Umme Syka

Umme Syka I am a Digital Marketer

19/11/2023

আমি কলেজ করি শুধু আবেগ দিয়ে, বিবেগ দিয়ে কলেজ করি না।

যদি বিবেগ দিয়ে কলেজ করতাম তাহলে আজ আমি জর্জ, ব্যারিস্টার হতাম।

কথাটাও আমি আবেগ দিয়ে বলছি 🙃

17/11/2023

16 - 10-2023 🦺⛑️🔭📡

Send a message to learn more

15/11/2023

★কিছু লাভজনক এবং বিখ্যাত এফিলিয়েট প্রোগ্রাম:
এমনিতে আজকাল সব ছোট বড় অনলাইন ই-কমার্স সাইট বা কোম্পানির affiliate program অবশই থাকে। কিন্তু, তাদের মধ্যে কয়েকটি এমন নানান লোকাল ওয়েবসাইট রয়েছেন যারা আপনাকে তাদের প্রোডাক্ট প্রচার ও বিক্রি করানোর জন্য ভালো কমিশন দেবে।

1. affiliate program – এটা অনেক নাম করা এবং জনপ্রিয় একটি online shopping website। এখানে ফ্রীতেই রেজিস্টার করে আপনি বিভিন্ন রকমের দামি-কমদামি জিনিস ভালো commission এর সাথে বিক্রি ও প্রচার করতে পারবেন।

2.Amazon affiliate program – E-commerce ব্যবসাতে আমাজন সবচেয়ে আগে এবং এই অনলাইন শপিং স্টোরেও আপনি একজন affiliate হিসেবে রেজিস্টার হয়ে বিভিন্ন রকমের product এফিলিয়েট লিংকের মাধ্যমে বিক্রি করতে পারবেন।

3.Go daddy (domain & hosting) – যদি আপনার ব্লগ বা ইউটিউবের চ্যানেলর মূল বিষয় blogging এবং hosting, তাহলে Go Daddy তে একজন এফিলিয়েট হিসেবে নিজেকে রেজিস্টার করুন এবং অনেক হাই কমিশনে ডোমেইন এবং হোস্টিং অফার গুলো প্রচার করুন। Go daddy, ডোমেইন এবং হোস্টিং কেনার ক্ষেত্রে একটি অনেক বিখ্যাত অনলাইন কোম্পানি।

4.HostGator affiliate network – ডোমেইন এবং হোস্টিং এর মার্কেটে অনেক নাম করা কোম্পানি এটি। আপনি যদি ডোমেইন বা হোস্টিং প্রচার করতে চান, তাহলে HostGator-এ ভালো কমিশনের সাথে কাজ করতে পারবে।

5. affiliate program – আপনারা হয়তো eBay অনলাইন ওয়েবসাইটের কথা অবশই জানেন। eBay একটি অনলাইন শপিং সাইট যে বিশ্বের সব জায়গায় নিজের প্রোডাক্ট ডেলিভার করেন। eBay এফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে আপনি তার যেকোনো অনলাইন product মার্কেটিং কোরে ভালো commission আয় করতে পারবেন।

এর বাইরেও আপনার নিজের দেশেই নানান লোকাল ওয়েবসাইট রয়েছেন যারা আপনাকে তাদের প্রোডাক্ট প্রচার ও বিক্রি করানোর জন্য ভালো কমিশন দেন।

আপনি সোজা Google এ গিয়ে নিজের দেশের লোকাল affiliate program এর বিষয়ে সার্চ করে সেগুলো join করতে পারেন।

সবাইকে ধন্যবাদ,
আসসালামু আলাইকুম।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?প্রযুক্তিনির্ভর এই বিশ্বে মানুষের কেনাকাটার জন্য এখন আর বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। বাসা বা অ...
13/11/2023

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

প্রযুক্তিনির্ভর এই বিশ্বে মানুষের কেনাকাটার জন্য এখন আর বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। বাসা বা অফিসে বসেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ই কমার্স সাইট থেকে কেনাকাটা করতে পারেন। অনলাইনে অর্ডারকৃত পণ্য ক্রেতার হাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেয় ইকমার্স প্রতিষ্ঠান। ই কমার্স সাইটগুলো তাদের পণ্যের প্রসারের উদ্দেশ্যে অ্যাফিলিয়েট সুবিধা দিয়ে থাকে। আর মার্কেটাররা এই সুবিধাকে কাজে লাগিয়ে নিজেরা মার্কেটিং করে আয় করে। এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। সহজে বলা যায়, আপনি অনলাইনে কোনো পণ্য বিক্রি করতে চাইলে সে প্রতিষ্ঠান আপনাকে তাদের পণ্যের একটা লিংক দিবে। আপনার দেয়া লিংকের মাধ্যমে কোন গ্রাহক যদি তাদের ওয়েবসাইটে ঢুকে এবং পণ্য ক্রয় করে, তাহলে ওই প্রতিষ্ঠান আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন দেবে। এই কমিশনের মাধ্যমে অর্থ আয় করার মাধ্যকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং।

09/11/2023
08/11/2023

নিশ মানে কি?

নিশ হলো নির্দিষ্ট কোনো বিষয় এর উপর ভিত্তি করে কাজ করাকে নিশ বলে। আপনি যে কাজ করতে ইচ্ছা প্রকাশ করে তার উপর লেখা - লেখি, ভিডিও, অডিও বানানো হয়।

04/11/2023

Assalamu alaikum.

Address

Swarupkati
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Syka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Umme Syka:

Share