Money Collection BD

Money Collection BD দেশ ও দেশের বাইরের বিভিন্ন ধরনের মুদ্রা এবং টাকা
সম্পর্কে ধারণা দিয়ে থাকি 🏦💲💵💴💶💱🇧🇩

20/03/2025

ইয়া আল্লাহ জালিমদের পতন নিশ্চিত করুন 🤲☝️

28/02/2025
18/01/2025

Dhaka International Trade Fair 2025

01/06/2024

পেজটিতে অবশ্যই ফলো করবেন ইনশাআল্লাহ 💖

17/04/2024
30/09/2022

গ্রন্থঃ সূনান আত তিরমিজী [তাহকীককৃত]
অধ্যায়ঃ ৩৪/ দুনিয়াবী ভোগবিলাসের প্রতি অনাসক্তি (كتاب الزهد عن رسول الله ﷺ)
হাদিস নম্বরঃ ২৩৯১

৫৩. আল্লাহ তা'আলার জন্যই ভালোবাসা

২৩৯১। আবূ হুরাইরা (রাঃ) অথবা আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা'আল্লা (কিয়ামত দিবসে) সাত প্রকারের লোককে তার (আরশের) ছায়াতলে আশ্রয় প্রদান করবেন, যেদিন তার (আরশের) ছায়া ব্যতীত অন্য কোন ছায়াই (আশ্রয়) অবশিষ্ট থাকবে না। (তারা হলো)

(১) ন্যায়পরায়ণ শাসক,

(২) যে যুবক আল্লাহ্ তা'আলার ইবাদাতের মধ্যে বড় হয়েছে,

(৩) যে ব্যক্তি মাসজিদ হতে বেরিয়ে গেলেও তার অন্তর এর সাথে সম্পৃক্ত থাকে, যে পর্যন্ত না সে আবার সেখানে ফিরে আসে,

(৪) এমন দু'ব্যক্তি যারা আল্লাহ্ তা'আলার জন্য পরস্পর ভালোবাসা স্থাপন করেছে, এই সম্পর্কেই একত্র থাকে এবং বিচ্ছিন্ন হয়,

(৫) যে ব্যক্তি নির্জনে আল্লাহ্ তা'আলাকে স্মরণ করেছে এবং তার দুচোখ বেয়ে পানি পড়েছে,

(৬) এমন ব্যক্তি যাকে কোন অভিজাত পরিবারের সুন্দরী রূপসী নারী (অশ্লীল কাজে) আহববান করেছে কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করেছেঃ আমি আল্লাহ্ তা'আলাকে ভয় করি এবং

(৭) এমন ব্যক্তি যে এত গোপনে দান-খাইরাত করেছে যে, তার বাম হাতও জানতে পারেনি যে, তার ডান হাত কি দান করেছে।

সহীহ, ইরওয়া (৮৮৭), বুখারী, মুসলিম
হাদিসের মানঃ সহিহ

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Money Collection BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category