Green Leaf Magazine-গ্রীণলিফ

  • Home
  • Green Leaf Magazine-গ্রীণলিফ

Green Leaf Magazine-গ্রীণলিফ GREEN LEAF Lifestyle & Fashion Magazine
Green LEAF Award, Bgcf Award

09/07/2025

Kacchi Dine Present
Green Leaf Award Season -7

Coming soon biggest Awards ceremony -2025

🌟 GREENLEAF AWARD SEASON - 7 | 2025 🌟🏆 সম্মান, সাফল্য ও গৌরবের ৭ম অধ্যায় শুরু হচ্ছে!📍 ভেন্যু: Radisson Blu Dhaka Water G...
02/07/2025

🌟 GREENLEAF AWARD SEASON - 7 | 2025 🌟
🏆 সম্মান, সাফল্য ও গৌরবের ৭ম অধ্যায় শুরু হচ্ছে!
📍 ভেন্যু: Radisson Blu Dhaka Water Garden

🔥 SPONSORSHIP & NOMINATION - REGISTRATION GOING ON! 🔥
এবার আপনার ব্র্যান্ড হোক গর্বের অংশ!
এবং আপনি অথবা আপনার প্রতিষ্ঠান হোক একটি অনন্য সম্মানের দাবিদার!

✅ বিজনেস, মিডিয়া, উদ্যোক্তা, সমাজসেবা, প্রযুক্তি সহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করুন।
✅ বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি হোক আপনার সফলতার আরেকটি অধ্যায়।

📞 যোগাযোগ করুন: +8801836439332
📧 ইমেইল: [email protected]

👉 এখনই রেজিস্ট্রেশন ও স্পন্সরশিপ বুকিং করুন।
সীট সীমিত — দেরি করলে মিস করবেন!

Green Leaf Awards programme memory..
02/07/2025

Green Leaf Awards programme memory..

Category....
02/07/2025

Category....

Green Leaf Awards.....
02/07/2025

Green Leaf Awards.....

আসসালামু আলাইকুম 🏆আগামী ২৬ জুলাই , ২০২৫ ইং, গ্রীন লিফ লাইফ স্টাইল এন্ড বিজনেস ম্যাগাজিন এর ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন ও গ্র...
11/06/2025

আসসালামু আলাইকুম 🏆
আগামী ২৬ জুলাই , ২০২৫ ইং, গ্রীন লিফ লাইফ স্টাইল এন্ড বিজনেস ম্যাগাজিন এর ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন ও
গ্রীন লিফ এওয়ার্ড" সিজন -৭

গ্রীন লিফ লাইফ স্টাইল এন্ড বিজনেস ম্যাগাজিন এর ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন এর সাথে, সাথে প্রতিবারের ন্যায় এবারো ২০২৪ সালে, বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং ভার্চুয়াল ক্ষেত্রে বছরজুড়ে যারা অনন্য অবদান রেখেছেন তাদের সম্মাননা জানাবে গ্রীন লিফ পরিবার।

২০১৮ সাল থেকে এই সম্মাননা আয়োজন করে আসছে গ্রীণ লিফ পরিবার। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশেষ ব্যাক্তিকে উক্ত এওয়ার্ডে ভূষিত করবেন গ্রীণ লিফ জুরি বোর্ড।

গ্রীন লিফ লাইফ স্টাইল এন্ড বিজনেস ম্যাগাজিন এর সম্পাদক, তসলিম হাসান হৃদয় জানান, বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও ভার্চুয়াল ক্ষেত্রে যারা অনন্য অবদান রেখে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে বিশেষ কয়েকজন গুনী ব্যাক্তিকে আমরা মনোনীত করে সম্মানিত করতে চাই, যাতে করে অন্যরাও সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে আসে।
কারন, যেইখানে গুনীজনের কদর নাই সেইখানে গুনীরা জন্ম নেয় না।

