03/03/2024
আমি চা বানাতে পারিনা।স্বামী সন্তান বলে,চা একদম স্বাদহীন!বউমা নাকি খুব ভালো চা বানায়।এক সকালে বউমাকে বললাম
" তুই কিভাবে চা বানাস রে মা? "
বউমা ভেংচি কে"টে বললো " তোমায় কেন বলবো? "
অভিমানী স্বরে বললাম " কি হয় বললে?তোর হাতের চা খাওয়ার পর আমার চা নাকি তোর শ্বশুরের আর পছন্দ হয় না! "
বউমা হেসে বললো " দেখছো,কিভাবে হাত করে নিছি তোমার বরকে "
" বুড়োটারে আবার হাত করা!চা আর পান দিলেই বুড়ার আর কিচ্ছু লাগে না "
বউমা চা বানানো শিখিয়ে দিলো।সে অনুযায়ী চা বানিয়ে স্বামী সন্তানকে পরিবেশন করলাম।ওরা বিশ্বাসই করেনি আমি বানিয়েছি।স্বামী বললো
" বললেই হলো নাকি?এতো ভালো চা বউমা ছাড়া কেউ বানাতে পারে না "
বললাম " তোমার বউমাই বানিয়েছে।এখন প্যাচাল না পেরে খাও "
দুপুরে বউমা এসে জেদ ধরলো, " আমি রান্না শিখবো,শিখায় দাও।শুধু ডিম ভাজতে পারি "
" এইটুকু হাত দিয়ে তো খুন্তিটাও ধরতে পারবি না ঠিক মতো।তোকে রান্না করতে দিলে আমারই ভয় লাগে।হাত,পা পু"ড়ে না ফেলিস! "
" আরেহ কিছু হবে না।দেখতে ছোট মরিচ
হলে কি হবে,ঝাল আছি।বিশ্বাস না হলে তোমার ছেলেকে জিগ্যেস করিও "
কথাটা বলেই মেয়েটা খিলখিল করে হাসতে লাগলো,আমিও হাসছি।মনের মতো বউমা পেয়েছি,সুখী পরিবার।
গল্প #শ্বাশুড়ির_স্নেহ
সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের