21/10/2025
"যতবারই তোর কথা ভাবি, হৃদয়ে এক দুঃখের কালো মেঘ জমে ওঠে।"
"তুমি না থাকলে, পুরো পৃথিবী শূন্য লাগে।"
"কষ্ট যতই সই, তবুও অপেক্ষা কখনও শেষ হয় না।
"বিরহের এই রাতগুলো শুধুই অন্ধকারে হারিয়ে যায়।"
"তুমি যদি ফিরো না, তবে বেদনা হয়ে আমি থাকব।"
এই হৃদয়, যাকে ভালোবেসেছিলাম, তার জন্য আজও অপেক্ষা করছে।"
তুমি চলে যাওয়ার পর প্রতিটা দিন কেমন যেন এক ফাঁকা।
বিরহের অশ্রু শুকিয়ে গেছে, কিন্তু অভিমান কখনো কমেনি।" ゚