
21/07/2025
উত্তরা মাইলস্টোন কলেজে যে বিমান ক্র্যাশ করেছে সেটা চালাচ্ছিল স্কোয়াড্রন লিডার তৌকির। F-7 BGI (701) মডেলের এ বিমানটাতে প্রশিক্ষণ নিচ্ছিল সে।
বিমানটা যেখানে ক্র্যাশ করেছে সেখানেই ছিল স্কুল। ফুলের মতো নিষ্পাপ কিছু শিশুও ছিল। তারা মাঠে খেলতেছিল।
বিমান উড়ে গেলে আমরা সবাই ই যেমন মুগ্ধ হয়ে বিমানের দিকে তাকিয়ে থাকি তারাও আগ্রহ নিয়েই বিমানটার দিকে তাকিয়ে ছিল।
কিন্তু কে জানতো একটু পর এ বিমানটাই তাদের উপর ক্র্যাশ করবে!
ছোট ছোট ফুলের মতো নিষ্পাপ বাচ্চাসহ ২৩ জন আহত হয়েছে। কয়েকজন একদম পুড়ে ঝলসে গিয়েছে। বাচ্চারা খেলছিল, কেউ ক্লাস করছিল। তারা কেউই জানতো না একটু পর পুড়ে ঝলসে যাবে তারা।
স্কোয়াড্রন লিডার তৌকির বিয়ে কয়েছে মাত্র ১ বছর হয়েছে। বাসায় এখনো নতুন বউ। বিমান বাহিনীতে তেমন একটা ছুটি পাওয়া যায় না বলে এখনো দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাদের।
তাই তার প্ল্যান ছিল বিমান বাহিনীর এ প্রশিক্ষণটা শেষ হলে ছুটির জন্যে দরখাস্ত দিবে। বউকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবে। আরও অনেক প্ল্যান ছিল, স্বপ্ন ছিল।
কিন্তু সে প্ল্যান বা স্বপ্ন কোনটাই আর পূরণ হলো না। নিমিষের মধ্যেই ঝলসে পুড়ে মারা গেলে তৌকির। সেকেন্ডের মধ্যেই সব শেষ।
আমরা কতশত প্ল্যান করে রাখি অথচ জীবন কত অনিশ্চিত।
- Ibrahim Khalil Shawon