নির্বাহী সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ জানান, প্রায় ৩০ টি ক্যাটাগরিতে আমরা এই এওয়ার্ড দিতে চাচ্ছি। প্রতিটি ক্যাটাগড়িতে একজনকে এই সম্মানজনক এওয়ার্ড প্রদান করা হবে। ঢাকার পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু তে এই অনুষ্ঠান করতে যাচ্ছি।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে অত্যন্ত সফলতার সাথে সম্মাননা দিয়ে গুনীজনদের সম্মানিত করে আসছে গ্রীন লিফ পরিবার।এর পর থেকে ধারাবাহিকভাবে সম্মানজনক এই আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।

আমাদের চলার পথে আপনাদের সকলের সহযোগিতাই ও ভালো কাম্য।
For sponsor& Details
E-mail: [email protected]
What's app: 01836439332

আসসালামু আলাইকুম,,..........❤️❤️❤️জনপ্রিয় লাইফ স্টাইল এন্ড বিজনেস ম্যাগাজিন গ্রীণ লিফ ম্যাগাজিনের সাথে যারা, যারা সম্পৃক...
10/06/2025

আসসালামু আলাইকুম,,..........❤️❤️❤️

জনপ্রিয় লাইফ স্টাইল এন্ড বিজনেস ম্যাগাজিন গ্রীণ লিফ ম্যাগাজিনের সাথে যারা, যারা সম্পৃক্ত সেই সকল কলাকুশলীদের জন্য সুসংবাদ হচ্ছে যে, গ্রীণ লিফের নতুন সংখ্যা বিয়ে উৎসব ম্যাগাজিন বের হতে যাচ্ছে।
বিয়ে উৎসব ও বাবা দিবস উপলক্ষে সেলিব্রিটি তারকাদের মডেল শুট ও গুনিজনের কভার ফিচার সেই উদ্যোক্তা ও বিজনেস ম্যান দের লাইফ স্টাইল নিয়ে ব্যতিক্রম ও নতুন আয়োজন।

এবারের ম্যাগাজিনে লাইফ স্টাইল, ফ্যাশন, বিজনেস ম্যাগাজিন হিসেবে নতুনভাবে বের হতে যাচ্ছে।
❤️
বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের জীবনের লাইফ স্টাইল তুলে ধরার লক্ষ্যে, সেই সাথে এই সংখ্যায় থাকবে স্বদেশী পোশাকের "ঈদ উৎসব এর বর্ণিল প্রদর্শন ও সংস্কৃতি, কৃষ্টি কালচার তুলে ধরার প্রয়াস।

#লাইফ স্টাইল ম্যাগাজিন গ্রীণ লিফ আপনার প্রতিভা লিখা গল্প, কবিতা, ফিচারসহ, আপনার প্রতিষ্ঠান এবং পন্যের প্রচার করে জাতীয় মানের আকর্ষণীয় এই ম্যাগাজিন প্রকাশে সহযোগী ভূমিকা রাখতে অনুরোধ জানাচ্ছি।

সবার ভালোবাসা ও দোয়া কাম্য।

বি:দ্র: লিখা পাঠানোর শেষ তারিখ ২৫ জুন, ২০২৫ ইং..!

[email protected]
: 01836439332

ধন্যবাদান্ত,
তসলিম হাসান হৃদয়
সম্পাদক গ্রীণ লিফ ম্যাগাজিন।
নির্বাহী পরিচালক, বিজিসিএফ এওয়ার্ড।

10/06/2025
নির্দিষ্ট একটা লক্ষ্য, পরিশ্রম, এগিয়ে যাওয়া আর সব শেষ সফলতা। মহান আল্লাহর নিকট অনেক শুকরিয়া। ইনশাআল্লাহ, আগামীতে আরো ভাল...
26/12/2024

নির্দিষ্ট একটা লক্ষ্য, পরিশ্রম, এগিয়ে যাওয়া আর সব শেষ সফলতা। মহান আল্লাহর নিকট অনেক শুকরিয়া। ইনশাআল্লাহ, আগামীতে আরো ভালো কিছু আসবে। এবারের জার্নিটা অত সহজ ছিলো না সেই চট্টগ্রাম থেকে ঢাকায় এসে প্যান প্যাসিফিক সোনারগাঁও এর মত যায়গায় সেলিব্রিটি তারকা ও গুনিজনের মিলনমেলা করানো।

