
19/09/2024
✍️অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীরা, পরীক্ষার খাতা সম্পর্কে জেনে রাখুনঃ
✔️আপনাকে যে খাতা দেওয়া হবে সেটা আপনার পাবলিক পরীক্ষার মত হবে। তবে কিছুটা ব্যতিক্রম আছে। আপনাকে যে খাতা দেওয়া হবে তার প্রথম পাতায় বৃত্তভরাট করতে হবে।
◾শুরুতেই, ১ম অংশে একটা খালি ঘর থাকবে। সেখানে এডমিট কার্ড অনুযায়ী আপনার নাম ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। মনে রাখবেন সব বড় হাতের অক্ষরে।
◾এরপর নিচে হাতের বাম দিকে পরীক্ষা কোড নামের একটি ঘর থাকবে। উক্ত ঘরে আপনাকে পরীক্ষা কোড লিখতে হবে। আপনার এডমিট কার্ডে Exam. Code - 2201 দেওয়া আছে।
◾তারপর রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর এডমিট কার্ড দেখে লিখবেন এবং বৃত্ত ভরাট করবেন।
◾বিষয় কোড বা পত্র কোডের ঘরে এডমিট কার্ড দেখে যেদিন যে পরীক্ষা তার বিষয় কোড দেখে লিখবেন এবং বৃত্ত ভরাট করবেন।
বৃত্ত ভরাট সম্পন্ন হলে, কভার পেইজটি উল্টালে আবার একটা ঘর দেখতে পাবেন।
◾যার প্রথম ঘরটাতে,
১/ অনার্স ১ম বর্ষ বা স্নাতক(সম্মান) ১ম বর্ষ লিখতে হবে এবং পরীক্ষার পাশে ২০২৩ লিখবেন। কারণ এটা ২০২৩ সালের পরীক্ষা। এরপর,
২/ বিষয়....এর ঘরে আপনার ডিপার্টমেন্টের নাম লিখবেন। যেমনঃ বিষয়___রাষ্ট্রবিজ্ঞান। তারপর,
৩/ বিষয়ের শিরোনাম ঐ ঘরে আপনি যেদিন যে সাবজেক্ট এর পরীক্ষা দিবেন ঐটা লিখবেন। যেমনঃ
বিষয়ের শিরোনামঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
৪/ বিষয় কোড এডমিট কার্ড বা প্রশ্ন থেকে দেখে খাতায় তুলতে পারবেন।
৫/ পরীক্ষার তারিখ লিখবেন, এরপর মার্জিন দেওয়া শুরু করবেন। অতঃপর ওই পেইজ থেকে লিখা শুরু...
*বৃত্ত ভরাটে কোনো প্রকার ভুল হলে, দায়িত্বরত শিক্ষককে জানাবেন। সঠিকটা পূরণ করে দিবেন।