Retu's Hikmah

Retu's Hikmah ★*The beauty of ‘The Quran’ is that you cannot change its message, but its message can change you*★.

30/07/2025

‘‘সাইয়্যেদুল ইস্তেগফার💕

আমি বলেছি- ‘তোমরা তোমাদের রবেবর কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল। তোমরা তা করলে) তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদ্বীনালা প্রবাহিত করবেন।।’’ সূরা নূহ ৭১/১০-১২)
‘‘যারা কোন পাপ কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি যুল্ম করলে আল্লাহ্কে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে.....।’’সূরা আলে ‘ইমরান ৩/১৩৫)
৬৩০৬. শাদ্দাদ ইবনু আউস হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাইয়্যিদুল ইস্তিগফার হলো বান্দার এ দু‘আ পড়া- ‘‘হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নি‘য়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা কর। কারণ আপনি ব্যতীত মাফ করার আর কেউ নেই।’’ যে ব্যক্তি দিনে সকালে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ ইসতিগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে, সে জান্নাতী হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দু‘আ পড়ে নেবে আর সে ভোর হবার আগেই মারা যাবে সে জান্নাতী হবে। [৬৩২৩] আধুনিক প্রকাশনী- ৫৮৬১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৫৪)

30/07/2025

আল্লাহ্, তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাঁহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাঁহারই। কে সে, যে তাঁহার অনুমতি ব্যতীত তাঁহার নিকট সুপারিশ করিবে? তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত। যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত তাঁহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না। তাঁহার ‘কুরসী’ আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত; ইহাদের রক্ষণাবেক্ষণ তাঁহাকে ক্লান্ত করে না; আর তিনি মহান, শ্রেষ্ঠ

14/07/2025
Walking with your hands in mine and mine in yours, that's exactly where I want to be always 💚
14/07/2025

Walking with your hands in mine and mine in yours, that's exactly where I want to be always 💚

জমজম
13/07/2025

জমজম

আফগানী🫶 Real Queen picked here🎀
02/05/2025

আফগানী🫶
Real Queen picked here🎀

09/04/2025

এই পৃথিবীতে ১২ প্রকার স্বামী আছে।আপনার স্বামীর টা মিলিয়ে নিন। 😛

✔️১. সাধারণ স্বামী (Ordinary Husband):
এরা খুবই গতানুগতিক, আর দশটা স্বামীর মতোই সাধারণ, নীরবে সব সয়ে যায়। এরা জেনেই গেছে, পুরুষ হয়ে জন্মেছি এটুকু জ্বালা সহ্য করতেই হবে! তাই প্রতিবাদের ঝুঁকি নেয় না।

✔️২. তপ্ত স্বামী (Heated Husband):
এরা সবসময় সাপের মতো ফোঁস ফোঁস আর আগ্নেয়গিরির মতো টগবগ করে! এদের মেজাজ সবসময় সপ্তমে চড়ে থাকে। এরা আধিপত্যশীল, পান থেকে চুন খসলে স্ত্রীর ওপর রেগে আগুন! মধ্যরাত ছাড়া বাড়িতে তাদের খুব একটা দেখা যায় না। এদের গতি প্রকৃতি কালবৈশাখীর মতো মতো প্রলয়ংকারী। বাড়ির লোকজন এদের ভয়ে সর্বদা তটস্থ থাকে।

✔️৩. ক্রীতদাস স্বামী (Slave Husband):
শ্বশুর বাড়িতে লজিং থাকা, শ্বশুরের টাকায় লেখাপড়া করা, ছাত্রীর সাথে প্রেম কিংবা “বিবাহের বিনিময়ে চাকুরি” কর্মসূচি সহ কিছু অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতা ও স্বামী সত্তার অপমৃত্যু ঘটে। এরপর আর কোনভাবেই এরা হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারে না।

✔️৪. ব্যাচেলর স্বামী (Bachelor Husband):
এরা কেতাদুরস্ত, মুখে সর্বদা মিষ্টি হাসি থাকে, নিজেকে ব্যাচেলর বলতে ভালোবাসে। বয়স যতই হোক না কেন, কেউ ব্যাচেলর বললে খুশী হয়। স্ত্রীর চেয়ে বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয়। দাম্পত্য জীবন নিয়ে মোটেও সিরিয়াস নয়। এদের অনেক বান্ধবীও থাকে।

✔️৫. চামড়ামোটা স্বামী (Fat Skinned Husband):

নানান কথার বাণে বিদ্ধ হয়ে এদের চামড়া গণ্ডারের মতো পুরু হয়ে যায়। “তোমার ভাগ্য ভালো যে আমার মতো বউ পেয়েছ, আর কেউ হলে সেই কবেই ফেলে চলে যেত” জাতীয় বাক্যবাণ এদের চামড়া ভেদ করতে পারে না।

✔️৬. তেজপাতা স্বামী (Dry Husband):
এরা খুব মুডি, কৃপণ, আত্মকেন্দ্রিক। স্ত্রীর ভালোলাগা, ইচ্ছা, অনিচ্ছা ও আগ্রহ অনাগ্রহ এদেরকে মোটেই বিচলিত করে না। এদের কোনো রসবোধও নেই। বউ নিয়ে বেড়ানো, রেস্টুরেন্টে খেতে যাওয়া, শখ করে বউয়ের জন্য কিছু কেনাকাটা করা এদের কাছে খুব কঠিন একটা কাজ। "বাচ্চা উৎপাদনের জন্য বিয়ে করা প্রয়োজন তাই বিয়ে করেছি" এদের মনোভাব এরকম।

✔️৭. নিপীড়িত স্বামী (Oppressed Husband):
এরা নিজ বাড়ির চাইতে জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলকে শান্তির জায়গা মনে করে। নির্যাতিত হতে হতে এরা ঢোঁড়া সাপ হয়ে যায়, উপরওয়ালার কাছে বিচার চাওয়ার সাহসও পায় না। তবে পত্রিকায় কারও বউ মরার সংবাদ খুব মন দিয়ে পড়ে, তারপর ক

রা|ফা|হ আর নেই। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রা|ফা|হ।অল্প সময়ের মধ্যে গা.জাও নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে।এ...
06/04/2025

রা|ফা|হ আর নেই। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রা|ফা|হ।
অল্প সময়ের মধ্যে গা.জাও নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে।

একটি একটি করে আলো নিভে যাচ্ছে, একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে।
আমরা বাঁচার আর্তনাদ পাঠালেও — পৃথিবী কানে দেয়নি।
"আপনারা আমাদের কেবল জান্নাতে খুঁজে পাবেন।
বিদায়! হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উম্মত..."
— গা.জা থেকে ফেসবুকে সালেহ আল জাফরীর শেষ চিঠি।

( সংগৃহীত )

—•••হেদায়েতের নূর দ্বারা আলোকিত হোক প্রতিটা দুর্বল হৃদয়•••—
02/04/2025

—•••হেদায়েতের নূর দ্বারা আলোকিত হোক প্রতিটা দুর্বল হৃদয়•••—

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Retu's Hikmah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Retu's Hikmah:

Share