সাউথ বাংলা নিউজ

  • Home
  • সাউথ বাংলা নিউজ

সাউথ বাংলা নিউজ Latest Update Barisal News 24x7

15/08/2025

গত বছর ৩২ নাম্বারের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গায় অংশগ্রহনকারী ভাইরাল হওয়া সেই সিদ্দিক আজ ৩২ নাম্বারে মার খেয়ে বলেন ‘আমি বিএনপি করি’।মসজিদে ঢুকেও রক্ষা পাননি।

14/08/2025

মধ্যরাতে ধানমন্ডি ৩২ নাম্বারে ককটেল বিস্ফোরণ।

14/08/2025

পিডা হালারে পিডা.....হালায় সমন্বয়ক হালারে পিডা.....
বলে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের সামনের রাস্তায় অটো ভাঙ্গার অভিযোগে আন্দোলনরতদের উপর হামলা চালায় এলাকাবাসী।

14/08/2025

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরতদের উপর হামলা চালিয়েছে হাসপাতালের কর্মচারী ও দালালচক্রের সদস্যবৃন্দ।মহিউদ্দিন রনিকে মিছিল সহকারে খুঁজছে তারা.....

21/07/2025

মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের আশঙ্কা।

14/02/2025

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে!
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================

১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================

১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================

১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================

১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================

১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================

কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।

কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা

উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন।

26/01/2025

জাতীয়করনের দাবিতে আন্দোলনরত মাদ্রাসা শিক্ষকদের উপর পুলিশের হামলা।
শিক্ষকদের আহাজারি - চলছে নিহতের গুঞ্জন।

11/01/2025

চট্টগ্রামে সংবাদ সম্মেলনের সময় সমন্বয়ক তালাত মাহমুদ রাফিকে দেখে তেড়ে গিয়ে চাঁদাবাজ বলে স্লোগান।

26/12/2024

সচিবালয়ে আগুন।

12/11/2024

সমন্বয়কদের অবাঞ্চিত ঘোষণাকে কেন্দ্র করে রণক্ষেত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সংঘর্ষে ৫ জন সমন্বয়ক গুরুতর আহত সহ একজনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়াও বেশ কয়েকজন সমন্বয়ককে গনধোলাই দিয়ে কান ধরিয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করেছে সাধারন শিক্ষার্থীরা।

18/10/2024

সাকিব সাকিব স্লোগানে মুখরিত মিরপুর স্টেডিয়াম।

05/10/2024

সমসাময়িক সময় নিয়ে গাওয়া যুবকের গান ভাইরাল!

Address


Alerts

Be the first to know and let us send you an email when সাউথ বাংলা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share

South Bangla 24

SouthBangla News Portal In Bangladesh