15/11/2023
★কিছু লাভজনক এবং বিখ্যাত এফিলিয়েট প্রোগ্রাম:
এমনিতে আজকাল সব ছোট বড় অনলাইন ই-কমার্স সাইট বা কোম্পানির affiliate program অবশই থাকে। কিন্তু, তাদের মধ্যে কয়েকটি এমন নানান লোকাল ওয়েবসাইট রয়েছেন যারা আপনাকে তাদের প্রোডাক্ট প্রচার ও বিক্রি করানোর জন্য ভালো কমিশন দেবে।
1. affiliate program – এটা অনেক নাম করা এবং জনপ্রিয় একটি online shopping website। এখানে ফ্রীতেই রেজিস্টার করে আপনি বিভিন্ন রকমের দামি-কমদামি জিনিস ভালো commission এর সাথে বিক্রি ও প্রচার করতে পারবেন।
2.Amazon affiliate program – E-commerce ব্যবসাতে আমাজন সবচেয়ে আগে এবং এই অনলাইন শপিং স্টোরেও আপনি একজন affiliate হিসেবে রেজিস্টার হয়ে বিভিন্ন রকমের product এফিলিয়েট লিংকের মাধ্যমে বিক্রি করতে পারবেন।
3.Go daddy (domain & hosting) – যদি আপনার ব্লগ বা ইউটিউবের চ্যানেলর মূল বিষয় blogging এবং hosting, তাহলে Go Daddy তে একজন এফিলিয়েট হিসেবে নিজেকে রেজিস্টার করুন এবং অনেক হাই কমিশনে ডোমেইন এবং হোস্টিং অফার গুলো প্রচার করুন। Go daddy, ডোমেইন এবং হোস্টিং কেনার ক্ষেত্রে একটি অনেক বিখ্যাত অনলাইন কোম্পানি।
4.HostGator affiliate network – ডোমেইন এবং হোস্টিং এর মার্কেটে অনেক নাম করা কোম্পানি এটি। আপনি যদি ডোমেইন বা হোস্টিং প্রচার করতে চান, তাহলে HostGator-এ ভালো কমিশনের সাথে কাজ করতে পারবে।
5. affiliate program – আপনারা হয়তো eBay অনলাইন ওয়েবসাইটের কথা অবশই জানেন। eBay একটি অনলাইন শপিং সাইট যে বিশ্বের সব জায়গায় নিজের প্রোডাক্ট ডেলিভার করেন। eBay এফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে আপনি তার যেকোনো অনলাইন product মার্কেটিং কোরে ভালো commission আয় করতে পারবেন।
এর বাইরেও আপনার নিজের দেশেই নানান লোকাল ওয়েবসাইট রয়েছেন যারা আপনাকে তাদের প্রোডাক্ট প্রচার ও বিক্রি করানোর জন্য ভালো কমিশন দেন।
আপনি সোজা Google এ গিয়ে নিজের দেশের লোকাল affiliate program এর বিষয়ে সার্চ করে সেগুলো join করতে পারেন।
সবাইকে ধন্যবাদ,
আসসালামু আলাইকুম।