BD Sanātanī

  • Home
  • BD Sanātanī

BD Sanātanī সনাতনী সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান এবং ভক্তিমূলক কীর্তন নিয়মিত পেতে আমাদের পেইজটি ফলো করুন।
(1)

হরেকৃষ্ণ, আগামীকাল১০মার্চ,২০২৫ খ্রিস্টাব্দ। ২৬গোবিন্দ, ৫৩৮গৌরাব্দ। ২৬ফাল্গুন,১৪৩১ বঙ্গাব্দ।বার- সোমবার।তিথি- গৌর একাদশী ...
09/03/2025

হরেকৃষ্ণ,
আগামীকাল
১০মার্চ,২০২৫ খ্রিস্টাব্দ।
২৬গোবিন্দ, ৫৩৮গৌরাব্দ।
২৬ফাল্গুন,১৪৩১ বঙ্গাব্দ।
বার- সোমবার।
তিথি- গৌর একাদশী

মহিমান্বিত পরম পবিত্র শ্রীশ্রী আমলকী একাদশী ব্রত মহোৎসব।

পারণ পরদিন বাংলাদেশ সময়ানুযায়ী প্রাত ৬:১১-০৮:৪৬ পর্যন্ত।

শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে উদয়স্ত হরিনাম সংকীর্তন-২০২৫ ইং আয়োজনে: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ই...
04/03/2025

শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে উদয়স্ত হরিনাম সংকীর্তন-২০২৫ ইং
আয়োজনে: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির
বি. এম. কলেজ রোড, বরিশাল।

19/02/2025

একজন বাবাজী মহারাজ বললেন,,, প্রভু তো চৈতন্য মহাপ্রভু,, প্রভু তো নিতাই চাঁদ, প্রভু তো অদ্বৈত প্রভু,,,,,আমরা তো দাসানু দাসানু দাস৷

আমি তার কথাকে মান্য করলাম। কিন্তু প্রশ্ন৷
শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় গুরুবন্দনায় গাইলেন,,,

চক্ষুদান দিল যেই জন্মে জন্মে "প্রভু" সেই.....

হা! হা! প্রভু করো দয়া! দেও মোরে পদছায়া....

তাহলে তিনি তার গুরুদেব শ্রীল লোকনাথ গোস্বামীকে প্রভু সম্মোধন করলেন কেন?

আচ্ছা, তার ভজন সব শিষ্যরা গুরুবন্দনায় কীর্তন করে,,,, তাহলে প্রত্যেক শিষ্য তার গুরুকে প্রভু বলে,,, অনন্ত কোটি গুরুবৃন্দ থাকলে কোটি প্রভু

৩ থেকে সবে কোটিতে আসলো।

এবার দেখি প্রভু শব্দের বিশ্লেষন : বিশেষ্য পদ।

পতি, নিযোগকর্তা, নরপতি, পিতা, নেতা, ভগবান৷ বহু অর্থ বাচক৷ যেমন :

স্ত্রী তার স্বামীকে প্রভু বলতে পারবে।
দলপতিকে দলের সবাই প্রভু বলতে পারবে।
নেতৃতাধীন সবাই নেতাকে প্রভু বলতে পারবে।
ছেলে তার বাবাকে প্রভু বলতে পারবে৷
রাজাকে সব প্রজারা প্রভু বলতে পারবে৷
আবার ভক্তরা ভগবানকে প্রভু বলতে পারবে৷

অর্থাৎ ক্ষেত্র বিশেষ একই শব্দের বিভিন্ন অর্থ প্রকাশ পায়৷
স্ত্রী,, তার স্বামীকে
দলপতিকে দলের সবাই
নেতৃত্বাধীন নেতাকে
প্রজারা রাজাকে,,, এরা সবাই যথাস্থানে প্রভু বললে সেসময় কখনোই ভগবানকে ঈঙ্গিত করে না৷

তাহলে একজন ভক্ত যখন অন্য ভক্তকে প্রভু বলে সে কি তাকে ভগবান বোধে প্রভু বলে? আর যাকে বলে সেও কি নিজেকে প্রভু ভাবে?
না,,! বৈষ্ণব মাত্রই গুরু তাই একজন বৈষ্ণকে গুরুপদবাচ্য জেনে তাকে প্রভু সম্মোধন করা যায়৷ সেটাকে কখনোই ভগবান বাচক বলা চলে না৷ ।

