05/09/2025
২০০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
১. নিচের কোন পণ্যটিকে ২০২৫ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? আসবাবপত্র।
২. শক্তিশালী পাসপোর্ট সূচক- ২০২৫ অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? - ৯৩তম
৩. কোন দেশে সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? সুইজারল্যান্ড
৪. ৫১তম জি-৭ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? কানাডা
৫. মাথাপিছু আয়ের দিক দিয়ে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষে রয়েছে? - লুক্সেমবার্গ
৬. নিচের কোন দেশটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণমুদ্রা চালু করেছে? -জিম্বাবুয়ে
৭. সরকার দেশে অর্থনেতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে নিচের কোন জেলাটিতে সাবরাং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে? টেকনাফ।
৮. গ্রীনল্যান্ড কোন দুইটি দেশের মাঝখানে অবস্থিত?-ডেনমার্ক ও রাশিয়া
৯. বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুদকৃত অঞ্চল- 'অরিনোকো বেল্ট' (Orinoco Belt) কোন দেশে অবস্থিত? - ভেনেজুয়েলা
১০. 'ডিপসিক' কোন দেশের সফটওয়্যার কোম্পানি? – চীন
১১. বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা কোম্পানি এইচ এন্ড এম কোন দেশের কোম্পানি? - সুইডেন।
12. Global Risk Report ২০২৫ প্রকাশকারী সংস্থা- World Economic Forum
13. The World After Gaza বইয়ের লেখক কে- Pankaj Mishra
14. সম্প্রতি ঢাকা মেট্রোরেল ভাড়া আদায়ে কোন পদ্ধতি ব্যবহার করে- Closed 100P.
15. মেলোনি ডকট্রিন নীতি প্রণয়ন করে- ইতালি [প্রবক্তা- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। EU এর ক্ষমতা সীমিত করে সদস্য দেশগুলোর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো।
16. সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধে ইরান কাতারের যে বিমান ঘাঁটিতে আক্রমণ করে- আল উদেইদ বিমান ঘাঁটি।
17. 'গ্রিন ডিল' পলিসি কোন সংস্থার- ইউরোপীয় ইউনিয়ন
18. বাংলাদেশে বর্তমানে তফসিলি ব্যাংক- ৬২টি [সর্বশেষ- নগদ ডিজিটাল ব্যাংক (বর্তমানে নিবন্ধন লাইসেন্স স্থগিত রয়েছে)।
19. Chat GPT যে কোম্পানি- Open AI
20. বাংলাদেশের দেশজ উৎপাদনে অবদান বেশি- সেবা খাতের
21. ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত- জনপ্রশাসন
22. অ্যান্তেনিও গুতেরেস 'জাতিসংঘ হাউজ' উদ্বোধন করেন- গুলশান, ঢাকায়
23. জি-জিরো ভুক্ত দেশ- ভুটান, পানামা
24. ফ্যাসিবাদ আগত- ইতালীয় ভাষা থেকে
25. LDCs Status থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে- ২৪ নভেম্বর, ২০২৬
26. কপ কম্মেলনের আয়োজক সংস্থা- UNFCCC
27. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে Climate Refugee হবে- ৩ কোটি।
28. শীতকালীন অলিম্পিক ২০২৬ অনুষ্ঠিত হবে- ইতালিতে
29. Leaving no one behind- SDGs এর মূলনীতি
30. ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে অভিহিত করা হয়- জুলাই গণঅভ্যুত্থান/ বর্ষা বিপ্লব নামে
31. সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য ছিল- রোহিঙ্গা ইস্যু
32. বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ- যুক্তরাষ্ট্র
33. সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসী হামলা হয়- পেহেলগামে [২২ এপ্রিল, ২০২৫]
34. বিমসটেকের বর্তমান সভাপতি- বাংলাদেশ (২০২৫ থেকে ঢাকায় পরবর্তী সম্মেলন হওয়া পর্যন্ত)
35. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে- সৌদি আরবে
36. বর্তমানে বাংলাদেশ পুরুষ টি-২০ দলের অধিনায়ক- লিটন কুমার দাস
37. Chon B শহরটি থাইল্যান্ডে (পর্যটনের জন্য বিক্ষাত)
38. Chat GPT পূর্ণরূপ- Generative Pre Trained Transformer
39. বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা কে? আদিলুর রহমান খান।
40. বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কে? - নিগার সুলতানা জ্যোতি।
41. ৭৮৭ ড্রিমলাইনার প্লেনের প্রস্তুতকারক? বোয়িং, যুক্তরাষ্ট্র।
42. ইরান ও ইসরায়েল চলমান যুদ্ধ শুরু হয়?- ১৩ জুন ২০২৫।
43. 'Gemini' এআই মডেলটি তৈরি করেছে? Google.
44. ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে? - লস অ্যাঞ্জেলেস।
45. বিশ্বব্যাংকের হিসাবমতে, বিশ্ব অর্থনীতি ২০২৫ সালে কী হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে? ২.৩%।
46. কপ-২৯ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে? – আজারবাইজান।
47. ২০২৪ সালের গণঅভ্যুত্থান অভিহিত? জুলাই গণঅভ্যুত্থান নামে।
48. সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল? রোহিঙ্গা ইস্যু।
49. বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কী? শেখ বশিরউদ্দীন।
50. বিমসটেকের বর্তমান সভাপতি কোন দেশ? বাংলাদেশ।
51. বিশ্বের শীর্ষ রপ্তানীকারক দেশ কোনটি? চীন।
52. সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে? জম্মু।
53. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরব।
54. বর্তমানে বাংলাদেশের পুরুষ টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক কে? - লিটন কুমার দাস
55. টাইম ম্যাগাজিনের 'দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫' এ স্থান পাওয়া বাংলাদেশের মসজিদ জেবুন নেসা মসজিদ, সাভার।
56. ড. মুহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে? - ১৯৭৮ সালে (কৃষি ক্ষেত্রে অবদানের জন্য)।
57. জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে?- ৪১টি।
58. 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' কি? জুলাই গণঅভ্যুত্থানের সচিত্র দলিল।
59. গ্রামীণ ব্যাংক '১৬ সিদ্ধান্ত' এর মাধ্যমে কী প্রচার করে? সামাজিক উন্নয়নমূলক নীতি।
60. বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন- নিগার সুলতানা জ্যোতি
61. ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয়- ১৩ জুন, ২০২৫
62. BCIC এর অধীনে বর্তমানে কারখানা- ১১টি (চলমান)
63. Gemini AI মডেল- Google এর (AI চ্যাটবট)
64. ২০২৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে- লস অ্যাঞ্জেলসে
65. বিশ্বব্যাংকের হিসাব মতে বিশ্ব অর্থনীতি ২০২৫ সালে বৃদ্ধি পাবে- ২.৩%
66. Cop-29 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়- আজারবাইজানের বাকুতে
67. বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
68. WIPO এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে সৃজনশীল দেশ- সুইজারল্যান্ড
69. নারী T-20 বিশ্বকাপ ২০২৪ এর আয়োজক- UAE
70. ইউক্রেনের মুদ্রার নাম- রিভনিয়া
71. ২০২৪ এর গনঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ
72. প্রথম 6-G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে- চীন
73. ৩ শূন্যের অন্তর্ভুক্ত- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ
74. BIMSTEC এ বাংলাদেশ নেতৃত্ব দেয়- বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নে
