27/07/2025
মেহেন্দিগঞ্জে জোয়ারের পানিতে ধসে পড়েছে আলিগঞ্জ-উলানিয়া সড়ক : চলাচলে ভরসা সাকো
নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে ভয়াবহ জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ❘। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে মেঘনা ও শাখা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে মেহেন্দিগঞ্জের বিস্তীর্ণ জনপথ প্লাবিত হয়েছে। এতে করে রাস্তাঘাট, ঘরবাড়ি, পুকুর, মাছের ঘের, খাল-বিল, পানের বরজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পানির নিচে তলিয়ে গেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘনার তীরবর্তী উত্তর উলানিয়া ইউনিয়নের আলিগঞ্জ থেকে উলানিয়া পর্যন্ত নতুন নির্মাণাধীন চার লেনবিশিষ্ট সড়কটি। নির্মাণকাজ শেষ না হতেই জোয়ারের পানিতে একাধিক স্থানে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। সরেজমিনে শনিবার দেখা যায়, শুক্রবার রাতেই সড়কটির অন্তত ১০টি জায়গায় বড় বড় গর্ত ও ধ্বসের সৃষ্টি হয়, যার ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন বিএনপির সহযোগিতায় ধসে যাওয়া অংশের উপর জরুরি ভিত্তিতে বাঁশের সাকো তৈরি করা হচ্ছে, যাতে অন্তত জরুরি প্রয়োজনে মানুষ চলাচল করতে পারে।
জানা গেছে, এই সড়ক দিয়েই প্রতিদিন ৫-৬টি গ্রামের কয়েক হাজার মানুষ স্কুল, কলেজ, মাদ্রাসা, হাটবাজার এবং উলানিয়া লঞ্চঘাটে যাতায়াত করে থাকেন। বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুরের সঙ্গে নৌপথে যোগাযোগের জন্য এ রাস্তাটিই একমাত্র ভরসা।
বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আকবর চৌধুরী বলেন, “অপরিকল্পিতভাবে সড়কটি নির্মাণের ফলে অল্পতেই ধসে পড়েছে। ঠিকমতো পরিকল্পনা ও গাইডওয়াল ছাড়া এমন গুরুত্বপূর্ণ একটি রাস্তায় কাজ করায় আজ এ অবস্থার সৃষ্টি হয়েছে।”
৩নং হাসানপুর ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজ চৌধুরী বলেন, “আমার এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় আপৎকালীন সময়ের জন্য সাকো নির্মাণ করা হচ্ছে। তবে এটি কেবল সাময়িক সমাধান।”
এদিকে বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল হক চৌধুরী মিল্টন বলেন, “কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কটির দুই পাশে গাইডওয়াল না থাকায় জোয়ারের পানির তীব্র স্রোতে বিভিন্ন অংশে ধস নেমেছে।”
স্থানীয়দের শঙ্কা, “আগামী পূর্ণিমার আগেই যদি যথাযথ পরিকল্পনায় কাজ শুরু না হয়, তাহলে পূর্ণিমার জোয়ারে পুরো রাস্তাটিই মেঘনার গর্ভে বিলীন হয়ে যেতে পারে।”