Sanzida Lisa

Sanzida Lisa Creating memories, one frame at a time.❤️‍🩹❤️‍🩹
Igniting emotions through videography.💔💔
Keep watching, keep scrolling.🤎🤎
(14)

মা শা আল্লাহ  কি সুন্দর রিভিউ ❤️❤️❤️
08/12/2025

মা শা আল্লাহ কি সুন্দর রিভিউ ❤️❤️❤️

আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা ❤️❤️❤️
08/12/2025

আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা ❤️❤️❤️

**কেন হযরত মূসা(আঃ)আজরাইলকে থাপ্পর দিয়েছিলেন? হযরত মূসা(আঃ) মালাকুল মউত তথা আজরাইল (আঃ) কে চড় মেরে কানা করে দিয়েছিলেন...
24/11/2025

**কেন হযরত মূসা(আঃ)আজরাইলকে থাপ্পর দিয়েছিলেন?

হযরত মূসা(আঃ) মালাকুল মউত তথা আজরাইল (আঃ) কে চড় মেরে কানা করে দিয়েছিলেন, এই কথাটি আমরা অনেকেই শুনেছি। কিন্তু কেন এমন ঘটেছিল ?
হযরত মূসা(আঃ) বয়স হয়েছিল অনেক শরীরের এইবার শেষ হয়ে আসছে। বয়স বাড়লে এমনি হয়। মূসা (আঃ) বসে বসে অতীতের কথা ভাবছিলেন। এমন সময় মালাকুল মউত এর কথা ভাবছিলেন। হয়তো সবাই জানেন যে হযরত মূসা কালিমুল্লাহ (আঃ) ছিলেন একজন গরম মেজাজের পয়গম্বর যার শরীরে ছিলো অনেক শক্তি যখন মূসা (আঃ) এর মৃত্যুকাল সন্নিকটে আসলো তখন হযরত আজরাইল (আঃ) মালাকুল মউত মানুষ রূপে যথাসময়ে উপস্থিত হয়ে বিনা সালামে তার ঘরে প্রবেশ করেছিলেন । এবং বলেছিলেন হে মূসা মৃত্যুর জন্য প্রস্তুত হই। এমনেতেই বিনা সালামে ঘরে প্রবেশ তার উপরে পয়গম্বরের নাম সম্বোধন এবং মানুষ আকৃতির "আজরাইল (আঃ) কে হযরত মূসা (আঃ) স্বভাবতো ক্ষেপে রক্তিম বর্ণ হয়ে যান। এবং প্রশ্ন করেন কিভাবে আমার জান কবজ করবা। আজরাইল (আঃ) বললেন, মুখ দিয়ে হযরত মূসা (আঃ) বললেন যে মুখ দিয়ে আমি আল্লাহর নাম নি তা দিয়ে তুমি কিভাবে আমার জান কবজ করবে। এবার আজরাইল (আঃ) বললেন, চোখ দি হযরত মূসা (আঃ) বললেন যে চোখ দিয়ে আমি আল্লাহর দিদার পেয়েছি সে চোখ দিয়ে কিভাবে তুমি আমার জান কবজ করবে। এবার আজরাইল (আঃ) বললেন নাক দিয়ে। তারপর হযরত মূসা (আঃ) বললেন যে নাক দিয়ে আমি জান্নাতের সুঘ্রাণ পেয়েছি সে নাক দিয়ে তুমি আমার জান কবজ করবে। এইবার আজরাইল (আঃ) পড়লেন বিপদে তিনি বললেন এত কিছু আমি জানি না। আমার কাজ হলো জান কবজ করা আপনি প্রস্তুত হন। এই কথা শুনার সাথে সাথে মূসা (আঃ) এর মেজাজ গরম হয়ে গেলো তিনি বেয়াদবি শাস্ত্রিস্বরূপ সাথে সাথে আজরাইল (আঃ) কে জোরে থাপ্পর মেরে বসলেন। তখন হজরত মুসা (আঃ) হজরত আজরাইলের (সাঃ) গালে এতো জোরে থাপ্পড় দেন যে আজরাইলের (সাঃ) একটা চোখ কানা হয়ে যায়। এবং জান কবজের কথা ভুলে গিয়ে চলে যান আল্লাহর কাছে এবং
আল্লাহকে বলেন যে আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন, যিনি মরতে চান না। পরে আজরাইল (আঃ) আল্লাহর কাছে ফিরে যান এবং ঘটনা জানান। ইয়া রাব্বুল আলামিন আপনার ঐ রাগী বান্দা আমাকে চড়ের আঘাত করে এমন অবস্থা করে দিয়েছেন রাব্বুল আলামিন আজরাইল (আঃ) কে বললেন তুমি পুনরায় যাও ।এরপর আল্লাহ তাআলা আজরাইল (আঃ) কে বলেন যে মূসা (আঃ) জীবন পছন্দ করেন এবং তাকে অন্য কোনভাবে জান কবজের আদেশ দেন। ভদ্রতার শহিদ আমার সালাম আর সুসংবাদ প্রদান করে বলো মহান রব আপনার সাথে সাক্ষাত করার প্রয়াস করেছেন। মহান রবের - এইরূপ নির্দেশ পেয়ে হযরত আজরাইল (আঃ) পুনরায় মূসা (আঃ) নিকটে গিয়ে শিখানো, কৌশলে কথা বলার শুরু করলেন। আল্লাহপাকের এ ভিন্ন বর্ণনায় পাওয়া যায় হযরত মূসা (আঃ)মালাকুল মউতকে বলেন মৃত্যুর আগে আমি আর একবার তুর পাহাড়ে যেতে চাই আপনার দিদার পেতে চাই। আল্লাহ তায়ালা তার আরজি কবুল করে তাকে সেখানে যাওয়ার অনুমতি দিলেন। তিনি কালবিলম্ব না করে সেখানে রইনা দিলেন । সেখানে গিয়ে আল্লাহ নূরের জ্বলকানিতে আল্লাহর সাথে কথা বলেন। মূসা (আঃ) এর মৃত্যুর পর তুর পাহাড় থেকে সামনের দিকে অগ্রসর হয়ে দেখতে পেলেন সাতজন লোক একটি কবর খনন করছে। তিনি জিজ্ঞাসা করলেন কার জন্য, কবর খনন করা হচ্ছে। লোকগুলো বললেন একজন ঈমানদার লোকের মৃত্যু হবে তার জন্য মূসা (আঃ) কবর খনন করার জন্য তাদের সাথে যোগ দিলেন। তারা বললেন যে মারা যাবে সে দেখতে আপনার মত লম্বা আপনে যদি শুয়ে দেখতেন কবরের মাপটা ঠিক আছে কিনা এরপর মূসা (আঃ) সেখানে শুয়ে পড়লেন, সেখানে শুয়ে তিনি আল্লাহকে বললেন হে আল্লাহ এই জায়গাটা কত নির্জন আমার জন্য এই জায়গাটি কবুল করুন। এই কথা বলার সাথে সাথে একজন ফেরেশতা এতে তাকে একটি আপেল খেতে দিলেন। তিনি বিসমিল্লাহির রাহমানির রাহিম" বলে আপেলটি কামড় দিলেন সাথে সাথে তার জান কবজ হয়ে গেলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
। সেখানে উপস্থিতি ফেরেশতারা তাকে গোসল করিয়ে জানাজা দিয়ে সেখানে সমাধি করলেন। এজন্য আজও জানা যায়নি হযরত মূসা (আঃ) এর কবর কোথায়।