75. জুলাই গণহত্যার জবাবদিহিতা নিশ্চিতে জাতিসংঘ সুপারিশ করেছে- ৪১টি
76. 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ'- জুলাই গণঅভ্যুত্থানের সচিত্র দলিল
77. বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি নেই- ২৯ জেলায়
78. রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু- ২৪ ফেব্রুয়ারি, ২০২২
79. চীনের AI 'DeepSeek' এর প্রতিষ্ঠাতা- লিয়াং ওয়েনফেং
80. ২০২৪ সালে শান্তিতে নোবেল বিজয়ী সংস্থা- নিহন হিদানিকও, জাপান
81. জুলাই বিপ্লবে সর্বকনিষ্ঠ শহিদ- আব্দুল আহাদ
82. লিওনেল মেসি তার ক্যারিয়ারের শিরোপা জিতেছেন- ফিফা দ্যা বেস্ট (৩ বার) ও ব্যালিন ডি আর (৮ বার)
83. বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেল উৎপাদনকারী- USA
84. অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়- ৮ আগস্ট, ২০২৪
85. সরকারি চাকরি নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয়- ২৩ জুলাই, ২০২৪ সালে
86. বাংলাদেশ নারী ক্রিকেটদল টেস্টের মর্যাদা পায়- ১ এপ্রিল, ২০২১ সালে
87. কৃত্রিম বুদ্ধিমত্তার জনক- জন ম্যাকার্থি
88. হামাসের প্রতিষ্ঠাতা- শেখ আহমেদ ইয়াসিন
89. মেট্রোরেলের প্রথম চালক- মরিয়ম আফিজা
90. ২০২৫ সালের সুখ সূচকে শীর্ষ দেশ- ফিনল্যান্ড
91. আবু সাঈদকে নিয়ে অঙ্কিত 'উন্নত মম শির' এর শিল্পী- শহিদ কবির
92. জুলাইয়ের স্মৃতিরক্ষায় জাদুঘরে রূপান্তর করা হয়- গণভবনকে
93. ৫১তম G-7 এর আয়োজক- কানাডা
94. মাথাপিছু আয়ে শীর্ষ দেশ- লুক্সেমবার্গ
95. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণমুদ্রা চালু করে- জিম্বাবুয়ে
96. সাবরাং ট্যুরিজম পার্ক করা হবে- কক্সবাজারে
97. ২০২৫ সালের বর্ষপণ্য- আসবাবপত্র
98. শক্তিশালী পাসপোর্ট সূচক- ২০২৫ এ বাংলাদেশ- ১০০তম (সংস্থা- হেনলি অ্যান্ড পার্টনার্স)
99. WEF এর বার্ষিক সম্মেলন, ২০২৫ অনুষ্ঠিত হয়- দাভোস, সুইজারল্যান্ডে
100. বর্তমানে উপদেষ্টা- ২৩ জন
101. ২০২৪ সালে ব্যালন ডি'অর পান- রদ্রি, স্পেন
102. বালাদেশে EPZ- ১০টি
103. Expanded Programme on Immuni এ শিশুদের- ১১টি রোগের টিকা দেয়া হয়।
104. ড. ইউনূস ভাষণ দেয়- সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে
105. স্বাধীন বাংলা ফুটবল দল (১৯৭১) এর অধিনায়ক- জাকারিয়া পিন্টু
106. ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ২০২৫- রিওডি জেনিরো, ব্রাজিল
107. সুপারশপে পলিথিন নিষিদ্ধ হয়- ১ অক্টোবর, ২০২৪
108. শ্রীলঙ্কার ৩য় নারী প্রধানমন্ত্রী- হরিনি অমরসুরিয়া
109. গুগলের AI- Gemini
110. ২০২৩ সালে নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন- স্পেন
111. বিশ্বের বৃহত্তম সমুদ্রতীরবর্তী বায়ু বিদ্যুৎ প্রকল্প- Dogger Bank, UK.
