Winky Emotions

Winky Emotions Switch on your Confidence !!

@[216974621799186:]


Admin # www.facebook.com/bd.sajal

23/07/2025

Section sky এর ৭ জন বাচ্চা সেদিন ক্লাসে অনুপস্থিত ছিলো ভাগ্যক্রমে শুধু ওরাই বেঁচে আছে।জাস্ট চিন্তা করেন ওই বাচ্চা ৭ জন যখন স্কুলে আসবে আর দেখবে ওদের সব বন্ধুরা একসাথে নেই পুরো সেকশন জুড়ে শুধু ওরা ৭ জন অথচ ওরা ৩৫ জন ছিলো.!🥲

Allah
22/07/2025

Allah

একটি দুই লিটার পানির দাম ৩০টাকা কিছু কুত্তার বাচ্চা সেই ৩০ টাকার পানি ৬০০ টাকা বিক্রি করে আবার যেখানে যেতে লাগে  ১০ টাকা...
22/07/2025

একটি দুই লিটার পানির দাম ৩০টাকা কিছু কুত্তার বাচ্চা সেই ৩০ টাকার পানি ৬০০ টাকা বিক্রি করে আবার যেখানে যেতে লাগে ১০ টাকার রিক্সা ভাড়া কিন্তু কুলাঙ্গারের বাচ্চারা ১০ টাকার রিক্সা ভাড়া ৪০থেকে ৫০টাকা ভাড়া চায় আবার উত্তরা থেকে ঢাকা মেডিকেল সিএনজিতে যেতে লাগে ৪০০থেকে ৫০০টাকা ভাড়া কিন্তু কুলাঙ্গারের বাচ্চা সেই ৪০০/৫০০ টাকার ভাড়া ৫০০০ হাজার চায় আসলে আমরা মানুষ হবো কবে মানুষ এখন আর মানুষ নাই সবাই অমানুষ হয়ে গেছে...!

কেটে যাবে সংকট রয়ে যাবে স্ক্রিনশট ☹️আপার থেকে শিখসি
22/07/2025

কেটে যাবে সংকট রয়ে যাবে স্ক্রিনশট ☹️
আপার থেকে শিখসি

ক্লাস 3 Section : Sky ধারণা করা হচ্ছে ওই ক্লাসের কেউ বেঁচে নেই।
22/07/2025

ক্লাস 3 Section : Sky ধারণা করা হচ্ছে ওই ক্লাসের কেউ বেঁচে নেই।

22/07/2025

This is Bangladesh you know!!
🙂🙂

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!❤️‍🩹মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধ...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!❤️‍🩹

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফা*য়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

হয়ত আজ সকালে বাচ্চাটা জেদ ধরে বসে ছিল,আজ স্কুলে যাবে না।মা বাবা হয়তো মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিলেন,আজ স্কুলে গ...
21/07/2025

হয়ত আজ সকালে বাচ্চাটা জেদ ধরে বসে ছিল,
আজ স্কুলে যাবে না।
মা বাবা হয়তো মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিলেন,আজ স্কুলে গেলে তার পছন্দের খাবার রান্না করবেন,তাকে নিয়ে বিকেলে ঘুরতে যাবেন।
স্কুল ছুটির আগে মা হয়তো পরম যত্নে বাচ্চাটার পছন্দের খাবার সামনে নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলো।

সোনার টুকরো আর ফিরলো না।
আর জেদ ধরে বলবেনা,মা আজ স্কুলে যাবো না!

আল্লাহ সবাইকে সহ্য করার ক্ষমতা দিন।

21/07/2025

আল্লাহ্ আর সহ্য করা যায় না!
😢😢

ভীড় করতেসেন যেনো কনসার্ট হচ্ছে। সবাই মোবাইল দিয়ে ভিডিও করতেসেন।আপনাদের জন্য ইমার্জেন্সি বেইহাইকেল গুলো মুভ কর‍তে পারছে ন...
21/07/2025

ভীড় করতেসেন যেনো কনসার্ট হচ্ছে। সবাই মোবাইল দিয়ে ভিডিও করতেসেন।আপনাদের জন্য ইমার্জেন্সি বেইহাইকেল গুলো মুভ কর‍তে পারছে না।

আমরা মানুষ হবো আর কবে!!!

বিমান দুর্ঘটনা হতেহতদের  প্রয়জোন রক্তের সাহায্যে এগিয়ে আসার আহ্বানঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০+ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ যারা ...
21/07/2025

বিমান দুর্ঘটনা হতেহতদের প্রয়জোন রক্তের সাহায্যে এগিয়ে আসার আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০+ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ যারা এই মুহুর্তে রক্ত দিতে প্রস্তুত। শুধু নাম্বারে কল করলেই পাবেন।

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-
১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল

আল্লাহ সবার সহায় হোন।

টক্সিক মানুষ চিনেন? আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দি...
20/12/2024

টক্সিক মানুষ চিনেন?

আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে।

টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না, কিন্তু একটা সময় মনে হবে—আপনার চারপাশটা ভারী, মনটা ক্লান্ত।

হঠাৎ একটা দিন বুঝবেন, এই ভারটা আসলে মানুষেরই তৈরি।

কিন্তু কীভাবে বুঝবেন যে কেউ টক্সিক?

এমন কিছু আচরণ আছে, যেগুলো যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক। চলুন, টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি।

১. সবকিছুতে খুঁত ধরার অভ্যাস

টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে, যেন আপনি কিছুই জানেন না, পারেন না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো, এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়। বরং, তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে।

২. কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে

তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধামতো পরিস্থিতি গড়ে তোলে। সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়নক হয়ে গেছেন।

৩. আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা

তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে, কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে।

৪. তাদের সমস্যার জন্য আপনি দায়ী!

তারা সবসময় ভিকটিম। সব সমস্যার দায় তাদের না, বরং পৃথিবীর! তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না, বরং আপনাকেই দায়ী করবে। আপনি সবসময় অপরাধবোধে ভুগবেন।

৫. কথায় কথায় অভিযোগ

তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ। সবকিছুতে তারা অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে।

৬. আপনার অনুভূতি নিয়ে খেলা

তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না। আপনার কষ্ট, আপনার সুখ—কিছুতেই তাদের কিছু যায় আসে না। এমনকি যখন তারা আপনাকে আঘাত করে, তখনও তাদের মনের কোণায় বিন্দুমাত্র মায়া জন্মায় না।

৭. আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা

আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না। বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা, ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায়।

৮. আচরণে একধরনের দ্বিচারিতা

একদিন তারা খুব মিষ্টি, আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। আপনি বুঝতেই পারবেন না, কখন কীভাবে তাদের সঙ্গে মিশতে হবে।

৯. শুধু নেওয়ার অভ্যাস, কিছুই না দেওয়া

টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া। তারা আপনাকে ব্যবহার করবে, আপনাকে থেকে সুবিধা নেবে, কিন্তু বিনিময়ে কিছু দেবে না।

১০. আপনার ‘না’কে গুরুত্ব না দেওয়া

তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না। আপনার সময়, মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই।

টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি।

জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন।

মনে রাখবেন,

যারা আপনাকে ভালোবাসে, তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না।

©️ NH Nur Hossain

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Winky Emotions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share