06/06/2025
কোরবানি ঈদে ভাসে স্নেহের ছোঁয়া,
পশুর ত্যাগে জাগে মমতার জোয়া।
ভাগ করে সবাই পাই শান্তির আলো,
ভাই-বোন মিলে কাটায় সুখের পালা।
ঈদের দিনে মিলনের মধুর গান,
ভালোবাসায় ভরে ওঠে প্রাণের বাগান।
কোরবানির বাণী নিয়ে সবাই হাসে,
ভ্রাতৃত্বের বন্ধনে হৃদয় জুড়ে থাকে।