Lectures of Islam

Lectures of Islam ★*The beauty of ‘The Quran’ is that you cannot change its message, but its message can change you*★.

চেষ্টা থাকলে সবই সম্ভব ইনশাআল্লাহ 🥀"নিজের তৈরি দেয়ালেই আমরা আটকে যাই"...জীবনে অনেক সময় আমরা ভাবি—আমাদের চারপাশে অসংখ্য...
19/09/2025

চেষ্টা থাকলে সবই সম্ভব ইনশাআল্লাহ 🥀
"নিজের তৈরি দেয়ালেই আমরা আটকে যাই"...
জীবনে অনেক সময় আমরা ভাবি—
আমাদের চারপাশে অসংখ্য বাধা, অসংখ্য সমস্যা,
যেন সবকিছু আমাদের আটকে রেখেছে।
কিন্তু সত্যিটা হলো, সেই দেয়ালের অনেকটাই আমরা নিজেরাই এঁকে ফেলি।
ভয়, সন্দেহ, নেতিবাচক চিন্তা,
“আমি পারব না” এই বিশ্বাস—
এসবই আমাদের চারপাশে অদৃশ্য দেয়াল তুলে দেয়।
ফলে আমরা সামনে এগোতে পারি না,
আমাদের স্বপ্ন গিয়ে আটকে যায় সেই দেয়ালে।
মনে রেখো—
বাইরের শত্রুর চেয়ে ভেতরের শত্রু অনেক বেশি ভয়ঙ্কর।
তুমি যদি নিজের ভেতরের দেয়াল ভাঙতে পারো,
তাহলেই তোমার জন্য খুলে যাবে হাজারো নতুন সম্ভাবনার দরজা।।

18/09/2025

তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে :
(১) কথা বেশি বলা,
(২) অধিক নিদ্রা ও বিশ্রাম,
(৩) অতিরিক্ত পানাহার করা।

চারটা জিনিস শরীরকে ধ্বংস করে :
(১) দুঃশ্চিন্তা ও পেরেশানি,
(২) দুঃখ ও হতাশা,
(৩) ক্ষুধা,
(৪) অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।

চারটা জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয় :
(১) মিথ্যা,
(২) ঔদ্ধত্য ও অহংকার,
(৩) ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা,
(৪) লজ্জাহীনতা ও অশ্লীলতা।

চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে :
(১) তাক্বওয়া,
(২) সত্যবাদীতা,
(৩) দানশীলতা,
(৪) আত্মসম্মান রক্ষা।

চারটা জিনিস রিযিক বৃদ্ধি করে :
(১) রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা,
(২) সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমানে আল্লাহর যিকির করা,
(৩) নিয়মিত দান করা,
(৪) দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা।

চারটা জিনিস রিযিক কমিয়ে দেয় :
(১) (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা,
(২) সালাতে ত্রুটি বা কম করা,
(৩) অলসতা,
(৪) প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।

— ইমাম হাফিজ ইবনুল কাইয়িম (রহিমাহুল্লাহ)
[সূত্র : যাদ আল-মায়াদ; চিকিৎসা অধ্যায় : ৪/৩৭৮]

15/09/2025

❝সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব;
যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র।
যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব।
আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে।
সূরা আম্বিয়া: ১০৪

12/09/2025

শয়তান থেকে নিরাপত্তার দু‘আ
---
لَا إِلٰهَ إلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

---
উচ্চারণ:
লা-ইলা-হা ইল্লাল্লহ-হু, ওয়া‘হদাহু লা-শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল ‘হামদু, ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়িঙ ক্বদীর।

---
ভাবানুবাদ:
নেই কোন মা’বুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

