Raju Fashion Line Barisal

Raju Fashion Line Barisal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raju Fashion Line Barisal, Barishal.

❥❥━──➸➽ 💖
┊┊⇣ Your smile is my favorite view ┊⇣ In your eyes, I find peace
⇣ Love isn’t perfect, but it’s real
❥ Every heartbeat says your name
❥ You and me — timeless
❥ Forever starts with us
❥❥━──➸➽ 💖

✧❥――――――❥✧“আমি কাউকে ছোট করার জন্য বড় নই, বরং সবাইকে সম্মান দিয়ে নিজেকে উন্নত করি।”✧❥――――――❥✧
29/06/2025

✧❥――――――❥✧“আমি কাউকে ছোট করার জন্য বড় নই, বরং সবাইকে সম্মান দিয়ে নিজেকে উন্নত করি।”✧❥――――――❥✧

🎉 নতুন জার্সি কালেকশন এসে গেছে! 🔥তোমার পছন্দের টিম, তোমার স্টাইল — এবার একদম নতুন ডিজাইন আর প্রিমিয়াম ফ্যাব্রিকে!⚽🏀🏏চলো ...
16/06/2025

🎉 নতুন জার্সি কালেকশন এসে গেছে! 🔥

তোমার পছন্দের টিম, তোমার স্টাইল — এবার একদম নতুন ডিজাইন আর প্রিমিয়াম ফ্যাব্রিকে!
⚽🏀🏏
চলো এবার মাঠে নামি এক্সট্রা স্টাইল আর এক্সট্রা আত্মবিশ্বাস নিয়ে!

🆕
🧵 হাই-কোয়ালিটি ফেব্রিক
🎨 ইউনিক ডিজাইন
📦 প্রি-অর্ডার চলছে এখনই!

👇 এখনই ইনবক্স করো/

একেবারে নতুন ডিজাইন যদি কারো লাগে ইনবক্সে নক করেন।এরকম নতুন নতুন কারেকশন পেতে পেজটিকে ফলো করে রাখুন।
15/06/2025

একেবারে নতুন ডিজাইন যদি কারো লাগে ইনবক্সে নক করেন।এরকম নতুন নতুন কারেকশন পেতে পেজটিকে ফলো করে রাখুন।

ভালোবাসাই হোক বা অন্য যে কোন অনুভূতি , জোর করে আদায় করার চেয়ে বরং সেটি না পাওয়াই অধিক শ্রেয়।কোন কিছু না পাওয়া মানেই...
20/05/2025

ভালোবাসাই হোক বা অন্য যে কোন অনুভূতি , জোর করে আদায় করার চেয়ে বরং সেটি না পাওয়াই অধিক শ্রেয়।
কোন কিছু না পাওয়া মানেই ব্যর্থতা নয়, হতে পারে এখান থেকেই শুরু হচ্ছে আপনার হাজারো সফলতার সিঁড়ি ।

আমি বদলে গেছি, সময়ের সাথে।শিখেছি কে আপন, কে শুধুই ছায়া।নিরব থাকি বলে দুর্বল ভাবো না,চুপচাপ বাঘও ভয়ংকর হতে জানে।
13/05/2025

আমি বদলে গেছি, সময়ের সাথে।
শিখেছি কে আপন, কে শুধুই ছায়া।
নিরব থাকি বলে দুর্বল ভাবো না,
চুপচাপ বাঘও ভয়ংকর হতে জানে।

"পুরোনো ছবি খুললেই, মনে পড়ে যায় সেই দিনগুলো।যখন আমরা সবাই সত্যিকারের হাসতাম।না ছিল টেনশন, না ছিল প্রতিযোগিতা।জীবন ছিল ...
11/05/2025

"পুরোনো ছবি খুললেই, মনে পড়ে যায় সেই দিনগুলো।
যখন আমরা সবাই সত্যিকারের হাসতাম।
না ছিল টেনশন, না ছিল প্রতিযোগিতা।
জীবন ছিল ধীর, আর মন ছিল হালকা।
বন্ধু মানে ছিল আশ্রয়, আর সময় ছিল বন্ধু।
আজ স্মার্ট ফোন আছে, কিন্তু সেই স্মার্ট সময়গুলো নেই।
স্মৃতিগুলোই এখন সবচেয়ে বড় সম্পদ।
ভুলে যাওয়া যায় না — কারণ ওগুলো 'বেঁচে থাকার' দিন ছিল।"

"আজকাল নিজেকে হারিয়ে ফেলেছি। প্রতিটি দিন মনে হয় সময়ের সঙ্গে পালিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও যেতে পারছি না। যে মানুষটার কাছে ...
04/05/2025

"আজকাল নিজেকে হারিয়ে ফেলেছি। প্রতিটি দিন মনে হয় সময়ের সঙ্গে পালিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও যেতে পারছি না। যে মানুষটার কাছে ছিলাম, আজ সে আর নেই। মনে হয়, আর কখনো কোনো সম্পর্ক বা সম্পর্কের আবেগ ফিরে পাবো না। একা একা ভাবি, হয়তো আমি ভুল ছিলাম, হয়তো আমি ভালোবাসার যোগ্য নই। সবাই চলে যাচ্ছে, আর আমি সেই প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি, কেউ না কেউ আমাকে ছুঁয়ে চলে যাচ্ছে। কী আর করা, জীবন তো থেমে থাকে না। কিন্তু আমার মধ্যে এখন কোনো শক্তি নেই।"

💥💥🏃‍♂️🏃‍♂️অনেকেই দেখে শুধু ছবি, কেউ জানে না এর পেছনের গল্প।প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই আসল কথা।একটা চেয়ার, একটা...
03/05/2025

💥💥🏃‍♂️🏃‍♂️অনেকেই দেখে শুধু ছবি, কেউ জানে না এর পেছনের গল্প।
প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই আসল কথা।
একটা চেয়ার, একটা মনিটর, আর একটা প্যাশন।
ভবিষ্যতের জন্য আজকের লড়াই।
অফিসের এই কোণেই তৈরি হচ্ছে সফলতার বীজ।
কেউ ঠেকাতে পারবে না, যদি নিজেই হাল না ছাড়ি।
দিন শেষে হাসিটাই বলে দেয়, আমি চেষ্টা করেছি।
এটাই সবচেয়ে বড় জয়।🌅🌅🌅

01/05/2025

"শ্রমের মর্যাদা থাকুক চিরকাল – শুভ মে দিবস!"

"স্বপ্নগুলো চোখে নয়, মনে রাখি।আর মন দিয়ে লড়াই করি — হার মানার জন্য নয়,জয় করার জন্য। 🌟"
27/04/2025

"স্বপ্নগুলো চোখে নয়, মনে রাখি।
আর মন দিয়ে লড়াই করি — হার মানার জন্য নয়,
জয় করার জন্য। 🌟"

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Raju Fashion Line Barisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raju Fashion Line Barisal:

Share