Shezan IT

Shezan IT Welcome to Shezan IT official page! Created to showcase our various services, offers, and share strategies, processes, and useful content.

Our aim is to help businesses to grow and reach the light of the tunnel where your goal is after. Bangladesh has no more trusted and reliable digital marketing agency, who has the professionalism in work. Shezan IT is committed to giving the best service for Facebook, Instagram , and YouTube platform by trust-oriented and long live business. So, anyone can trust us for a
work order to Shezan IT r

egarding any digital marketing service which is on our list. Our first page was called BD Liker. BD Liker is an organization established in 2019 . The BD Liker page had more than 60,000 followers. Unfortunately ,Facebook ruined our page due to community guideline. Shezan IT is an organization established in 2021. Where worked many youngest people with dedication. Our youngest team is very much sincere to do customer requirement fulfill. From our service start, always we try to communicate with Facebook business owners to join our end to take the campaign for sell increase and business. We try to clarify our service and increase demand at the BD marketplace. So, we are now a unique and trusted service provider. No one claim to us about our service or maintaining page owner personal business information. Because we believe, if we can earn customers satisfaction and trust than we will survive long days in a digital service area with good reputation. Now, we have a big market who already worked with us. We have 30% reference customers and 40% regular customers and another 30% new customers join us in a day. The type of customers gives us work order their digital business ad on page market. Where Facebook followers, page promotes, post-boost, video boost, and Instagram services. Our Service Head Toufiq Ahmed Shezan very smartly handles this service. He is very dedicated to customer support and talks very softly to all my talk, by message and others reply.

এখন ঘরে বসে Shezan ITএর সাথে কাজ করার সুজোগ পাচ্ছেন আপনিও ।🎉🎉 অবসর সময়কে কাজে লাগিয়ে  ঘরে বসে প্রতিদিন ইনকাম করুন ৩০০-১...
24/06/2025

এখন ঘরে বসে Shezan ITএর সাথে কাজ করার সুজোগ পাচ্ছেন আপনিও ।
🎉🎉 অবসর সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে প্রতিদিন ইনকাম করুন ৩০০-১০০০ টাকা💞💞
কাজ করার জন্য মোবাইল ফোন এবং ইন্টারনেট থাকতে হবে । কাজের পেমেন্ট প্রতিদিন দিয়ে দেয়া হবে ।
✅বিস্তারিত জানতে আমাদের ম্যাসেজ করুন ।
✅অথবা যেকোনো তথ্যের জন্য কল করুন : 01644769314

🌙✨ Eid Mubarak to My Dear Muslim Friends! ✨🌙May this blessed Eid al-Adha fill your hearts with joy, your homes with laug...
06/06/2025

🌙✨ Eid Mubarak to My Dear Muslim Friends! ✨🌙
May this blessed Eid al-Adha fill your hearts with joy, your homes with laughter, and your lives with Allah’s endless blessings. Wishing you and your family a beautiful celebration!

📌কিভাবে বুঝবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে?বর্তমান সময়ে ফেসবুক আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেক সময় হ্...
12/05/2025

📌কিভাবে বুঝবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে?

বর্তমান সময়ে ফেসবুক আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেক সময় হ্যাকারদের কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে।
হ্যাক হওয়ার পর আপনি যদি সতর্ক না হন, তাহলে আপনার ব্যক্তিগত তথ্য এবং যোগাযোগের মাধ্যম অন্যের হাতে চলে যেতে পারে।
তাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার লক্ষণগুলো জানা খুব জরুরি।