112. মালদ্বীপের প্রেসিডেন্ট- মুহাম্মদ মুইজ্জ
113. R21/Matrix-M- ম্যালেরিয়ার ভাকসিন
114. বিশ্বে FDI-এ শীর্ষ দেশ- USA
115. ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে- কুড়িগ্রামে
116. পর্যটন সূচক- ২০২৪-এ বাংলাদেশের অবস্থান- ১০৯
117. G-15-দ্বিতীয় বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক সংস্থা [প্রতিষ্ঠা- ১৯৮৯; সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড; বর্তমান সদস্য- ১৭টি।
118. ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পায়- ৩ জন
119. চট্টগ্রামে জাতিসংঘ পার্কের বর্তমান নাম- জুলাই স্মৃতি উদ্যান
120. স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ- ৭৩৫ জন
121. ২০২৪ সালে (G-20) সম্মেলনের আয়োজক দেশ কোনটি- ব্রাজিল
122. বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা- ৩০,৭৮৭ মেগাওয়াট
123. সার্কভূক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সার্বধিক কোন দেশে- আফগানিস্তান
124. বাংলাদেশে ব্যাংকের বর্তমান গভর্নরের নাম- ড. আহসান এইচ মনসুর (১৩তম)
125. ২০২৪ সালে সাফ প্রমীলা ফুটবল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ জয়লাভ করে- নেপালকে হারিয়ে (২-১ গোলে জয় লাভ করে)
126. জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম- উন্নত মম শির (চিত্রকর- শহীদ কবির)
127. বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি- সৈয়দ রেফাত আহমেদ
128. স্টারলিংক একটি- স্যাটেলাইটভিত্তিক ইন্টানেট সেবা
129. অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা- ৪ জন
130. সম্প্রতি অভিশংসিত হন- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
131. ইস*রাইলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম- অপারেশন আল আকসা ফ্লাড (তারিখ- ৭ অক্টোবর, ২০২৩)
132. HMPV এর পূর্ণরুপ কী- Human Metapneumovirus.
133. সিরিয়ার বিরুদ্ধে বাশার আল-আসাদের পতনে নেতৃত্বে দানকারী সংগঠন- হায়াত তাহরির আল শাম (HTS)
134. সম্প্রতি গাড়িবোমা হামলায় নিহত হন- ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজা দেহ
135. নাসার তথ্যমতে পৃথিবীর গড় তাপমাত্রা- ১৫° সেলসিয়াস
136. ICC'র পুরুষ টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করে- ২০টি দেশ/দল
137. ঘূণিঝড় রেমাল শব্দের অর্থ- বালু
138. ইস*রায়েলের বিপক্ষে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা দায়ের করে- দক্ষিণ আফ্রিকা
139. চট্টগ্রামের বাবর আলী মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেন- ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে
140. ৭৮তম কান চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেন- ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল).
141. পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক কে- ড. আবেদ চৌধুরী (একবার রোপণে ৫ বার ফলন)
142. বিদ্রাহী তাইগ্রেয়ান বাহিনী কোন দেশের- ইথিওপিয়া
143. পারমাণবিক ব্লকের তালিকায় বিশ্বে বাংলাদেশ যুক্ত হয়- ৩৩তম দেশ হিসেবে
144. ২০২৩ সালে শান্তিতে নোবেল বিজয়ী নাম- নার্গিস মোহাম্মদী
145. যমুনা রেল সেতুতে যে ধরনের রেল লাইন নির্মাণ করা হয়- ডুয়েলগেজ ডাবল লাইন
146. Chat GPT'র প্রতিষ্ঠাতা- স্যাম অল্টম্যান
147. UNESCO বিশ্বে ঐতিহ্য কমিটির (WHC) ৪৬তম অধিবেশন অনুষ্ঠিত হয়- ভারতের নয়াদিল্লীতে
148. ফিফা বিশ্বকাপ-২০২৬ অনুষ্ঠিত হবে- যুক্তরাষ্ট্রে
149. জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
150. ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম- চন্দ্রযান-৩
151. প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগননা অনুযায়ী দেশের মোট উপজেলা- ৪৯৫টি
152. পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয়- ১ নভেম্বর ২০২৩
153. দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস' অবস্থিত- লোহাগড়া, চট্টগ্রামে
154. জন্ম ও মৃত্যুর নিবন্ধনের শর্টকোড- ১৬১৫২
155. দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত- ফেনীতে [বৃহত্তম- কক্সবাজারে]
156. উন্মুক্ত জলাশয়ের মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে- ৩য়
157. গ্রীষ্মকালীন অলিম্পিক- ২০২৪ অনুষ্ঠিত হয়- প্যারিস, ফ্রান্স
