Kazi Zayed 77

Kazi Zayed 77 I ꜰᴏᴜɢʜᴛ ꜰᴏʀ ᴍʏ ᴄᴏᴜɴᴛʀʏ ᴀɴᴅ I ᴛᴏᴏᴋ 7 ʀᴏᴜɴᴅs ᴏꜰ ᴘᴏʟɪᴄᴇ ʙᴜʟʟᴇᴛs. Nᴏᴛ ꜰᴏʀ ᴍʏ ᴏᴡɴ ɪɴᴛᴇʀᴇsᴛ!

Aɪᴍ Iɴ Lɪꜰᴇ : Wᴀɴᴛ Tᴏ Bᴇ Fᴜᴛᴜʀᴇ Pʀᴇsɪᴅᴇɴᴛ Oꜰ Bᴀɴɢʟᴀᴅᴇsʜ Iɴsᴀʟʟᴀʜ 🇧🇩🇧🇩🇧🇩

Km͢͢͢az

Official Facebook Id ,
Kazi MD Abu Zayed

27/11/2024

Md Sarjis Alam just cooked whole Awami Iskon league in a fry pan !

10/11/2024

Md Sarjis Alam just cooked whole awami league in a fry pan !

06/11/2024

আমার এলাকার চিহ্নিত মাদক কারবারি জনাব সানাউল করিম রেজবী Razbi Ahmed সাহেব এর কিছু কথপোকথন । উনি আওমীলীগ এর আমলে আমাদের এলাকার মধ্যে সব থেকে বড় মাদক সিন্ডিকেট গড়ে তুলে ।তার বাবা ইউনিয়ন আওয়ামীলীগ এর বর্তমান সহ সভাপতি। সহযোগী হিসেবে তার সাথে অনেকে আছেন । যারা দেখবেন সব সময় তার পোস্ট এ এসে তেল মারে । ওনার সব থেকে বড় সমস্যা উনি নেশা করে নিজের মা , বাপ এমনকি মেয়ে নিয়েও রাস্তা ঘাটে গালি গালাজ করে । ওনার এই কু কর্মের জন্য নিজ গোষ্ঠীর মধ্যেও একবার উত্তম মধ্যম খেয়ে ঠিক হননি । এর মধ্যে আল্লাহর রাস্তায় ছাড়া গরু চুরি করে ধরে এনে মাজারে বিক্রি করে এবং তবারক হিসেবে বিলি করেন । ওনার এসব নিয়ে যারাই কথা বলেন তাদেরকেই গালি গালাজ করেন । আমাদের ফ্যামিলির সাথে এইরকম শুরু করেছেন গত 2 বছর যাবত । আমার কাকা , ভাই , আমরা সবাই তাকে বারংবার নিষেধ করা সত্ত্বেও উনি আমাদের অযথা গালি গালাজ করেন । আজকেও তার ভিন্নতা হয়নি । উনি আমাদের সামনে গালি গালাজ করায় আমি প্রতিবাদ করি । এরপর সে আমার বাবার উপর চড়াও হতে শুরু করলে আমি আত্মরক্ষায় তাকে প্রতিহত করি । এবং থানায় ও সেনা ক্যাম্প এ অবগত করি । তারা বিষয়টি জানার পর আমাদের বলেন তাকে ঐখানে আটকে রাখতে । আটকে রাখার এক পর্যায়ে শাকিল ফকির নামক আরেক মাদক সেবী ও বিক্রেতা আমাদের উপর আক্রমন করে তাকে বের করে নিয়ে যায় । এর পর আমরা সরাসরি আমি ক্যাম্প এ যাই, সেখানে তার কু কর্মের সকল প্রমাণ দিয়ে আসি । যেহেতু দেশে মাদক নিয়ে শুদ্ধ অভিযান হচ্ছে । আমরা আশাবাদী বাংলাদেশ সেনাবাহিনী কঠিনতর একশন এ যাবেন। এবং আমার এলাকা থেকে মাদক ও মাদক বিক্রেতা নির্মূল করবেন । আমরা তাদের কাছে আবেদন জানাই এই দুই মাদক কারবারি রেজভী ও শাকিল এর ড্রপ টেস্ট করে যাচাই করা হোক । যাইহোক আমরা আশাবাদী । সবাই দোয়া করবেন । আর তারা আমাদের নামে ছড়ায় আমরা আওমীলীগ করি । যাইহোক আমার বাবা আওমীলীগ হয়ে কোটা আন্দোলন এ তার ছেলেকে পাঠায় । এবং তার ছেলে ৭ রাউন্ড গুলি খেয়ে হাসপাতালে ভর্তি থাকে , ইনফেকশন হয় । যাইহোক বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর । আমাদের পেটনীতি করে খাওয়া লাগে না । আলহামদুলিল্লাহ । আমার বাবা একজন পত্রিকা মালিক । এটাই তার আসল পরিচয় । আমি গর্ব করে বলতে পারি আমার বাবা নোবেল প্রফেসন এ আছেন । আর দেশটা ছাত্র জনতার হাত ধরে সকলের সম্মিলিত চেষ্টায় স্বাধীন করেছে । আমার সাথের অনেক সহযোদ্ধা দেখেছি যারা আওমীলীগ করে , ছাত্রলীগ করে , কিন্তু তারা কিন্তু আমাদের সাথে যুদ্ধ করেছে । এখন তারা আওমীলীগ বলে আমি মারবো ? প্রতিহিংসার রাজনীতি থেকে বের হন , নইলে হাসিনার কথা মনে করুন ! বাস এইটকুকুই । আপনারাও আপনাদের এলাকা থেকে মাদক কারবারিদের ধরিয়ে দিন । আমরাই আগামীর গৌরব । আমরাই আগামীর বাংলাদেশ । সবাই মিলে একটা সুন্দর দেশ গঠন করবো । স্বৈরাচারী সরকারের আমলের রেজবীর মত লোভী জনপ্রতিনিধিদের প্রতিহত করুন । কারণ এরাই আমাদের দেশটাকে সিন্ডিকেটে পরিণত করেছে । বাংলাদেশ আর্মি আপনাদের পাশে আছেন । তারা কোনো রাজনৈতিক ব্যক্তি চিনে না মনে রাখবেন ! নিচে তার কু কর্মের আরো তথ্য দেয়া হল :

