24/06/2025
২৪/০৬/২৫ইং
📍 জরুরি মানবিক আবেদন – পরিবারকে খুঁজে দিন
এই বৃদ্ধ ব্যক্তিকে গত কয়েক দিন যাবত নারায়ণগঞ্জ ফতুল্লা আলিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। আমরা তার সঙ্গে কথা বলেছি – তার মানসিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ও দুর্বল। তিনি একা উঠে দাঁড়াতে পারেন না, হাঁটতেও পারেন না।
🧔♂️ নাম: মিন্টু
👴 পিতার নাম: আলাউদ্দিন
🏡 নিজ বাড়ি: বিক্রমপুর (মুন্সিগঞ্জ)
⚠️ সে বারবার বলেছে সে তার বাড়ি ফিরে যেতে চায়। দয়া করে কেউ যদি তাকে চিনে থাকেন বা তার পরিবারের কাউকে চিনে থাকেন, তাদেরকে দ্রুত জানিয়ে দিন।
যোগাযোগ করুন পরিচিত হলে
📞 01729811824
📍 অবস্থান: ফতুল্লা আলিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন, নারায়ণগঞ্জ
🙏 দয়া করে পোস্টটি শেয়ার করুন – হয়তো আপনার একটি শেয়ারেই পরিবার ফিরে পাবে তাদের আপনজনকে।
#মানবিক_আবেদন #নিখোঁজ #পরিবার_খুঁজছি #নারায়ণগঞ্জ #ফতুল্লা #বিক্রমপুর #সাহায্য