কুটুবরু

কুটুবরু Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুটুবরু, Court Road, Jhalokathi, Dhaka.

সর্বোত্তম মানুষ তারা যারা তার কথার প্রভাব অন্যের হৃদয়ে কেমন হবে চিন্তা করে।
05/11/2025

সর্বোত্তম মানুষ তারা
যারা তার কথার প্রভাব অন্যের হৃদয়ে কেমন হবে চিন্তা করে।

আপনার মস্তিষ্ক ২০ বছর ধরে অপমান মনে রাখে, কিন্তু মাত্র ৩০ দিনের মধ্যে প্রশংসা ভুলে যায়।এটি শুধু নির্দিষ্ট সংখ্যাগত গবেষ...
05/11/2025

আপনার মস্তিষ্ক ২০ বছর ধরে অপমান মনে রাখে, কিন্তু মাত্র ৩০ দিনের মধ্যে প্রশংসা ভুলে যায়।

এটি শুধু নির্দিষ্ট সংখ্যাগত গবেষণা নয়, বরং “Negativity Bias” নামে পরিচিত একটি মনোবৈজ্ঞানিক বাস্তবতা।

কেন এমন হয় ?

কটি নিউরোসায়েন্সের একটি গবেষণায় দেখা যায়, amygdala (মস্তিষ্কের এক আবেগনিয়ন্ত্রণ কেন্দ্র) ও hippocampus (স্মৃতি সংরক্ষণ কেন্দ্র) একসাথে কাজ করে নেতিবাচক অভিজ্ঞতার স্মৃতি দীর্ঘস্থায়ী করে ফেলে।

এই প্রক্রিয়াকে বলা হয় emotional memory consolidation (আবেগজনিত স্মৃতি সংরক্ষণ)

কারণ, এটি আমাদের বাঁচার প্রাকৃতিক প্রবণতা (survival instinct) এর অংশ।

অপমান, কষ্ট বা ব্যর্থতার মুহূর্তগুলো মস্তিষ্কে এমনভাবে ছাপ ফেলে, যেন আমরা ভবিষ্যতে সেই একই ভুল বা কষ্ট থেকে নিজেদের রক্ষা করতে পারি।

অন্যদিকে, প্রশংসা ও ইতিবাচক অনুভূতি মস্তিষ্ক খুব দ্রুত প্রক্রিয়া করে এবং সাধারণত অল্পসময়ের জন্য মনে রাখে।

তাই কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই আমরা সেই সুন্দর কথাগুলো ভুলে যাই, যদি না বারবার মনে করি বা অনুভব করি।

মনোবিজ্ঞানীরা বলেন, “আপনার মস্তিষ্ককে ভালো কিছুর প্রশিক্ষণ দিন।”

প্রতিদিন নিজের অর্জন, ছোট ছোট সাফল্য, প্রশংসা আর কৃতজ্ঞতার মুহূর্তগুলো লিখে রাখুন।

এতে মস্তিষ্কে নতুন নিউরাল কানেকশন (neural connection) তৈরি হয়, যা পজিটিভ ইমোশন বা অনুভূতি ও আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করে।

অপমান মনে রাখা স্বাভাবিক, কিন্তু ভালোবাসা ও কৃতজ্ঞতা মনে রাখা একটি সচেতন অনুশীলন।

আপনার মন যতটা কষ্ট ধরে রাখতে পারে, ততটাই ভালোবাসাও ধারণ করতে পারে যদি আপনি তাকে শেখান।

©

Don't be jealous of what Allah has given to someone, because you never know what Allah took of them. The real blessing i...
04/11/2025

Don't be jealous of what Allah has given to someone, because you never know what Allah took of them. The real blessing in this dunya is to appreciate & recognize yourself first. There is always someone else having lesser than you.
Alhamdulillah for everything I got!✨♥️🤲🏻

morning with pure smile is the purest thing to watch💙
04/11/2025

morning with pure smile is the purest thing to watch💙

03/11/2025

শেষমেশ ফুড ব্লগার হয়ে গেলাম আমি আর ভাইয়া 🤩

মানুষকে জিজ্ঞেস করবেন না, চাকরি বাকরির কি খবর! তার চাকরি নিয়ে আপনার চেয়ে তার চিন্তা-ভাবনা অনেক বেশি। এইসব প্রশ্ন একটা বে...
03/11/2025

মানুষকে জিজ্ঞেস করবেন না, চাকরি বাকরির কি খবর! তার চাকরি নিয়ে আপনার চেয়ে তার চিন্তা-ভাবনা অনেক বেশি। এইসব প্রশ্ন একটা বেকার মানুষকে কত কিছুর মধ্য দিয়ে নিয়ে যায় সেটা আপনারা জানেন না অবশ্যই। তাই এই প্রশ্ন করবেন না।

