19/07/2025
#গল্পটার নাম রাখি "চায়ের কাপ আর এক চিলতে হাসি" ☕🌸
---
একটা ছোট্ট শহরের এক কোণায় ছিল এক চা'র দোকান। দোকানের নাম ছিল "মনজুড়ানো চা", আর চালাত এক বৃদ্ধা—মায়া দাদি। প্রতিদিন স্কুল-কলেজ অফিস শেষে মানুষ আসতো তার দোকানে। তবে সবচেয়ে নিয়মিত একজনই—এক তরুণী, নাম তার রাইনা।
রাইনা প্রতিদিন বিকেল ৫টার ঠিক আগে আগে এসে এক কোণার টেবিলে বসে একটা লাল কাপ চা নিতো, কিছু বলতো না, শুধু জানালার বাইরে তাকিয়ে থাকতো। মায়া দাদি চুপচাপ চা দিয়ে যেতেন, কখনো কিছু জিজ্ঞেস করতেন না। শুধু হাসতেন।
একদিন হঠাৎ মায়া দাদি তার কাছে এসে বললেন,
—"তুই প্রতিদিন আসিস, চুপচাপ চা খাস, কাঁদিসও মাঝে মাঝে... কিন্তু ফিরে আসিস আবার। কেন রে মা?"
রাইনা চুপ করে ছিল কিছুক্ষণ, তারপর হাসলো। বললো,
—"এই দোকানটা আমার মনের আশ্রয়। মানুষ বদলেছে, শহর বদলেছে, কিন্তু আপনার চায়ের কাপ আর হাসিটা বদলায় না। সেটাই শান্তি দেয়।"
সেই দিন থেকে মায়া দাদি প্রতিদিন রাইনার চায়ের কাপের পাশে একটা ছোট্ট নোট রেখে যেতেন। কখনো লিখতেন, "তুই সুন্দর", কখনো "ভালোবাসা তো এখনো বেঁচে আছে", আবার কখনো শুধু একটা লাল রঙের হাসি আঁকা থাকত 💌
বছর পেরিয়ে গেছে… এখন রাইনা নিজেও একজন চায়ের দোকান চালায়—নাম দিয়েছে "মায়ার কাপ", ঠিক মায়া দাদির মতোই সবার পাশে দাঁড়িয়ে, এক চিলতে হাসি আর এক কাপ চায়ের মাধ্যমে।
--- #মায়ার_কাপ #চায়ের_গল্প েজ #ভালোবাসার_ছোঁয়া