---
উপকারিতা:
১। যে ব্যক্তি এ যিকিরটি ১০০ বার বলবে তার
(ক) দশটি গোলাম আযাদ করার সমান সাওয়াব তার হবে;
(খ) তার জন্য একশটি সাওয়াব লেখা হবে
(গ) আর একশটি গুনাহ মিটিয়ে ফেলা হবে
(ঘ) ঐদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হতে নিরাপদ থাকবে।
কোন লোক তার চেয়ে উত্তম সাওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ঐ ব্যক্তি সক্ষম হবে, যে এর চেয়ে ঐ দু‘আটির ‘আমল বেশি পরিমাণ করবে।[সহীহ বুখারী: ৩২৯৩]
২। আরাফাতের দিনের দু’আই উত্তম দু’আ। [সুনানে তিরমিযী: ৩৫৮৫]
৩। যে ব্যক্তি এ যিকিরটি ১০ বার বলবে, সে চারজন ইসমাঈল বংশীয় ক্রীতদাসকে মুক্ত করার সমান সাওয়াব অর্জন করবে। [নাসাঈ সুনানুল কুবরাঃ ৯৯৪৮]
৪। যে ব্যক্তি এই যিকিরটি একবার বলবে, সে একজন বা দুজন ক্রীতদাস মুক্ত করার সমান সাওয়াব পাবে ।[মাজমাউয যাওয়াইদঃ ১৬৪১৯]
৫। যে ব্যক্তি এই যিকিরটি পড়বে আল্লাহ তা‘লা আকাশমণ্ডলি ছেদ করে তার দিকে দৃষ্টিপাত করবেন।[নাসাঈ সুনানুল কুবরাঃ ৯৪৫৬]

---
প্রাসঙ্গিক সময় ও পদ্ধতি:
সম্পর্কযুক্ত: দু’আ নং-২১৩,১৪,৩০৭, ২১৪

11/09/2025

Big shout out to my newest top fans! Md Ahsan Habib

10/09/2025

সকালে এক বার পড়া-৯
---
يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ أَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهُ وَلَا تَكِلْنِيْ إِلٰى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ

---
১ বার

---
উচ্চারণ:
ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যূমু বিরহ্‌মাতিকা আস্তাগীসু, আসলিহ্‌ লী শা’নী কুল্লাহু, ওয়ালা তাকিলনী ইলা নাফসী তরফাতা ‘আইন।

---
ভাবানুবাদ:
হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার অনুগ্রহে সাহায্য -উদ্বার কামনা করি, আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন, আর আমাকে আমার নিজের কাছে এক পলকের জন্যও সোপর্দ করবেন না।

---
উপকারিতা:
নবী (সা.) ফাতিমা (রা.) কে ওসিয়ত করেছেন, তিনি যেন সকাল ও সন্ধায় এ বাক্যগুলো বলেন। [মুসতাদরাক হাকিম:২০০০]

---
প্রাসঙ্গিক সময় ও পদ্ধতি:
সম্পর্কযুক্ত: দু’আ নং- ২৩৩, ২৩৪

10/09/2025

সকালে চার বার-৮
---
اَللّٰهُمَّ إِنِّيْ أَصْبَحْتُ أُشْهِدُكَ وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلَائِكَتَكَ، وَجَمِيْعَ خَلْقِكَ أَنَّكَ أَنْتَ اللّٰهُ لَاۤ اِلٰهَ إِلَّا أَنْتَ وَ أَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُوْلُكَ

---
উচ্চারণ:
আল্লহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া জামীআ খলক্বিকা, আন্নাকা আঙতাল্লহু লা ইলাহা ইল্লা আঙতা ওয়া আন্না মু‘হাম্মাদান আবদুকা ওয়া রসূলুক।

---
ভাবানুবাদ:
হে আল্লাহ, আমি সকালে উপনীত হয়েছি। আপনাকে সাক্ষী রাখছি, আরও সাক্ষী রাখছি আপনার আরশ বহনকারীদেরকে এবং আপনার ফেরেশতাগণকে ও আপনার সকল সৃষ্টিকে, যে নিশ্চয় আপনিই আল্লাহ, একমাত্র আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই, আর মুহাম্মাদ (সা.) আপনার বান্দা ও রসূল।

---
উপকারিতা:
যে ব্যক্তি সকালে ‍অথবা সন্ধায় এ দু‘আ চার বার বলবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। [সুনানে আবু দাউদ:৫০৬৯]

10/09/2025

সকালে তিন বার পড়া- ৫
---
اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ، اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ، اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ بَصَرِيْ، لَاۤ اِلٰهَ إِلَّا أَنْتَ‘ اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَاۤ اِلٰهَ إِلَّا أَنْتَ

---
উচ্চারণ:
আল্লা-হুম্মা ‘আ-ফিনী ফী বাদানী, আল্লা-হুম্মা আ-ফিনী ফী সাম্‌‘য়ী, আল্লা-হুম্মা ‘আ-ফিনী ফী বাসারী। লা- ইলা-হা ইল্লা- আনতা। আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল কুফরি, ওয়াল ফাক্বরি, আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন ‘আযা-বিল ক্বাবরি, লা- ইলা-ইলাহা ইল্লা আনতা।

