06/08/2025
প্রথমে মা-য়ের বিয়ে তারপর বাবার বিয়ে।
অপূর্ব ৭ মাস আমেরিকা তে ছিলেন তার তৃতীয় স্ত্রীর কাছে।
এদিকে তার দ্বিতীয় স্ত্রীর ছেলে Ayash সে তার দাদা দাদির কাছেই থাকে..মাঝে মাঝে মায়ের কাছে।।
তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার পর থেকেই।
ভিডিও টা দেখে বাচ্চা টার জন্যে খারাপ লাগলো অপূর্ব কে দেখে কান্না করে দিয়েছে ছেলে টা।
মা বাবার কারোর আদরই সে ঠিকঠাক পায়নি।🙃💔
বাচ্চা নেওয়ার আগে ১০০ বার আগে চিন্তা করা উচিত বাচ্চাকে বেটার লাইফ দিতে পারবেন কিনা।।আপনি সেলিব্রেটি হন আর নরমাল মানুষ না কেন।। বাবা-মায়ের সঠিক সিদ্ধান্ত বাচ্চার বড় হওয়া নির্ভর করে।।।
ভিডিও টা দেখে নিজেরেই খারাপ লাগছে।।