কর্ম ব্যস্ততা আর ওয়েদার খারাপ এর কারনে Mohsin ul Hakim & H.A. Akib চাচুর সাথে মিশনে যাওয়া হল না । ইনশাল্লাহ বরিশাল এ খ...
24/10/2024

কর্ম ব্যস্ততা আর ওয়েদার খারাপ এর কারনে Mohsin ul Hakim & H.A. Akib চাচুর সাথে মিশনে যাওয়া হল না । ইনশাল্লাহ বরিশাল এ খুব শীঘ্রই দেখা হবে । শুভকামনা রইলো মিশন যেনো সোহি সালামত সফল হয় ।

30/09/2024

খা* মা* হাসিনার বর্বরতা কতটুকু ছিল ! এরপর ও কিছু মানুষ বলবে হাসিনার মত মানুষ আর হয়না !

দেশদ্রোহীর বিদায়ে আমি মোটেও কষ্ট পাচ্ছি না । কষ্ট পেতাম যদি উনি মানুষ হত । কি আমার কথায় কিছু মানুষ রাগ করেছেন ? রাগ কর...
26/09/2024

দেশদ্রোহীর বিদায়ে আমি মোটেও কষ্ট পাচ্ছি না । কষ্ট পেতাম যদি উনি মানুষ হত । কি আমার কথায় কিছু মানুষ রাগ করেছেন ? রাগ করলে আপনি এই স্বাধীনতার শরীকদার মোটেও নন ! কারণ কি জানেন ? আমি বলছি , যে লোক নিজের মেয়ের জন্ম অন্য ভূখণ্ডে নিয়ে করায় , আমাদের ভোটাধিকার লুটপাট করার সাথে জড়িত থাকে , স্বৈরাচার সরকার এর প্রতিনিধিত্ব করে , মানুষ মৃত্যুর গণমিছিলে ফ্যামিলি নিয়া ভ্যাকেশন এ যায় । তাকে নিয়া আপনারা লাফান থুহ্! লজ্জা লাগে না ? রক্ত আছে আপনাদের শরীরে ? আমার শিক্ষক আমাকে শিখাইছে আগে নিজে মানুষ হও পরে তোমার প্রফেশন । আমার কথা অযৌক্তিক লাগলে আপনার আমার সবার শিক্ষক তাহলে ভুল শিক্ষা আমাদের দিয়েছেন । ধন্যবাদ ।

23/08/2024

আলহামদুলিল্লাহ As sunnah Foundation এর পাশে সবাই থাকুন ❤️

21/08/2024

Biggest gaming money laundering scam in Bangladesh 🇧🇩 | TahseeNation | ফ্রি ফায়ার গেমস এর মাধ্যমে প্রায় ৫০ হাজার কোটি টাকার স্কাম ! আর দায়ভার কার ? দুর্নীতি দমন কমিশন দুদক BTRC somoynews.tv

#দুদক

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Zayed 77 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share