিরাট স্বপ্ন তার।  ওয়াইফ, আর তিন বাচ্চা নিয়ে লন্...
13/06/2025

ভদ্রলোকের নাম Pratik Joshi, গতো ছয় বছর ধরে লন্ডনে থাকেন। ফ্যামিলি নিয়ে বিরাট স্বপ্ন তার। ওয়াইফ, আর তিন বাচ্চা নিয়ে লন্ডনে থাকবেন,একটা সুন্দর লাইফ হবে উনাদের। উনার ওয়াইফ আর বাচ্চাকাচ্চা ইন্ডিয়াতে'ই থাকে।

অনেক অপেক্ষা আর কাগজপত্র সব হয়ে যাওয়ার পর অবশেষে সেই দিন আসলো! ভদ্রলোক উড়াল দিলেন ফ্যামিলি সহ লন্ডনের উদ্দেশ্য! বিমানে উঠে ছবিটা তুললেন, রিলেটিভ দের পাঠালেন।

বিমান উড়াল দেওয়ার ৪০ সেকেন্ড এর মধ্যে বিমান দু-র্ঘ-ট-নায় পড়লো! সবাই শে-ষ! এই ফ্যামিলির কেউ ই বেঁ-চে নে-ই!

এতো বছর ধরে 'জী-বি-ত' স্বপ্ন অবশেষে পূরন হচ্ছিলো তাদের কিন্তু শে-ষ হইয়াও হইলোনা শে-ষ!

এই ফ্যামিলির ঘটনা টা শুনে আমার ওই যে ওই কথাটাই মাথায় আসছে, 'বড়লোক হলে এটা করবো, টাকা হলে ওটা করবো!' টাইপের স্বপ্ন গুলা কি আসলেই সবার পূরন হয়?
এই ভদ্রলোকের কথাই ধরুন, টাকা হলো, সব হলো কিন্তু লন্ডনে একসাথে আর থাকা হলো না!

কিছুই ফেলে রাখতে নেই! যখন যা মন চায়,সেটাই করার চেষ্টা করা দরকার কারন আপনি ও জানেন না কখন কি ঘটে যাবে 🙂

Boy's always want পর্দাশীল নারী,and have crush on বেপর্দা নারী।🙂
02/06/2025

Boy's always want পর্দাশীল নারী,and have crush on বেপর্দা নারী।🙂

তারা বলে ছেলেদের চেয়ে মেয়েদের যত্ন নেওয়া সহজ।আমার মেয়ে:
28/05/2025

তারা বলে ছেলেদের চেয়ে মেয়েদের যত্ন নেওয়া সহজ।
আমার মেয়ে:

আমার লাইফে দেখা সেরা দুই বেহায়া একজনেরও লজ্জা শরম নাই😒
15/05/2025

আমার লাইফে দেখা সেরা দুই বেহায়া একজনেরও লজ্জা শরম নাই😒

Remember when Tahsan said, "একদিন এই বেইলি রোডে কতো ভিজেছি রিকশায়, আজ তুমি নেই। and I don’t care."সময় বদলায়। মানুষও বদলা...
12/05/2025

Remember when Tahsan said, "একদিন এই বেইলি রোডে কতো ভিজেছি রিকশায়, আজ তুমি নেই। and I don’t care."
সময় বদলায়। মানুষও বদলায়। এতো বছর পর, তিনি আবার ভিজলেন বৃষ্টিতে—এইবার নতুন একজনের পাশে, নতুন এক শান্তিতে।
ভালো থাকাটা কখনও কখনও সময়ের ব্যাপার মাত্র! ♥️

অবিবাহিত মেয়েদের বলছি, বিয়ের পরে তোমরা যখন মা হবে, তখন বুঝবে স্বামী মানে শুধু টাকা-পয়সা বা হ্যান্ডসাম চেহারা নয়।হ্যাঁ, ...
12/05/2025

অবিবাহিত মেয়েদের বলছি, বিয়ের পরে তোমরা যখন মা হবে, তখন বুঝবে স্বামী মানে শুধু টাকা-পয়সা বা হ্যান্ডসাম চেহারা নয়।

হ্যাঁ, অর্থনৈতিক সচ্ছলতা এবং আকর্ষণীয় চেহারা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একজন স্বামীর আসল মূল্য তার দায়িত্ববোধ ও ভালোবাসায়।

রাত ৩ টায় বাচ্চা কাঁদছে। তুমি ক্লান্ত, প্রসব পরবর্তী দুর্বলতায় বিধ্বস্ত! সেই মুহূর্তে স্বামীর চেহারা বা ব্যাংক ব্যালান্স নয়, তার দায়িত্বশীলতা ও ভালোবাসাই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান।

"তুমি ঘুমাও, বাচ্চাকে আমি দেখছি।" এই বাক্যের চেয়ে মধুর "ভালোবাসা" পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই!

তোমারা বিয়ের আগে কি দেখবে? যদি কেউ জিজ্ঞেস করে "কেমন স্বামী বেছে নেবে?" তুমি কি উত্তর দেবে?

তুমি বলবে:
যে তোমার সন্তানের শ্রেষ্ঠ পিতা হবে।
যে তোমাকে সম্মান করবে, তোমার পরিবারকে ভালোবাসবে।
যে তোমাকে কখনো ধোঁকা দেবে না।
যে তোমাকে আগলে রাখবে কঠিন সময়ে, তোমাকে ছেড়ে যাবে না কোনো কিছুর বিনিময়ে।

মনে রেখো, দায়িত্ববান পুরুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ। তাই তোমরা চেহারা না, চরিত্রের প্রেমে পড়ো।

মানুষ সুন্দর। সংসার সুন্দর। Happy Ending.🤣🤣
12/05/2025

মানুষ সুন্দর। সংসার সুন্দর। Happy Ending.
🤣🤣


এই প্রথম মেয়েটার কথা শুনলাম!অপেক্ষা করছিলাম ২ পক্ষের কথা গুলো শুনতে। কারন এক পক্ষ শুনে এই সাংসারিক ঝামেলা বোঝা যায় না! ঘ...
10/05/2025

এই প্রথম মেয়েটার কথা শুনলাম!

অপেক্ষা করছিলাম ২ পক্ষের কথা গুলো শুনতে।
কারন এক পক্ষ শুনে এই সাংসারিক ঝামেলা বোঝা যায় না!

ঘটনাটা ছড়িয়ে পরার সাথে সাথে ফেইসবুক জুড়ে বৌ-এর দোষ নিয়ে পুরুষ তো বটেই নারী সমাজ ও নি-ন্দার ঝড় তুলেছিলো।

তারপর শাশুড়ির ইন্টারভিউ দেখে মানুষের খটকা লাগে , প্রচুর ঝগ'ড়াটে আর ছেলের শোক দূর ছাই!
বৌ এর বদনাম করতে করতেই মুখে ফেনা তোলার অবস্থা!
বৌ নাকি ছেলের কাজের মেয়ে হবার যোগ্যতা নাই ,আর খাট পালংকে উঠেছিলো!

বিশ্বাস করুন এই এক লাইন ই যথেষ্ট উনি কেমন মহিলা সেটা বোঝার জন্য।
আর এদিকে মেয়ে টা ইন্টারভিউ তে এখন ও তাকে মা মা বলে সম্মোধন করছে। পার্থক্য টা পরিষ্কার না....?

১ ঘন্টা ঘরে মেয়েটার কথা শুনলাম , সত্যি বলতে ট্রিপিক্যাল শাশুড়ীর এই রকম আচরণ কম-বেশি ঘরে ঘরে।
ছেলের বৌ কে প্রতিদ্বন্দ্বী মনে করে , ছেলেকে কেড়ে নিচ্ছে মনে করে।
শাশুড়ী একটু ওদের স্পেস দিলেই কিন্তু আজ পলাশ সুস্মিতারা সুখে বেঁচে থাকতে পারে। ছেলের মা-ভক্তি তো উনি পেয়েছিলেন ই বৌ এর যত্ন ও পেয়েছিলেন। সেগুলোর মূল্যায়ন না করে জিততে চেয়েছিলেন।
তিনি জিতলেন ঠিক ই , হেরে গেলো পলাশ।

অথচ মা ও বৌ দু'টোই সৃষ্টকর্তা প্রদত্ত গভীরতম সম্পর্ক। দু জনের সম্পর্কের কম কে বেশি কে এমন কোন তুলনা হয় না।
সমাজ আসলে " মা গেলে মা পাওয়া যায় না , বৌ গেলে বৌ পাওয়া যায় " সূত্র দিয়ে স্ত্রী কে হেয় করার প্রবণতা তীব্র।

এই ঘটনাটি সমাজে দৃষ্টান্ত হয়ে থাকুক, পৃথিবীতে পলাশ সুস্মিতারা বেঁচে থাকুক। পলাশ এর জায়গায় কিন্তু আজ সুস্মিতা হতে পারতো।
তবে ম্যাচিউর পুরুষ আর পেশা হিসেবে পলাশ আরেকটু শক্ত মানসিকতাত হতে পারতো। এতো সহজে ব্যালেন্স হারানো ঠিক না। উনি মা কে পারতেন বোঝাতে , উনি কষ্ট পাবেন ভেবে প্রা'ণ টা উৎসর্গ করে উনাকে তো সেই কষ্ট ই দিলেন!!

এমন ঘটনা আর না ঘটুক।
লেখাটা বুনন নকশিকাঁথা ঘর এর এ্যাডমিনের নিজস্ব মতামত।

Address

Notulabad
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Subha's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subha's Diary:

Share