16/08/2025
খায়রুল বাশার রা কোন দলের পূজা করেন না।
খায়রুল বাশার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে না।
খায়রুল বাশার নিজের জ্ঞানে, নিজ অবস্থান থেকে, নিজ অন্তঃসত্ত্বা থেকে তার মনের ভাব প্রকাশ করে।
খায়রুল বাশার কালচারাল লোক হিসাবে ২৪ আন্দোলন যেভাবে ভয়হীন ভাবে কথা বলছে, আজকেও সেভাবে বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
২৪ আন্দলনে পক্ষের কালচারাল লোকদের এভাবে আক্রমণ করবেন না দয়া করে।
রাজনৈতিক খেলা বন্ধ করুন।