13/06/2025
এই মাত্র নতুন করে আরও ৩০০ মিসাইল ছুড়েছে ইরান এবং তেলআবিবের বর্তমান চিত্র। এছাড়া ২টি ৫ম প্রজন্মের স্টিলথ এফ ৩৫ এর শুটডাউন শিওর করেছে ইরান। এছাড়া ১৭টি ড্রোন শুট ডাউন করেছে ইরান। এছাড়া অনেকটা পুরো ইসরায়েলেই বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। অন্য দিকে মিড ইস্ট স্পেক্টেটর জানিয়েছে, ইসরায়েলের ডিমোনা পরমাণু গবেষণা কেন্দ্রে ইরানি মিসাইল আঘাত হেনেছে।
কালেক্টঃ #বিশ্বসমাচার।
এই ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১৫ জন নিহত এখন পর্যন্ত।
Video Credit: https://www.threads.net/