মানুষকে জিজ্ঞেস করবেন না, বিয়ে কবে করবে! তার বিয়ে নিয়ে তার এবং তার পরিবার অলরেডি অনেককিছু ভাবে। বিয়েটা বললেই হয়ে যায় না। জীবনের অর্ধেকটা যার তার সাথে কাটান যায় না বলেই বিয়েটা বললেই হয়ে যায় না। যার যার জীবন নিয়ে তাকে ভাবতে দিন।

মানুষকে এটাও জিজ্ঞেস করবেন না, বাচ্চা কবে নিবা! এটা খুব ব্যাক্তিগত প্রশ্ন! আপনার চেয়ে তাদের মধ্যে একটা বাচ্চাকে পৃথিবীতে আনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা বোঝার জ্ঞান আপনাদের মত মানুষদের থাকে না।

কারো কাছে কখনো এটা জানতে চাইবেন না, কেন সংসারটা টিকলো না! সংসার যার সে যদি টিকিয়ে না রাখে সেটা তার ব্যাক্তিগত ব্যাপার। আপনি মতামত দেয়ার কেউ না। সে এম্নিতেই হয়তো বিচ্ছেদের যন্ত্রণায় জর্জরিত! আপনার করা প্রশ্ন তাকে আরো একটু ভেঙ্গে দিতে সক্ষম এটা জানার পরেও এমন প্রশ্ন করবেন না।

আপনারা বিয়ে বাড়িতে যান, খাবার কেমন সেটা নিয়ে কথা বলেন। জানেন কত বছরের জমানো টাকা দিয়ে একজন মেয়ের বাবা কিংবা ছেলের বাবা আপনাদের জন্য এই আয়োজন করেছেন? কোন কোন ক্ষেত্রে তো ছেলের নিজের ইনকামের টাকা দিয়ে বিয়ে করতে করতে ছেলের বয়স হয় ৩৫।

আপনারা যেটা জানেন না সেটা নিয়ে প্রশ্ন করবেন না। ভালো খাবার খাওয়ার ক্ষমতা থাকলে পাঁচ তারা হোটেলে গিয়ে খান। খাবার নিয়ে কোন মন্তব্য করবে না।
এমন অনেক কিছুই আমাদের করা উচিত না। কিন্তু আমরা সবসময় অনুচিত করি আর উচিতটা বর্জন করি।

সমাজ আমাদের কিছু অসুস্থ আর অসভ্য নিয়ম থেকে বের করে এখনো পুরোপুরি সভ্য করতেই পারে নাই অথচ আমরা সমাজের ভয়ে কত কি করি!

কোন মানুষ ভুল করলেও সবার সামনে তাকে সংশোধন করবেন না।ভুল প্রমাণ করার চেয়ে — একজন মানুষের সম্মান রক্ষা করাটাই অনেক বড় বিষয়...
03/11/2025

কোন মানুষ ভুল করলেও সবার সামনে তাকে সংশোধন করবেন না।
ভুল প্রমাণ করার চেয়ে — একজন মানুষের সম্মান রক্ষা করাটাই অনেক বড় বিষয়।

Good morning ☕

আমি একমনে বই পড়ছিলাম। আমার পাঁচ বছরের ছোট্ট মেয়েটা বারান্দায় রান্নাবাটি খেলছে। হঠাৎ দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করল, "বাবা,...
02/11/2025

আমি একমনে বই পড়ছিলাম। আমার পাঁচ বছরের ছোট্ট মেয়েটা বারান্দায় রান্নাবাটি খেলছে। হঠাৎ দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করল, "বাবা, চা খাবে?"

চা খাবার বদ অভ্যেসটা আমার বেশ পুরনো! এটা ও জানে। আমি ওর খেলনার কাপে চুমুক দিয়ে তৃপ্তির ভান করে বললাম, "খুব ভালো হয়েছে মা।"
- আর এককাপ খাবে?
- না মা! আমি পড়াশোনা করছি।
- তাহলে হরলিক্স খাও। শক্তি হবে!

আমি ওর দিকে তাকালাম। আমাকে নিয়ে এমন চিন্তিত আমার গর্ভধারিণী মায়ের পর আর কাউকে দেখেছি বলে মনে পড়ে না! হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম ওকে। ঘাড়ে মাথা দিয়ে ও চুপ করে শুয়ে আছে, ওর মাথার ঘ্রাণে আমার চোখ ঝাপসা হয়ে আসছে! আহা মা! আহারে বন্ধন! মাঝে মাঝেই আমার চোখ ভিজে যায় আসে কেন? সব কন্যার বাবাই কি আমার মতো লুকিয়ে কাঁদে?

