কোষাবর সার্বজনীন শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মন্দির

  • Home
  • Bangladesh
  • Barishal
  • কোষাবর সার্বজনীন শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মন্দির

কোষাবর সার্বজনীন শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মন্দির এখানে সনাতন ধর্মীয় বিভিন্ন অনুষ্টানের।
প্রোগ্রাম র ভিডিও আছে।
https://youtube.com/?si=KP9o1r6ZlFvicCsa

হরিবাসরে, #এডমিন Joyanta Sajjal
25/10/2025

হরিবাসরে,
#এডমিন Joyanta Sajjal

24/10/2025

উত্তমপুর, দাড়িয়াল, বাকেরগঞ্জ,বরিশাল
শ্রী শংকর মিএ র
ছোট ছেলে, রিপন মিএ র
নতুন গৃহে হরিবাসরের আয়োজন।
#এডমিন Joyanta Sajjal

24/10/2025

সাধু সঙ্গে প্রেম তরঙ্গে, প্রেমতীর্থে মুড়ায়ে মাথা,
গুরু কল্পতরু জড়িয়ে ধর, ওগো আমার ভক্তিলতা।

১।বিশ্বাসের আকড়া দিয়ে, পাকড়াইয়ে ধর তারে,
কুবাতাসের ঝাকড়া পড়ে, ভাঙ্গে না যে লতার মাথা।

২।চৌদিকে দাও সত্য বেড়া, ফিরবে তাতে ছাগল মেড়া,
জল ঢাল তায় ঘড়া ঘড়া, ফুটিয়ে ফুল মেলবে পাতা।

৩।ফুলের গন্ধে মনঅলি, মত্ত হলে শুনারে মালী,
নয়ন ভরে তুমি খালি, সেই ফুল দেখিও রাধা।

৪।রাধা পদ্ম ফুটলে পর, বাজায়ে বাঁশী গুন গুন স্বরে,
কালা ভ্রমর আসবেই উড়ে, কালো নয় সে উজ্জ্বল সাদা।

৫।মনোমোহন কয় নীচের মাটি, হয় না আমার পরিপাটি,
মিছামিছি কান্দাকাটি, শুকনা মাটি হয় কি কাঁদা।

#এডমিন Joyanta Sajjal

24/10/2025

#ভক্তিমূলক_গান
১)গুরু কল্পবৃক্ষ মূলে
বসে থাক রে মন
অঙ্গ শীতল হবে
প্রাণ জুড়াবে
লাগিলে বৃক্ষের কিরণ,

(২)
সেইনা বৃক্ষের ডালে ডালে
কত নাম অমৃত সুফল ফলে
সেই ফল খায় ভক্ত জন কোকিলে
অভক্ত না খায় কখন

(৩) লাগিলে পরে বৃক্ষের ছায়া
আমার শ্রী গৌরাঙ্গের হবে দয়া
তখন ঘুচিবে অনিত্ত মায়া
ছায়ারও কিরণে

(৪) পাপো তাপো হবে নষ্ট
ঘুচে যাবে মনের কষ্ট
তখন নয়ন ভরে দেখবি পস্ট
শ্রী গৌরাঙ্গের যুগল চরণ

(৫) মনরে তুই কি করেলি
সুধা থুয়ে গরল খালি
ও তুই মূলের বেলায় ভুলে রইলি
করলিনা প্রেম রস আস্বাধন

গুরু কল্প বৃক্ষ মূলে বসে থাকলে মন

#এডমিন Joyanta Sajjal

24/10/2025

উত্তমপুর,
শ্রী রিপন মিএ এর নতুন গৃহে প্রবেশ
তার গৃহে হরিবাসরের আয়োজন

24/10/2025

🔮মধুকাঠি, সুরেন্দ্র রায়, মহাশয়ের নিজ
গ্রহে হরিবাসর।
🎤গান পরিবেশনে 🎤
👉মন্দির পরিচালনায়
শ্রী পীযুষ কান্তি বিশ্বাস (প্রধান শিক্ষক)👈
🙏কোষাবর মন্দিরে র সকল ভক্ত বৃন্দ 🙏

20/10/2025

বামনী কাঠি, কালি মন্দির

20/10/2025

দক্ষিণ দাড়িয়াল সার্বজনীন শ্রীশ্রী কালি মন্দির

16/10/2025

হে ভগবান, আপনি আমার কাকা কে।
সুস্থ করে তুলুন, আপনার মহিমার কোন শেষ নাই।
সকল ভক্ত বৃন্দ র কাছে আকুল আবেদন
আমার কারার জন্য ঠাকুরে কাছে প্রর্থনা করবেন, কাকা যেন অতিশীঘ্র সুস্থ হয়ে যায়।
------------ব্রেন টিউমার ---------
কোষাবর মন্দিরের পরম ভক্ত
শ্রী :- শ্যামল সাজ্জাল( কোষাবর)
কোষাবর,দাড়িয়াল,বাকেরগঞ্জ,বরিশাল

15/10/2025

কোষাবর সার্বজনীন শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মন্দির
এর
প্রতিষ্ঠাতা: স্বর্গীয়:- সৃর্যমোহন গোসাই
এর
(২১ - তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান)
১৩ আশ্বিন ১৪১১ বাংলা

মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় : সূর্যমোহন গোঁসাই র মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান
15/10/2025

মন্দিরের প্রতিষ্ঠাতা
স্বর্গীয় : সূর্যমোহন গোঁসাই র
মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when কোষাবর সার্বজনীন শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মন্দির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোষাবর সার্বজনীন শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মন্দির:

Share

Category