06/11/2024
আমার এলাকার চিহ্নিত মাদক কারবারি জনাব সানাউল করিম রেজবী Razbi Ahmed সাহেব এর কিছু কথপোকথন । উনি আওমীলীগ এর আমলে আমাদের এলাকার মধ্যে সব থেকে বড় মাদক সিন্ডিকেট গড়ে তুলে ।তার বাবা ইউনিয়ন আওয়ামীলীগ এর বর্তমান সহ সভাপতি। সহযোগী হিসেবে তার সাথে অনেকে আছেন । যারা দেখবেন সব সময় তার পোস্ট এ এসে তেল মারে । ওনার সব থেকে বড় সমস্যা উনি নেশা করে নিজের মা , বাপ এমনকি মেয়ে নিয়েও রাস্তা ঘাটে গালি গালাজ করে । ওনার এই কু কর্মের জন্য নিজ গোষ্ঠীর মধ্যেও একবার উত্তম মধ্যম খেয়ে ঠিক হননি । এর মধ্যে আল্লাহর রাস্তায় ছাড়া গরু চুরি করে ধরে এনে মাজারে বিক্রি করে এবং তবারক হিসেবে বিলি করেন । ওনার এসব নিয়ে যারাই কথা বলেন তাদেরকেই গালি গালাজ করেন । আমাদের ফ্যামিলির সাথে এইরকম শুরু করেছেন গত 2 বছর যাবত । আমার কাকা , ভাই , আমরা সবাই তাকে বারংবার নিষেধ করা সত্ত্বেও উনি আমাদের অযথা গালি গালাজ করেন । আজকেও তার ভিন্নতা হয়নি । উনি আমাদের সামনে গালি গালাজ করায় আমি প্রতিবাদ করি । এরপর সে আমার বাবার উপর চড়াও হতে শুরু করলে আমি আত্মরক্ষায় তাকে প্রতিহত করি । এবং থানায় ও সেনা ক্যাম্প এ অবগত করি । তারা বিষয়টি জানার পর আমাদের বলেন তাকে ঐখানে আটকে রাখতে । আটকে রাখার এক পর্যায়ে শাকিল ফকির নামক আরেক মাদক সেবী ও বিক্রেতা আমাদের উপর আক্রমন করে তাকে বের করে নিয়ে যায় । এর পর আমরা সরাসরি আমি ক্যাম্প এ যাই, সেখানে তার কু কর্মের সকল প্রমাণ দিয়ে আসি । যেহেতু দেশে মাদক নিয়ে শুদ্ধ অভিযান হচ্ছে । আমরা আশাবাদী বাংলাদেশ সেনাবাহিনী কঠিনতর একশন এ যাবেন। এবং আমার এলাকা থেকে মাদক ও মাদক বিক্রেতা নির্মূল করবেন । আমরা তাদের কাছে আবেদন জানাই এই দুই মাদক কারবারি রেজভী ও শাকিল এর ড্রপ টেস্ট করে যাচাই করা হোক । যাইহোক আমরা আশাবাদী । সবাই দোয়া করবেন । আর তারা আমাদের নামে ছড়ায় আমরা আওমীলীগ করি । যাইহোক আমার বাবা আওমীলীগ হয়ে কোটা আন্দোলন এ তার ছেলেকে পাঠায় । এবং তার ছেলে ৭ রাউন্ড গুলি খেয়ে হাসপাতালে ভর্তি থাকে , ইনফেকশন হয় । যাইহোক বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর । আমাদের পেটনীতি করে খাওয়া লাগে না । আলহামদুলিল্লাহ । আমার বাবা একজন পত্রিকা মালিক । এটাই তার আসল পরিচয় । আমি গর্ব করে বলতে পারি আমার বাবা নোবেল প্রফেসন এ আছেন । আর দেশটা ছাত্র জনতার হাত ধরে সকলের সম্মিলিত চেষ্টায় স্বাধীন করেছে । আমার সাথের অনেক সহযোদ্ধা দেখেছি যারা আওমীলীগ করে , ছাত্রলীগ করে , কিন্তু তারা কিন্তু আমাদের সাথে যুদ্ধ করেছে । এখন তারা আওমীলীগ বলে আমি মারবো ? প্রতিহিংসার রাজনীতি থেকে বের হন , নইলে হাসিনার কথা মনে করুন ! বাস এইটকুকুই । আপনারাও আপনাদের এলাকা থেকে মাদক কারবারিদের ধরিয়ে দিন । আমরাই আগামীর গৌরব । আমরাই আগামীর বাংলাদেশ । সবাই মিলে একটা সুন্দর দেশ গঠন করবো । স্বৈরাচারী সরকারের আমলের রেজবীর মত লোভী জনপ্রতিনিধিদের প্রতিহত করুন । কারণ এরাই আমাদের দেশটাকে সিন্ডিকেটে পরিণত করেছে । বাংলাদেশ আর্মি আপনাদের পাশে আছেন । তারা কোনো রাজনৈতিক ব্যক্তি চিনে না মনে রাখবেন ! নিচে তার কু কর্মের আরো তথ্য দেয়া হল :