জমকালো আয়োজনে বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৩ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও গ্রিন লিভ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে গতকাল রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজিসি অ্যাওয়ার্ড সিজন-৩ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন ম্যাজিশিয়ান, বংশীবাদক জুয়েল আইচ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও বিএনপি আন্তর্জাতিক সমর্পক কমিটির সদস্য এবং বিএনপি মিডিয়া সেল-এর আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রীন লিফ ম্যাগাজিন উপদেষ্টা ও এশিয়ান স্পেশালিষ্ট হাসপাতাল এর চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আলী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্তর শোবিজের চেয়ারম্যান জনাব স্বপন চৌধুরী, একুশে টেলিভিশন ভাইস চেয়ারম্যান তাসনুভা মাহবুব, অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, এশিয়ান টিভির জাহিদুল ইসলাম শোভন, গ্রীণ লিফ ম্যাগাজিন উপদেষ্টা ক্যাপ্টেন আবদুল মোতালেব, এশিয়ান বিজনেস সামমিট এর চেয়ারম্যান গোলাম ফারুক মজনু সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ।

২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন। আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন মিউজিশিয়ান, বংশিবাদক, বীর মুক্তিযোদ্ধা জাদু শিল্পী জুয়েল আইচ কে আজীবন সম্মাননা দেন গ্রীণ লিফ পরিবার। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫০ টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।

সেরা গায়ক হিসেবে পুরস্কার পান বিশিষ্ট সংগীত শিল্পী মনির খান, গুনী সিনিয়র অভিনয় শিল্পী অঞ্জনা, জনপ্রিয় চিত্র নায়িকা অপু বিশ্বাস, চিত্র নায়িকা তমা মির্জা, চিত্র নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, চিত্র নায়ক ইমন, চিত্রনায়ক আদর আজাদ, অভিনয় শিল্পী রুনা খান, অভিনয় শিল্পী কুসুম সিকদার, অভিনয় শিল্পী সখ, অভিনয় শিল্পী পারসানা ইভানা, অভিনয় শিল্পী সাইদুর রহমান পাভেল, জনপ্রিয় শিশু শিল্পী সিমরিন লুবাবা, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, কোরিয়ার, ট্রেনার বুলবুল টুম্পা, ফ্যাশন মডেল সৈয়দ রুমা, ব্রান্ড প্রোমোটার বারিশ হক, ইনফ্লুয়েঞ্জার সানজিদা সায়মা, উদ্যোক্তা তাসলিমা ইসলাম, অর্গানাইজার উর্মী ইসলাম সহ বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুনীজন সম্মাননা, সার্টিফিকেট প্রদানের পাশাপাশি আয়োজিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনের জনপ্রিয় নৃত্য শিল্পী আনিকা কবির ও নৃত্য শিল্পী সোহেল সহ অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় অসাধারণ নৃত্য, অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় তরুণ শিল্পী জাহিদ অন্তু ও সংগীত শিল্পী আদিবা।

গ্রীণ লিফ ম্যাগাজিন সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, আমরা সব সময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু করতে, নতুন কিছু উপহার দিতে ও সেই সাথে পুরাতন ঐতিহ্য ফুটিয়ে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চেষ্টা করি সব সময়। ইনশাআল্লাহ, গ্রীণ লিফ এর ধারাবাহিকতা বজায় থাকবে।

সব শেষ আবারো মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। পুরো প্রোগ্রাম সফল করার পিছনে অনেকের অবদান ছিলো বিশেষ করে, প্রিয় ভাই Salauddin Ali , বান্ধবী Urmi Islam, ব্যারিস্টার Monwar Hossain ভাই, বন্ধু Md. Golam Faruk Majnu, Karu Krishan দাদা, Setu Afrin , MD Hasan Ekram Ahmed ভাই, Apple Mahmud Mahmud ভাই, Md Saidul Islam স্যার, MD Mohsin Alam ভাই, Mohammad Maruf ভাই, Taslima Akter Konika, Mohammad Jahidul Islam, Samiul Haque সহ অনেকেই পাশে ছিলেন সবার নিকট কৃতজ্ঞতা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Green Leaf Magazine-গ্রীণলিফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share