  বাংলাদেশের নিচে থাকা ভারতীয় প্লেট বছরে ১৫–৪০ মিমি করে উত্তর-পূর্ব দিকে সরে বার্মা প্লেটের নিচে ঢুকছে—এটাই সাবডাকশন জোন...
22/11/2025


বাংলাদেশের নিচে থাকা ভারতীয় প্লেট বছরে ১৫–৪০ মিমি করে উত্তর-পূর্ব দিকে সরে বার্মা প্লেটের নিচে ঢুকছে—এটাই সাবডাকশন জোন, যেখানে বড় ধরনের মেগাথ্রাস্ট ভূমিকম্প ঘটে। এই সাবডাকশন জোনের সীমান্ত হলো ডিফর্মেশন ফ্রন্ট, যা ঢাকার খুব কাছ দিয়ে গেছে। ফ্রন্টের পূর্বের পাথর ভেঙে ও বেঁকে ভূগর্ভে ঢোকে, আর এখান থেকেই প্রায় ২৫০ কিমি দীর্ঘ মেগাথ্রাস্ট ফল্ট শুরু।

গত ৪০০ বছরে এ অঞ্চলে ৮–৯ মাত্রার কোনো বড় ভূমিকম্প হয়নি, কিন্তু এ সময়ে প্লেটগুলো প্রায় ৫ মিটার পরস্পরের দিকে এগিয়ে গেছে—যার মানে বিশাল পরিমাণ চাপ জমে আছে। এই চাপ কখন মুক্ত হবে জানা যায় না—এখনও হতে পারে, আবার শত বছর পরেও। তাই কোনো নির্দিষ্ট প্রেডিকশন করা বৈজ্ঞানিক কাজ নয়।