158. T-20 বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হয়- যুক্তরাষ্ট্র ও ওয়েস্টে ইন্ডিজে
159. দেশের সকল সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়- ১ অক্টোবর ২০২৪
160. Space X এর রকেটটি উত্তনের পর সফলভাবে অবতরণ করে- Starship
161. গড় আয়ুতে শীর্ষ দেশ- জাপান (মানব উন্নয়ন প্রতিবেদন- ২০২৫ রিপোর্টে মোনাকো)
162. World Intvestment Report-2024 অনুসারে বিশ্বের যে দেশে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়- যুক্তরাষ্ট্রে
163. ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল- কুড়িগ্রামে
164. সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ- তাইওয়ান
165. সাম্প্রতিক সামুদ্রিক ফেরী চালু হয়েছে- স্বন্দ্বীপে
166. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক- আফগানিস্তানে
167. বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন- শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত (১৩১ কি. মি)
168. ৬ষ্ঠ জনশুমারি অনুযায়ী বাংলাদেশে নারীর সংখ্যা মোট জনসংখ্যার ৫০.৪৯%
169. বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে- যুক্তরাষ্ট্র
170. অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-২০২৫ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র- অ্যানোরা (পরিচালক- শন বেকার)
171. মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল- কয়লা
172. পদার্থে ২০২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন- জন হোপফিল্ড (যুক্তরাষ্ট্র), জিওফ্রে হিন্টন (ব্রিটিশ- কানাডিয়ান)
173. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের- ৪৭তম প্রেসিডেন্ট
174. বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতালরেল স্টেশন চালু করে- চীন
175. জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে- ৮ম
176. বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে- মিয়ানমারে
177. জাতীয় নদী রক্ষা কমিশন অনুযায়ী দেশের দীর্ঘতম নদী- পদ্মা
178. জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে (ওআইসিভুক্ত) বাংলাদেশের অবস্থান- ৪র্থ
179. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব- ১১১৯ জন [জনশুমারি ২০২২]
180. ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, বায়ু দূষণে শীর্ষ দেশ- শাদ [বাংলাদেশ- ২য়)
181. প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর- Orient House
182. আল্ট্রা-সুপারক্রিটিকাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে- ১৩তম
183. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা আমদানি করা হয়- ইন্দোনেশিয়া থেকে
184. চট্টগ্রামের বাঁশখালিতে বেসরকারি খাতে নির্মিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা- ১৩২০ মেগাওয়াট
185. ২০২৫ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে- মোসাব আবু তোহা (ফিলিস্তিন)
186. বাংলাদেশে প্রস্তাবিত 'এক্সক্লুসিভ ট্যুরিজম জোন' টি- সাবরং সমুদ্র সৈকতে অবস্থিত (টেকনাফ, কক্সবাজার)
187. বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা- ৪৫৮৪টি
188. বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ- ইন্দারমিত গিল (ভারত)
189. দক্ষিণ এশিয়ায় প্রথম ই-পাসপোর্ট চালু করে- বাংলাদেশ (২০২০)
190. বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা লাভ করে- ২০২১ সালে
191. নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইন অবস্থিত- বাল্টিক সাগরের তলদেশে (জার্মানি+রাশিয়া)
192. রিখটার স্কেলের রেঞ্জ: ০-১০
193. গোল্ডেন আইল্যান্ড অবস্থিত- হাতিয়ায়
194. জনসংখ্যার হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যিক ও অর্থনৈতিক জোট- RCEP
295. ভোজ্যতেলের সাথে সম্পর্কিত হলুদ বিপ্লব সংঘটিত হয়- ভারতে।
196. ২০২৫-২৬ অর্থবছরে করমুক্ত আয়সীমা- ৩,৫০,০০০ টাকা [সাধারণ]
197. শ্রমশক্তি ২০২২ অনুযায়ী নারী শ্রম শক্তির হার-৪২.৬৮%
198. কলাগাছের সুতায় কলাবতী শাড়ি উৎপাদন হয়েছে- বান্দরবানে
199. খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুযায়ী জনপ্রতি ক্যালরি গ্রহণের পরিমাণ- ২৩৯৩ কিলোক্যালরি
200. বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জে।
Analysis by DM Y Sanju