It’s me Saleh

It’s me Saleh hey I'm Saleh Abdullah. I love fun but not funny.

29/07/2025

Q. জীবনে কি চাই?
উত্তর: Ripon Mia ‘র সাদামাটা lifestyle.

‼️ যারা গালি পছন্দ করেন না তারা এরিয়ে চলুন পোস্টটি‼️আপনি তো শিক্ষিত মানুষ আমি যতদূর মনে করি। বোকাচোদা তো না। তাহলে আপনি...
22/07/2025

‼️ যারা গালি পছন্দ করেন না তারা এরিয়ে চলুন পোস্টটি‼️

আপনি তো শিক্ষিত মানুষ আমি যতদূর মনে করি। বোকাচোদা তো না। তাহলে আপনি বোকাচোদার মত কথা বলেন কেন। নাকি আপনি আসলেই বোকাচোদা??
F7 এর কোনো সমস্যা নাই?
আচ্ছা দেখি google ও কিছু website এর তথ্য কি বলে।

⤵️

চীনে তৈরি F-7 যুদ্ধবিমান একটি তৃতীয় প্রজন্মের হালকা ওভারসনিক ইন্টারসেপ্টর, যা সোভিয়েত ইউনিয়নের MiG-21-এর ভিত্তিতে নির্মিত। এটি ১৯৮০-এর দশক থেকে বিভিন্ন দেশে রপ্তানি শুরু হয় এবং বাংলাদেশ বিমান বাহিনী ১৯৮৯ সালে এটি সংগ্রহ করে। বর্তমানে ব্যবহৃত F-7BG ও F-7BGI সংস্করণগুলো কিছুটা উন্নত হলেও এই বিমানটিতে বেশ কয়েকটি যান্ত্রিক ত্রুটি ও সীমাবদ্ধতা বিদ্যমান। এর প্রধান সমস্যা হলো — অপ্রতুল অ্যাভিওনিক্স, পুরোনো ধরনের রাডার, এবং কম কার্যকর অস্ত্র বহন ক্ষমতা। এটি মাল্টিরোল নয়; প্রধানত আকাশ-আকাশ যুদ্ধের জন্য উপযোগী। তাছাড়া, এর ইঞ্জিনে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় এবং দীর্ঘমেয়াদি ফ্লাইটে স্থায়িত্বের অভাব দেখা যায়। পাইলটদের মতে, F-7 এর ককপিট খুবই সংকীর্ণ এবং দৃষ্টিসীমাও সীমিত, যা উচ্চগতির লড়াইয়ে সমস্যার সৃষ্টি করে। নিরাপত্তাজনিত কারণে F-7 এ ‘ইজেকশন সিস্টেম’ ত্রুটিপূর্ণ বলে অভিযোগ আছে, যার ফলে দুর্ঘটনার সময় পাইলট জীবনের ঝুঁকিতে পড়ে। উপরন্তু, অতিরিক্ত কম্পন ও রাডার জ্যামিং প্রতিরোধের অভাব এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে দুর্বল করে তোলে। অপরদিকে, আধুনিক যুদ্ধবিমান যেমন F-16, JF-17 Block III, Rafale বা F-35-এর মধ্যে AESA রাডার, স্টেলথ ডিজাইন, উন্নত সেন্সর ও মাল্টিরোল সক্ষমতা থাকায় তারা অনেক বেশি শক্তিশালী। এই কারণে প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে F-7 এখন অপ্রচলিত হয়ে পড়ছে এবং বাংলাদেশসহ অনেক দেশই আধুনিক বিকল্প খুঁজছে।

🔗 তথ্যসূত্র:
1. GlobalSecurity.org on F-7
2. Military Today - Chengdu F-7
3. Bangladesh Air Force Official Site
4. Airforce Technology – F-16
5. Dassault Rafale - Official Site
————-

আপনাকে স্যার বিমান বাহিনীর প্রধান কোন বলদে বানাইছে?
নাকি তেলবাজি করে হইছেন?

sorry for bad language🙏

21/07/2025

এই হত্যার দায় সরকারের। এই হত্যার দায় বিমান বাহিনীর। এই হত্যার দায় এরা এড়াতে পারবে না।

রুমের লাইট অফ করে, মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করে ঘণ্টা কাটিয়ে দেওয়ার স্বভাব টা এখন আর নেই। মোবাই...
29/06/2025

রুমের লাইট অফ করে, মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করে ঘণ্টা কাটিয়ে দেওয়ার স্বভাব টা এখন আর নেই।

মোবাইল টা কেমন যেনো অসহ্যকর লাগে ইদানীং। পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকা সত্বেও বালিশের পাশে কিংবা পকেটে পড়ে থাকে অবহেলায়।

এখন বেশিরভাগ রাত কাটে অন্ধকারের দিকে তাকিয়ে তাকিয়ে। ক্লান্ত; বালিশে মাথা, তবুও ঘুম না আসা। চোখ বন্ধ করলেই মনে হয় কি যেনো এক অদৃশ্য চিন্তা চেপে ধরে।

জীবন টা কেমন জটিল ও অস্বস্তিকর হয়ে উঠেছে।

Address

Barishal
1800

Alerts

Be the first to know and let us send you an email when It’s me Saleh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It’s me Saleh:

Share