তবে গবেষকদের মূল সতর্কতা একটাই: ঢাকা বিশ্বের সবচেয়ে বিপ*/জ্জ*/নক মেগাথ্রাস্ট ফল্টের কিনারায় অবস্থান করছে, এবং এখানে যেকোনো সময় জাপানের বড় ভূমিকম্প-সমতুল্য ঘটনা ঘটতে পারে। তাই প্রস্তুতি ছাড়া উপায় নেই।

লিখেছেন: Khan Muhammad Bin Asad (আমি একটু শর্ট করলাম)

Picture Credit goes to Brian Stauffer / Theispot. com

নতুন উদ্যােক্তাদের জন্য একটা ছোট্ট প্রচেষ্টা ❤️ ৫০০ টাকায় পেয়ে যাচ্ছেন এই সবগুলো আইটেম এর কম্বো প্যাকেজ❤️
19/11/2025

নতুন উদ্যােক্তাদের জন্য একটা ছোট্ট প্রচেষ্টা ❤️ ৫০০ টাকায় পেয়ে যাচ্ছেন এই সবগুলো আইটেম এর কম্বো প্যাকেজ❤️

বর্তমানের কিছু ওয়াজি হুজুররা বয়ানের সময় যেসব কথা ৩০ সেকেন্ডে বলা যায় তা বলতে ৩০ মিনিট লাগায় দেয় ।ধরেন, এক হুজুর ওয়াজ করছ...
19/11/2025

বর্তমানের কিছু ওয়াজি হুজুররা বয়ানের সময় যেসব কথা ৩০ সেকেন্ডে বলা যায় তা বলতে ৩০ মিনিট লাগায় দেয় ।
ধরেন, এক হুজুর ওয়াজ করছে-
স্বামী বাসর ঘরে ঢুকলো । বাসর ঘরে ঢুকে দেখে স্ত্রী বিছানায় বসে আছে । কই বসে আছে?
-বিছানায় বসে আছে ।
-দ্যা ওয়াইফ ইজ সিটিং অন বেড । স্বামী দেখলো তার স্ত্রী বিছানায় বসে আছে । আস্তে করে স্ত্রীর পাশে বসলো । স্ত্রীকে সালাম দিলো । আসসালামু আলাইকুম । সালাম দেয়া সুন্নত । স্ত্রীকে সালাম দেয়াও সুন্নত । স্ত্রীকে সালাম দেয়া... (পাবলিক সমস্বরে- সুন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নত)
স্ত্রীকে সালাম দেয়া সুন্নত । সালাম দেয়া সুন্নত আর সালামের জবাব দেয়া?
-ওয়াজিব ।
-জোরে বলেন ঠিক কি না?
ঠিইইইইইইইইইক
স্ত্রী উত্তর দিলো- ওয়া'আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ... আমাদের দেশের স্বামীরা কি স্ত্রীদের সালাম দেয়? আপনারা দেন? কয়জন দেন হাত তোলেন তো...
ঐ দিকে পাবলিক বি'রস মু'খে অ'ধির হয়ে অপেক্ষা করছে বাসর রাতের আসল ঘটনা শোনার জন্য! 🙂
এই হলো ওয়াজের অবস্থা🤣🤣🤣🤣

18/11/2025

আচ্ছা আপনারাই বলেন এটার দাম …?
আসলে হ্যান্ডমেড চুড়িটাকে আপনারা কি মনে করেন?
কেন এতো কমতেছে এই চুড়ির দাম?
বিসনেস মানুষ যে করবে কিভাবে করবে?
আমার মাথায় শুধু প্রশ্ন ঘুরতেসে !!!

18/11/2025

ভাবতেছেন গোপন কথা কেমনে হয়ে গেল ফাঁস!!! পরামর্শ নিশ্চয়ই নিজের মানুষের সাথে করছিলেন। এখন তো হবে স*র্ব*নাশ। 🤣😂

আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা ❤️ সবাই কেমন আছেন❤️
18/11/2025

আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা ❤️ সবাই কেমন আছেন❤️

আসসালামু আলাইকুম শুভ সকাল ❤️ সবার সারাটাদিন সুন্দর ও ভালো কাটুক❤️
18/11/2025

আসসালামু আলাইকুম শুভ সকাল ❤️ সবার সারাটাদিন সুন্দর ও ভালো কাটুক❤️

Address

জমির খান সড়ক, বরিশাল সদর
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanzida Lisa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share