---
ভাবানুবাদ:
হে আল্লাহ, আমাকে শারীরিকভাবে সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে শ্রবণশক্তিতে সুস্থ রাখুন। হে আল্লাহ আমার দৃষ্টিশক্তিতে সুস্থ রাখুন। আপনি ছাড়া কোন হক ইলাহ নেই। হে আল্লাহ , আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি ও দারিদ্র্য থেকে। হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, আপনি ছাড়া আর কোন হক ইলাহ নেই।

---
উপকারিতা:
নবী (সা.) নিয়মিত এ দু‘আটি পড়তেন। [সুনানে আবু দাউদ: ৫০৯০]

---
প্রাসঙ্গিক সময় ও পদ্ধতি:
সম্পর্কযুক্ত: দু’আ নং- ২২৪, ২২৫

08/09/2025

অন্তরকে সবসময় আল্লাহর আনুগত্যে রাখার দু‘আ
---
‏ اللّٰهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلٰى طَاعَتِكَ

---
উচ্চারণ:
আল্লহুম্মা মুসররিফাল কুলুবি সররিফ কুলূবানা আ‘লা তআতিক।

---
ভাবানুবাদ:
কলব সমূহ পরিচালনাকারী হে আল্লাহ! আপনি আমাদের কলবকে আপনার আনুগত্যের উপর স্থির রাখা

04/09/2025
02/09/2025

বিশেষ তাহলীল-২
---
لَا إِلٰهَ إلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ حَيٌّ لَّا يَمُوْتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

---
উচ্চারণ:
লা-ইলা-হা ইল্লাল্ল-হু, ওয়া‘হদাহু লা-শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল ‘হামদু, ইউ‘হয়ী ওয়া ইউমীতু ওয়া হুআ হাইয়ুন লা ইয়ামূতু বিয়াদিহিল খইর ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়িঙ ক্বদীর।

---
ভাবানুবাদ:
আল্লাহ তা'আলা ব্যতীত কোন মা'বূদ নেই, তিনি এক, তার কোন অংশীদার নেই, সকল ক্ষমতা তারই, সমস্ত প্রশংসা তার জন্য, তিনিই প্রাণ দান করেন ও মৃত্যু দেন, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তার হাতেই মঙ্গল এবং তিনিই সবসময় প্রত্যেক বস্তুর উপর ক্ষমতার অধিকারী।

---
উপকারিতা:
১। যে ব্যক্তি এ দু’আটি পাঠ করে আল্লাহ তার জন্য-
(ক) দশ লক্ষ নেকি লিখবেন;
(খ) দশ লক্ষ গুনাহ মাফ করে দিবেন; এবং
(গ) দশ লক্ষগুণ সম্মান বৃদ্ধি করে দিবেন। [সুনানে তিরমিযী: ৩৪২৮]
২। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এ দু’আটি পাঠ করবে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদিও সে গুনাহ সমুদ্রের ফেণার সমপরিমাণ হয়। [মাজমাউয যাওয়াইদঃ ১৬৯৮৭]

---
প্রাসঙ্গিক সময় ও পদ্ধতি:
১। বাজারে প্রবেশের পূর্বে পড়া যায়; [সুনানে দারেমী: ২৭৪৮]
২। সলাতের পরে।[মাজমাউয যাওয়াইদ: ১৬৯৩১]
৩। সকাল সন্ধায় পড়া যায়। [মাজমাউয যাওয়াইদ: ১৬৯৮৭]
সম্পর্কযুক্ত: দু’আ নং - ২৯২, ৫৬৬,৫৬৭,৫৬৮, ১৫

30/08/2025

ক্ষতি থেকে মুক্তি
---
بِسْمِ اللّٰهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَيْءٌ فِيْ الْأَرْضِ وَلَا فِيْ السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

---
উচ্চারণ:
বিসমিল্লা-হ হিল্লাযী লা-ইয়াদুররু মা‘আসমিহী শাইউঙ ফিল আরদ্বি ওয়ালা- ফিস সামা-ই ওয়া হুওয়াস সামীউল আলীম।

---
ভাবানুবাদ:
আল্লাহর নামে, যাঁর নামের বরকতে আসমান ও যমীনের কোন কিছুই কোন ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা সর্বোজ্ঞ।

---
উপকারিতা:
যে ব্যক্তি প্রত্যহ সকাল ও সন্ধায় এই দু‘আ তিন বার করে বলবে, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। [সুনানে ইবনে মাজাহ:৩৮৬৯]

--

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lectures of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lectures of Islam:

Share