🔶অজানা ডিভাইস থেকে লগইন :
যদি ফেসবুক আপনাকে জানায় যে অজানা কোনো ডিভাইস বা লোকেশন থেকে আপনার অ্যাকাউন্টে লগইন হয়েছে, তবে এটি হ্যাকিংয়ের লক্ষণ বলে ধরে নেবে। এটা দেখতে: Settings > Security and Login > Where You're Logged In অংশে গিয়ে চেক করুন।
🔶অ্যাকাউন্টে অচেনা পোস্ট বা মেসেজ :
আপনি নিজে করেননি এমন কোনো পোস্ট আপনার টাইমলাইনে দেখা গেলে, ধরে নেবেন অন্য কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকেছে। এছাড়া আপনার বন্ধুদের কাছে অজানা লিংক বা স্প্যাম মেসেজ পাঠানো হলে সতর্ক হোন।
🔶ব্যক্তিগত তথ্য পরিবর্তন :
যদি আপনার নাম, ইমেল, ফোন নম্বর, পাসওয়ার্ড ইত্যাদি পরিবর্তিত হয়ে যায় এবং অথচ সেটা আপনি করেননি, তাহলে বুঝতে হবে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
🔶লগইন করতে সমস্যা হওয়া :
আপনি যদি সঠিক পাসওয়ার্ড দিয়ে লগইন করতে না পারেন বা পাসওয়ার্ড ভুল দেখায়, তাহলে হয়তো হ্যাকার আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছে।
🔶বন্ধুরা অজানা মেসেজ পাচ্ছে :
আপনার বন্ধুরা যদি অদ্ভুত বা স্প্যাম লিংকযুক্ত মেসেজ পায়—সেটা আপনি পাঠাননি, তাহলে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা লঙ্ঘন হয়েছে।
🔶নতুন অ্যাপ সংযুক্ত হওয়া :
অনেক সময় হ্যাকাররা ফেসবুক অ্যাকাউন্টে অজানা থার্ড-পার্টি অ্যাপ যুক্ত করে।
এই অ্যাপগুলো আপনার তথ্য হাতিয়ে নিতে পারে। এটি চেক করতে: Settings > Apps and Websites অংশে যান।
🔶নোটিফিকেশন সেটিংস পরিবর্তন :
যদি আপনার নোটিফিকেশন সেটিংস হঠাৎ পরিবর্তিত হয়, যেমন ইমেল বা পুশ নোটিফিকেশন বন্ধ হয়ে যায়, তবে এটি সন্দেহজনক।
🔶অ্যাকাউন্ট থেকে অপ্রত্যাশিত লগআউট :
যদি ফেসবুক হঠাৎ আপনার অ্যাকাউন্ট থেকে আপনাকে লগআউট করে দেয়, এর মানে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেছে।
🔶সন্দেহজনক অ্যাক্টিভিটি রিপোর্ট :
ফেসবুক কখনো কখনো সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করে আপনাকে ইমেল বা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়।
যদি এমন কোনো মেসেজ পান, এটি অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নিন।
🔶ফেসবুক অ্যাড বা পেমেন্টের অজানা ট্রানজেকশন :
যদি আপনার পেমেন্ট সেটিংস থেকে অজানা কোনো ফেসবুক অ্যাড চালানো হয় বা পেমেন্ট হয়ে যায়, তবে এটি হ্যাকিংয়ের আরেকটি লক্ষণ।

✅করণীয় :

⭐ পাসওয়ার্ড পরিবর্তন করুন: শক্তিশালী পাসওয়ার্ড দিন এবং তা কারও সাথে শেয়ার করবেন না।
⭐ টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন: এটি আপনার অ্যাকাউন্টে বাড়তি নিরাপত্তা যোগ করবে।
⭐ সন্দেহজনক ডিভাইস থেকে লগআউট করুন: Where You’re Logged In অংশ থেকে অজানা ডিভাইস লগআউট করে দিন।
⭐ ফেসবুকে রিপোর্ট করুন: অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সন্দেহ হলে দ্রুত ফেসবুকের সাহায্য নিন।
⭐ থার্ড-পার্টি অ্যাপ রিমুভ করুন: অজানা অ্যাপগুলো মুছে ফেলুন।
⭐ আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তা বুঝতে এসব লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে আপনার তথ্য চুরি বা অপব্যবহার হতে পারে। তাই সবসময় সতর্ক থাকুন এবং নিরাপত্তা জোরদার করুন।

সারাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ। অতিরিক্ত গরমে হতে পারে হিট স্ট্রোক, পানিশূন্যতার মত মারাত্মক স্বাস্থ্য সমস্যা।...
12/05/2025

সারাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ। অতিরিক্ত গরমে হতে পারে হিট স্ট্রোক, পানিশূন্যতার মত মারাত্মক স্বাস্থ্য সমস্যা। এসময় বাড়ে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি।
চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে। হিট স্ট্রোক থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা।
তীব্র গরমে কিছু নিয়ম মেনে চলে নিজের ও পরিবারের সকলের সুস্থতা নিশ্চিত করুন।
আসুন জেনে নিই এই প্রচন্ড গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে করণীয়গুলো।
হিট স্ট্রোকের লক্ষণসমূহঃ
১. তীব্র মাথাব্যথা/ মাথা ঘোরা,
২. প্রচণ্ড তৃষ্ণা, অত্যধিক ঘাম, ত্বক লাল ও শুষ্ক হয়ে যাওয়া
৩. দ্রুত হৃদস্পন্দন,
৪. বমি বমি ভাব বা বমি হওয়া,
৫. কথা জড়িয়ে যাওয়া,
৬. পেশিতে ব্যথা,
৭. দুর্বলতা ও জ্ঞান হারানো,
প্রতিরোধে করণীয়ঃ
-হালকা ঢিলেঢালা কাপড় পরিধান করা।
-চা, কফি, অ্যালকোহল, ক্যাফেইন ও অতিরিক্ত লবণ ও চিনিযুক্ত তরল পরিহার বর্জন করা, কেননা এগুলো পানিশূন্যতার মাত্রা বৃদ্ধি করে।
-অতিরিক্ত আমিষ ও তৈলাক্ত খাবার পরিহার করা।
-ফলের রস বা তরল অংশ বেশি এমন খাবার বেশি করে খাওয়া।
হিট স্ট্রোক হলে কী করবেন??
প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে যখন হিট ক্র্যাম্প দেখা দেয়, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ সম্ভব। এ ক্ষেত্রে ব্যক্তি নিজেই যা করতে পারেন তা হলো—
* দ্রুত শীতল কোনো স্থানে চলে যান।
* ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করুন।
* প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন। চা বা কফি পান করবেন না।
কিন্তু যদি হিট স্ট্রোক হয়েই যায়, তবে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে, ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে রোগীর আশপাশে যারা থাকবেন তাদের করণীয় হলো—
* রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান।
* তার কাপড় খুলে দিন।
* শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন। এভাবে তাপমাত্রা কমাতে থাকুন।
* সম্ভব হলে কাঁধে, বগলে ও কুচকিতে বরফ দিন।
* রোগীর জ্ঞান থাকলে তাকে খাবার স্যালাইন দিন।
* দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।
* সব সময় খেয়াল রাখবেন হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাসপ্রশ্বাস এবং নাড়ি চলছে কি না।
প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিশ্বাস ও নাড়ি চলাচলের ব্যবস্থা করতে হতে পারে।
হিট স্ট্রোকে জীবন বিপন্ন হতে পারে। তাই এই গরমে যথাযথ সতর্কতা অবলম্বন করে এর থেকে বেঁচে থাকা উচিত।

আপনি কি ভাবতেছেন ফেসবুকে নতুন ব্যবসা শুরু করবেন ?ফেসবুক এ ব্যবসা করার জন্য আপনার দরকার একটা     সুন্দরভাবে গোছানো ফেইসবু...
01/08/2024

আপনি কি ভাবতেছেন ফেসবুকে নতুন ব্যবসা শুরু করবেন ?
ফেসবুক এ ব্যবসা করার জন্য আপনার দরকার একটা সুন্দরভাবে গোছানো ফেইসবুক বিজনেস পেজ ।
আমরা তৈরী করে দিচ্ছি সল্প মূল্যে ফেইসবুক বিজনেস পেজ এবং সাথে থাকবে হাজার হাজার ফলোয়ার ।

বিস্তারিত জানতে আমাদের ম্যাসেজ করুন অথবা কল করুন :
☎ 01401454939 ❤

Address

Rupatoli Houssing
Barishal
8207

Alerts

Be the first to know and let us send you an email when Shezan IT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share