
15/01/2024
নাকে,মুখে,চোখে জল, অতিমাত্রায় ঝালের ফল। তা বলে কি খাওয়া বাদ! এটাই তো আসল স্বাদ! ফুচকা খাবো ঝাল ছাড়া!! এটা কেমন কথার ধারা!! ঝালে টকে মিশলে তবে এমন ‘মধুর স্বাদ ‘ হবে।
খাওনা এসব? যাওতো ভাই! এইখানে আর জায়গা নাই।