Nayem

Nayem ❤️ সেবাই আমাদের লক্ষ্য...

Two hearts, one reflection ❤️
22/05/2025

Two hearts, one reflection ❤️

06/05/2025

আপনি জানেন কী?
বিশ্বের প্রথম ওয়েবসাইট চালু হয়েছিল ১৯৯১ সালের ৬ আগস্ট। এই ওয়েবসাইটটি তৈরি করেছিলেন টিম বার্নার্স-লি (Tim Berners-Lee), যিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (WWW) উদ্ভাবক।

সেই প্রথম ওয়েবসাইটের ডোমেইন ছিলো:

🔗 http://info.cern.ch/

এই সাইটটি CERN (European Organization for Nuclear Research) এর সার্ভারে হোস্ট করা হয়েছিল এবং এতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পর্কিত তথ্য দেওয়া ছিল—যেমন কীভাবে ওয়েব কাজ করে, কীভাবে ব্রাউজ করতে হয়, কীভাবে একটি সার্ভার সেটআপ করতে হয় ইত্যাদি।

30/04/2025

আজ কিছু এআই টুল শেয়ার করি, যা আপনাদের অনেক কাজে আসবে,

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।
এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

22/04/2025

-ফেইসবুক কোন ক্যাটাগরিতে ইনকাম বেশি দিচ্ছে?
১. রিলস ভিডিও
২. ইন স্ট্রিম ভিডিও
৩. লাইভ ভিডিও
৪. পিকচার
৫. টেক্সট

21/04/2025

কিভাবে কনটেন্ট মনিটাইজেশন পাবেন | How to Get Content Monetization on Facebook – Tech Showᴮᴰ










যার বাস্তব উদাহরণ সাধারণ জনতা vs ফ্যা,সিস্ট
10/02/2025

যার বাস্তব উদাহরণ সাধারণ জনতা vs ফ্যা,সিস্ট

02/02/2025

জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত ও পরিকল্পনার উপর ভরসা রাখো। যা কিছু হয়, সবকিছুতেই তাঁর হিকমত লুকিয়ে আছে।🕊️

31/01/2025

কারো সফলতায় আপনার রিজিক থেকে একটুও কমবেনা। তাই হিংসা ত্যাগ করা উচিত ✅

Address

Barishal
8520

Website

http://bestdealdigital.com/

Alerts

Be the first to know and let us send you an email when Nayem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayem:

Share

আমরা অনলাইন জগতের সেবা করে থাকি।

অনলাইনে সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, ধন্যবাদ।