06/09/2025
দূর অতীতের স্মৃতি ফিরে আসে,
মনের কোণে গান গায় বারে বারে।
তুমি ছিলে যেন এক আলো,
যা মুছে যায়নি, শুধু ম্লান হয়েছে ধুলো।
সেই দিনের হাসি, কথা, ছোঁয়া,
বিজোড় হয়ে রয়ে গেছে হৃদয়ের মোড়া।
চলবে না আর হাত ধরার সে খেলা,
তবু মনে হয় তুমি আছো, পাশে যেকোনো মেলা।