
24/03/2025
এই রোজার মাস এ রোজা রেখে যেসব কুত্তার বাচ্চা গুলা এমন কাজ করছে তাদের সাথে যেনো এমন হয় 😡
৩ দিন আগে আমার বিড়াল কে বা কারা যেনো মাথার ওপর বারি মারে (চোখে,মুখে,মাথায় গর্ত হইয়া যায় এবং ফুলে যাই)
আমরা ভেট ডক্টর দেখাই একটু সুস্থ হয়
কিন্তু সুস্থ হওয়ার ১ দিন পরে আবার পিকু কে খুঁজে পাই নাই ২ রাত বাসায় আসে নাই অনেক খুঁজছি কিন্তু পাই নাই
আজকে ভোর বেলা বাসায় একা একা আসছে
শরীর এ জড় ছিলো কাপতে ছিলো
সকাল এ অবস্তটা খারাপ দেখে আবার ভেট দেখলাম
তখন তারা বললো ওরে বিষ খাওয়ানো হইসে মেডিসিন দিসে বাসায় নিয়ে আসতে আসতে মারা গেলো 😢
আল্লাহ কাছে বিচার দিলাম এই অবুজ বিড়াল কে যারা মারছে তাদের বাচ্চার সাথে যেনো এমন হয় 😭