
19/09/2025
চেষ্টা থাকলে সবই সম্ভব ইনশাআল্লাহ 🥀
"নিজের তৈরি দেয়ালেই আমরা আটকে যাই"...
জীবনে অনেক সময় আমরা ভাবি—
আমাদের চারপাশে অসংখ্য বাধা, অসংখ্য সমস্যা,
যেন সবকিছু আমাদের আটকে রেখেছে।
কিন্তু সত্যিটা হলো, সেই দেয়ালের অনেকটাই আমরা নিজেরাই এঁকে ফেলি।
ভয়, সন্দেহ, নেতিবাচক চিন্তা,
“আমি পারব না” এই বিশ্বাস—
এসবই আমাদের চারপাশে অদৃশ্য দেয়াল তুলে দেয়।
ফলে আমরা সামনে এগোতে পারি না,
আমাদের স্বপ্ন গিয়ে আটকে যায় সেই দেয়ালে।
মনে রেখো—
বাইরের শত্রুর চেয়ে ভেতরের শত্রু অনেক বেশি ভয়ঙ্কর।
তুমি যদি নিজের ভেতরের দেয়াল ভাঙতে পারো,
তাহলেই তোমার জন্য খুলে যাবে হাজারো নতুন সম্ভাবনার দরজা।।