আলোকিত মঠবাড়িয়া

আলোকিত মঠবাড়িয়া সবার আগে মঠবাড়িয়ার সব খবর

মঠবাড়িয়ায় বাবা হ'ত্যা মামলায় ছেলে গ্রে'ফ'তা'রস্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্...
13/09/2025

মঠবাড়িয়ায় বাবা হ'ত্যা মামলায় ছেলে গ্রে'ফ'তা'র

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হ'ত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রে'ফ'তা'র করেছে থানা পুলিশ৷ শনিবার বিকেলে উপজেলার দাউদখালী থেকে তাকে গ্রে'ফ'তা'র করা হয়৷ গ্রে'ফ'তা'রকৃত রিয়াজ উদ্দিন উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে৷
এ ঘটনায় নি'হ'ত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার একটি হ'ত্যা মামলা দায়ের করেছেন৷

মামলা সূত্রে জানাযায়, মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবন-যাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়েন৷ এতে বাবা নাসির উদ্দিন নিষেধ করলে ছেলে রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হয়৷ পরবর্তীতে বাবার কাছে ভোগদখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা চায়৷ জমি বিক্রি করে টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বাবার সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে ১২ জুলাই থেকে ১৩ জুলাই এর মধ্যে যেকোনো সময় তাকে হ'ত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়৷
মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃ'ত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসে৷ এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হ'ত্যা মামলা দায়ের করেছেন৷ ওই মামলায় তাকে গ্রে'ফ'তা'র করে রোববার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হবে৷

13/09/2025

মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় যা বললেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আঃ জলিল শরীফ

মঠবাড়িয়ার মেয়ে নাসরিন সুলতানা ডালিয়ার যুক্তরাজ্য থেকে পিএইচডি অর্জননিউজ ডেস্ক: মঠবাড়িয়ার মেয়ে নাসরিন সুলতানা ডালিয়া যু...
09/09/2025

মঠবাড়িয়ার মেয়ে নাসরিন সুলতানা ডালিয়ার যুক্তরাজ্য থেকে পিএইচডি অর্জন

নিউজ ডেস্ক: মঠবাড়িয়ার মেয়ে নাসরিন সুলতানা ডালিয়া যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ড (UWS) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত ২ সেপ্টেম্বর ২০২৫ তিনি সফলভাবে থিসিসের ভাইভা সম্পন্ন করেন।

নাসরিন সুলতানার জন্ম মঠবাড়িয়ার দক্ষিণ বন্দরে। তার বাবা মরহুম আব্দুল হক মিয়া এবং মা মিসেস ফাতেমা হক। শৈশব থেকেই তিনি মেধাবী ও শিক্ষানুরাগী ছিলেন। প্রাথমিক শিক্ষা নেন মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IER থেকে মাস্টার্স, যুক্তরাজ্যের UWS থেকে এমএসসি এবং সর্বশেষ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তার গবেষণার বিষয় ছিল—
“Headteachers’ Leadership of School Improvement in Bangladeshi Government Primary Schools: An Ethnographic Study”
(বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের নেতৃত্বে বিদ্যালয় উন্নয়ন: একটি নৃবৈজ্ঞানিক গবেষণা)।

গবেষণা যাত্রার অভিজ্ঞতা নিয়ে ড. নাসরিন বলেন—
“এটি ছিল দীর্ঘ ও শিক্ষণীয় পথ, যেখানে ছিলো চ্যালেঞ্জ, শেখা ও ব্যক্তিগত বিকাশের অসংখ্য অভিজ্ঞতা। আমি আমার সুপারভাইজার, সহকর্মী, বন্ধু ও পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের অমূল্য সহযোগিতার জন্য।”

তার প্রধান সুপারভাইজার ছিলেন ড. ক্যারোল বিগনেল এবং সহ-সুপারভাইজার ড. ইয়োনাহ মাতেম্বা। এছাড়া ড. স্টিফেন ডে অ্যাসেসর এবং ড. কুদসিয়া কালসুম (University of Dundee) ও ড. অ্যান্ড্রু কিলেন (UWS) এক্সামিনার হিসেবে দায়িত্ব পালন করেন। ভাইভা পরিচালনা করেন ড. লিসা ম্যাকঅলিফ।

তার এই অর্জনে পরিবার, শুভানুধ্যায়ী ও স্থানীয়রা গর্বিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন—এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

09/09/2025

ঘরের দরজা জানালা এবং গ্রিল সহ ইজিবাইক এর সকল মালামাল পাওয়া যায়

 #একটি_শোক_সংবাদ মঠবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম ইসমাইল হোসেনের জ্যেষ্ঠ পুত্র জনাব মোঃ খলিলুর রহমান চট্ট...
08/09/2025

#একটি_শোক_সংবাদ
মঠবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম ইসমাইল হোসেনের জ্যেষ্ঠ পুত্র জনাব মোঃ খলিলুর রহমান চট্টগ্রামে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে ই'ন্তে'কা'ল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার মৃ'ত্যু'তে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

 #একটি_শোক_সংবাদ মঠবাড়িয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড এর বাসিন্দা (শিমুল কৃষ্ণ) Shimul Krishna পরামানিক এর বাবা লক্ষ্মণ পরামানিক ...
02/09/2025

#একটি_শোক_সংবাদ

মঠবাড়িয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড এর বাসিন্দা (শিমুল কৃষ্ণ) Shimul Krishna পরামানিক এর বাবা লক্ষ্মণ পরামানিক আর আমাদের মাঝে নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ঢাকায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন।

আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 #একটি_শোক_সংবাদ পিরোজপুরের মঠবাড়িয়া নুর ডেকরেটরের মালিক নুর নবীর বাবা আজিজ (বাবুর্চি) আজ সোমবার সকালে ই'ন্তে'কা'ল করে...
01/09/2025

#একটি_শোক_সংবাদ
পিরোজপুরের মঠবাড়িয়া নুর ডেকরেটরের মালিক নুর নবীর বাবা আজিজ (বাবুর্চি) আজ সোমবার সকালে ই'ন্তে'কা'ল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার মৃ'ত্যু'তে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

31/08/2025

এ কেমন শত্রুতা, বিল্ডিং নির্মাণে বাঁধা, একটি পরিবারের মানবেতর জীবন-যাপন

30/08/2025

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হা'ম'লার প্রতিবাদে মঠবাড়িয়ায় বি'ক্ষো'ভ মিছিল

ভান্ডারিয়ায় বিএনপি নেতাকে চাকু দিয়ে কুপিয়ে হ'ত্যাপিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনায় চোরের হাতে নিহত হয়েছেন রেজাউ...
29/08/2025

ভান্ডারিয়ায় বিএনপি নেতাকে চাকু দিয়ে কুপিয়ে হ'ত্যা

পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনায় চোরের হাতে নিহত হয়েছেন রেজাউল করিম ঝন্টু নামে স্থানীয় বিএনপির এক নেতা। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ঝন্টু ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বেশ কিছু নারিকেল পেড়ে নেন একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। ঘটনাটি ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় এবং তার স্বজন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝন্টুকে জানান। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলেন। রুবেল তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে ঝন্টু শুক্রবার সকালে বিষয়টি দেখবে বলে জানান।

পরে শুক্রবার সকালে ঝন্টু মাসুদ রানাদের বাড়ির সামনে এলে সেখানে রুবেলকে দেখতে পান। এ সময় ঝন্টু কিছু বুঝে উঠার আগেই রুবেল তার সঙ্গে থাকা চাকু দিয়ে বেশ কয়েকবার আঘাত করেন ঝন্টুকে। এতে তার শরীরে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল বাশার জানান, সকালে রেজাউল করিম ঝন্টু নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ভান্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গির হোসেন জানান, রেজাউল করিম ঝন্টুর লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সিভিল কোর্ট কমিশনার এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলার কৃতি সন...
27/08/2025

বাংলাদেশ সিভিল কোর্ট কমিশনার এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলার কৃতি সন্তান বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের সিভিল কোর্ট কমিশনার মোঃ রফিকুল ইসলাম শুভ

 #একটি_শোক_সংবাদ মঠবাড়িয়া পৌর শহরের উত্তর পশ্চিম কলেজ পাড়া নিবাসী মঠবাড়িয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমন ও মামুনের প...
23/08/2025

#একটি_শোক_সংবাদ
মঠবাড়িয়া পৌর শহরের উত্তর পশ্চিম কলেজ পাড়া নিবাসী মঠবাড়িয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমন ও মামুনের পিতা আব্দুস সাত্তার আজ শনিবার (২৩ আগস্ট ২৫ ইং) সন্ধ্যায় ই'ন্তে'কা'ল করেন (ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃ'ত্যু'তে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন।

Address

Mathbaria
Barishal
8560

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত মঠবাড়িয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোকিত মঠবাড়িয়া:

Share