14/02/2025
রাধেশ্যাম❤️      সকল সনাতনীদের আমাদের এই ফেসবুক পেইজটি ফলো করার জন্য অনুরোধ করা হলো।
11/02/2025

রাধেশ্যাম❤️

সকল সনাতনীদের আমাদের এই ফেসবুক পেইজটি ফলো করার জন্য অনুরোধ করা হলো।

জয় নিতাই শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী - ২০২৪শ্রী নিত্যানন্দ প্রভুর ৫৫১ তম শুভ আবির্ভাব তিথি
10/02/2025

জয় নিতাই
শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী - ২০২৪
শ্রী নিত্যানন্দ প্রভুর ৫৫১ তম শুভ আবির্ভাব তিথি

দিব্য দর্শন🥰
10/02/2025

দিব্য দর্শন🥰

শ্রী নিত্যানন্দ ত্রয়োদশীশ্রী নিত্যানন্দ ত্রয়োদশী হল ভগবান শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। বৈষ্ণব সম্প্রদায়ের জ...
09/02/2025

শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী

শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী হল ভগবান শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। বৈষ্ণব সম্প্রদায়ের জন্য এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যা মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। শ্রী নিত্যানন্দ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ ও অগ্রগণ্য প্রচারক। তিনি শ্রীচৈতন্যের করুণা ও প্রেমধারার বিস্তারে অপরিসীম ভূমিকা পালন করেছিলেন।

শ্রী নিত্যানন্দ প্রভুর জীবনী

শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব ঘটেছিল ১৪৭৪ খ্রিস্টাব্দে (বাংলার একাংশ বীরভূমের এক গ্রামে, যাকে একাধিক উৎসে একটপুর বলে উল্লেখ করা হয়)। তিনি ছিলেন হদয় পাণ্ডিত ও পদ্মাবতী দেবীর পুত্র। শৈশব থেকেই তিনি শ্রীকৃষ্ণের লীলা ও শাস্ত্র অধ্যয়নে গভীরভাবে নিমগ্ন ছিলেন। পরে তিনি শ্রীল মাধবেন্দ্র পুরীর শিষ্য শ্রীল লক্ষ্মীপতি তীর্থের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং সন্ন্যাসধর্ম গ্রহণ করেন।

নিত্যানন্দ প্রভুর লীলা ও প্রচার কর্ম

শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তিনি বাংলার গ্রামে-গ্রামে ভগবৎ নাম প্রচার করেন এবং অগণিত মানুষকে কৃষ্ণপ্রেমে দীক্ষিত করেন। তিনি হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমাজের উচ্চ-নীচ ভেদাভেদ দূর করে সকলকে এক অভিন্ন ভগবৎপ্রেমের পথে আহ্বান জানান। তাঁর প্রধান শিষ্যদের মধ্যে শ্রীজনব পণ্ডিত, শ্রীমিনাকেতন রামদাস, শ্রীগৌরীদাস পণ্ডিত প্রমুখ ছিলেন।

নিত্যানন্দ ত্রয়োদশী উদযাপন

বৈষ্ণবরা এই দিনটিতে উপবাস, সংকীর্তন, উপদেশ পাঠ এবং মহাপ্রসাদ বিতরণ করেন। বিশেষত ইসকন ও গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে এটি অত্যন্ত উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের জন্য এই দিনে ভক্তরা তাঁর চরণকমলে প্রার্থনা করেন।

শ্রী নিত্যানন্দ প্রভু ছিলেন দিব্য প্রেম ও করুণার মূর্তি। তাই তাঁর আবির্ভাব তিথি ভক্তদের জন্য এক অমূল্য আশীর্বাদস্বরূপ।

(সকল সনাতনী ভাই ও বোনেদের প্রতি অনুরোধ আমাদের পেইজটি ফলো করার জন্য)

হে গোবিন্দ..... রাখো চরনে...🙏      সকল সনাতনীদের আমাদের এই ফেসবুক পেইজটি ফলো করার জন্য অনুরোধ করা হলো।
08/02/2025

হে গোবিন্দ..... রাখো চরনে...🙏

সকল সনাতনীদের আমাদের এই ফেসবুক পেইজটি ফলো করার জন্য অনুরোধ করা হলো।

Address


8200

Alerts

Be the first to know and let us send you an email when BD Sanātanī posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Sanātanī:

  • Want your business to be the top-listed Media Company?

Share