14/06/2024
আমার রুমমেট একসাথে পাঁচটা ছেলের সাথে প্রেম করে। তাতে কোনো অসুবিধা নাই।
প্রত্যেকেই জান দিয়ে দিবে টাইপ ভালোবাসে সুমাইয়াকে। প্রত্যেক বার যখন মেয়েটা ধরা খায় এমন জন্মের কান্না করে যে, ছেলে সন্দেহ করবে কি উল্টা আরো মাফ চায়। তাতে কোনো অসুবিধা নাই।
সুমাইয়ার সব বয়ফ্রেন্ডের কাছেই আমার নাম্বার আছে। আমি প্রতেকের নাম্বার সুমাইয়ার বফ ওয়ান/টু এভাবে লিখে সেইভ করে রাখছি। যেটার সাথে একটু বেশি সিরিয়াস ওটারে আবার সুমাইয়ার সিরিয়াস বফ লিখে সেইভ করছি মনে রাখার সুবিধার্থে।
সুমাইয়ার কিছু হলেই ছেলেগুলা আমাকে ফোন দেয়, সুমাইয়ার শেখানো মিথ্যে গুলা আমাকে বলতে হয়। দুই একবার মনের ভুলে একজনের গল্প অন্যজনকে বলে বেচারিকে বিপদে ফেলে দিয়েছিলাম। তাতে কোনো অসুবিধা নাই। ও ভালোবাসা দিয়ে ঠিক করে দিছে।
চারটা বয়ফ্রেন্ডের কাছ থেকে বিশ হাজার করে টাকা নিছে, পাঁচ নাম্বার বয়ফ্রেন্ড ফোন কিনে দিছে; সেই একটা ফোনই বাকিগুলাকে দেখাইছে। তাতেও কোনো অসুবিধা নাই।
সিটভাড়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকেই ১৫০০/- করে নিছে। সেসব টাকা আবার আমার বিকাশেই আসে। সুমাইয়ার বিকাশ নাই, কারণ ওর এনআইডি করার বয়স এখনও হয় নাই। এই ফাঁকে আমি বিকাশের গোল্ড ইউজার হয়ে গেছি।
সুমাইয়া আজ কোনটার সাথে যেন ঝগড়া করতেছে আর বলতেছে আমি এত লয়্যাল হয়ে কি লাভ হলো হৃদয়? তুমি এখনও তোমার ওই মেয়েফ্রেন্ডকে লিস্টে রাখছ?
তাতে আমার কিছু যায় আসে না। আমি দীর্ঘশ্বাস ফেলে ওর দুই নাম্বার বফের কিনে দেওয়া পিৎজ্জা খাচ্ছি। 🙂