আমার বিয়ের দিন বিদায়বেলায় আমার শ্বশুর তার মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেছিলেন। কম্পিত হাতে আমার হাত চেপে ধরে বলেছিলেন, "মেয়েটা আমার বড্ডো আদরের, ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা, বকাঝকা করো না।"
আমি সুবোধ বালকের মতো মাথা নেড়ে বলেছিলাম, ঠিক আছে বাবা!

আমি আমার কথা রাখিনি। সংসার জীবনের টানাপোড়েনে আমি আরেকজনের কন্যাকে কাঁদিয়েছি, বকাঝকাও করেছি। আমি জানি আমার স্ত্রী এগুলো মনে রাখে না। সে এখন একমাত্র আমার সংসার নিয়েই চিন্তিত, এর বাইরে তার মাথায় কিছু কাজ করে না। সে তার বাবার বলয় থেকে বের হয়ে এসে তৈরি করেছে আলাদা এক বৃত্ত! সেই বৃত্তের কেন্দ্রে শুধুই আমার দুই সন্তান আর প্রচন্ড ব্যস্ত আমি। তার পৃথিবীটা আজ শুধুমাত্র আমাদেরকে ঘিরেই আবর্তিত হয়। ভাবলে অবাক লাগে, কি আত্মত্যাগটাই না একজন নারী করে তার সংসারের জন্য!

আমার ছোট্ট মেয়েটাও একদিন আমাকে কাঁদিয়ে আরেক বৃত্তে চলে যাবে! আমাকেও হয়তো আরেক যুবকের হাত ধরে একই কথার পুণরাবৃত্তি করতে হবে! আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যাসন্তানকে স্পর্শ করুক! আমি ক্ষমাপ্রার্থী কথা রাখতে না পারার জন্য।

কন্যার পিতা হওয়া অনেক কষ্টের! কতটুকু কষ্টের সেটা পিতা হবার পূর্বে অনুভূত হয় না। আমার চোখের কোণায় অশ্রু গাঢ় হচ্ছে, আমার ছোট্ট মেয়েটা খুবই অস্থির হয়ে উঠেছে, ভ্রু কুঁচকে পড়ার চেষ্টা করছে এক অপরাধীর জবানবন্দি। ওর চোখেও অশ্রু! কি জানি! মেয়েরা সম্ভবত বাবার অনুভূতি পড়তে পারে, সৃষ্টিকর্তা মেয়েদেরকে বাবার অনুভূতি পড়তে পারার এক অদ্ভুত শক্তি দিয়ে পৃথিবীতে পাঠান।
©

অসম্মান যন্ত্রণাদায়ক। এটা মানুষকে ছোট মনে করায়, রাগিয়ে তোলে কিংবা সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে প্রলুব্ধ করে। কিন্তু এসব ক্ষ...
01/11/2025

অসম্মান যন্ত্রণাদায়ক। এটা মানুষকে ছোট মনে করায়, রাগিয়ে তোলে কিংবা সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে প্রলুব্ধ করে। কিন্তু এসব ক্ষেত্রে ভিন্ন প্রতিক্রিয়া দেখানো যেতে পারে। হঠাৎ রেগে না গিয়ে বা কিছু বলে না ফেলে—বরং সচেতনভাবে, আত্মসম্মান বজায় রেখে, দীর্ঘমেয়াদি চিন্তায় পরিস্থিতি সামলানো সম্ভব।

01/11/2025

পোজ না জানলে শিখে নিয়েন। এর থেকে ভালো ভিডিও আর পাবেন না।

good night
31/10/2025

good night

অবিবাহিত মেয়েদের বলছি, বিয়ের পরে তোমরা যখন মা হবে, তখন বুঝবে স্বামী মানে শুধু টাকা-পয়সা বা হ্যান্ডসাম চেহারা নয়।রাত ৩ ট...
30/10/2025

অবিবাহিত মেয়েদের বলছি,
বিয়ের পরে তোমরা যখন মা হবে, তখন বুঝবে স্বামী মানে শুধু টাকা-পয়সা বা হ্যান্ডসাম চেহারা নয়।

রাত ৩ টায় বাচ্চা কাঁদছে। স্বামী যখন বলবে ;
"তুমি ঘুমাও, বাচ্চাকে আমি দেখছি।" এই বাক্যের চেয়ে মধুর "ভালোবাসা" পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই!

বিয়ের আগে যে বিষয়গুলো নিয়ে ভাববে:
যে তোমার সন্তানের শ্রেষ্ঠ পিতা হবে।
যে তোমাকে সম্মান করবে, তোমার পরিবারকে ভালোবাসবে।
যে তোমাকে কখনো অন্যের সাথে তুলনা দেবে না।
যে তোমাকে আগলে রাখবে কঠিন সময়ে,
তোমার পরিশ্রমকে সঠিক মূল্যায়ন করবে💜।

মনে রেখো, দায়িত্ববান পুরুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ।

Address

Court Road, Jhalokathi
Dhaka
8400

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুটুবরু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share