AmuaNews.com

AmuaNews.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AmuaNews.com, Media/News Company, Barishal.

ঝালকাঠির কাঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ একজন আটক, মূল হোতা পলাতকঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জেলা গোয়েন্দা শ...
25/05/2025

ঝালকাঠির কাঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ একজন আটক, মূল হোতা পলাতক

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে সাগর দাস (২২) নামে একজনকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত মোঃ সলেমান সিকদার (২৮) অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৪ মে ২০২৫ খ্রিঃ রাত ১০টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের আমুয়া গ্রামে পলাতক আসামি মোঃ সলেমান সিকদারের বসতঘরের সামনে থেকে সাগর দাসকে আটক করা হয়।

আটক সাগর দাসের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী, উপস্থিত সাক্ষীদের নিয়ে মোঃ সলেমান সিকদারের ঘরে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষের বিছানার নিচ থেকে আরও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত মোট ১০০ গ্রাম গাঁজা জব্দ করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মানবপাচার ও জিম্মির অর্থ আদায় চক্রের পাঁচ হোতাকে গ্রেফতার করেছে পুলিশ তার ভিতর  গোলাম আজম সৈকত একজন।
25/05/2025

মানবপাচার ও জিম্মির অর্থ আদায় চক্রের
পাঁচ হোতাকে গ্রেফতার করেছে পুলিশ তার ভিতর গোলাম আজম সৈকত একজন।

বিবাহিতকে সভাপতি করে বিতর্কে শহীদ রাজা ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটিস্টাফ রিপোর্টার, আমুয়া | ২৪ মে ২০২৫ঝালকাঠি জেলার...
24/05/2025

বিবাহিতকে সভাপতি করে বিতর্কে শহীদ রাজা ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি

স্টাফ রিপোর্টার, আমুয়া | ২৪ মে ২০২৫

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী শহীদ রাজা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। নতুন কমিটির সভাপতি হিসেবে ঘোষিত মোঃ রাজা হোসেন একজন বিবাহিত ব্যক্তি, যা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী অসংগতিপূর্ণ বলে মত দিচ্ছেন সংগঠনের অনেক নেতাকর্মী।

উল্লেখ্য, শহীদ রাজা ডিগ্রি কলেজ ঝালকাঠি-১ আসনের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম মিরবহর , যিনি বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল সমর্থক হিসেবে পরিচিত, তার প্রত্যক্ষ ইন্ধনে এ কমিটি গঠিত হয়েছে।

স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এটি মূলত একটি ‘পকেট কমিটি’, যা পূর্বের বৈধ কমিটিকে চাপ প্রয়োগ করে গঠিত হয়েছে। জানা গেছে, নিজাম মিরবহর এর ছেলে ও তার অনুসারীরা কলেজে গিয়ে সাবেক সভাপতি ইমরান গোলদার ও সাধারণ সম্পাদক মামুন পোদ্দারকে জোরপূর্বক কমিটি দিতে চাপ দেয়। কিন্তু তারা অগণতান্ত্রিকভাবে কমিটি দিতে অস্বীকৃতি জানালে, জেলা ছাত্রদল কর্তৃক উল্টো তাদের বহিষ্কার করা হয়।

এই বিষয়ে সাবেক সভাপতি ইমরান গোলদার বলেন,

“এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে। জালাল আকন (যিনি বর্তমানে কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি) এবং নিজাম মীরবহর (বহিষ্কৃত সাধারণ সম্পাদক, কাঠালিয়া উপজেলা বিএনপি) – এই দুইজনের প্রত্যক্ষ নির্দেশেই একজন বিবাহিত ব্যক্তিকে সভাপতি বানানো হয়েছে। এটা ছাত্রদলের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন।”

এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। অনেকে বলছেন, গঠনতন্ত্র উপেক্ষা করে এই ধরনের নিয়োগ ছাত্র রাজনীতিতে অস্থিরতা তৈরি করবে এবং ভবিষ্যতে দলের ভিত্তি দুর্বল করে তুলবে।

জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আমুয়া কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন
23/05/2025

আমুয়া কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন

আমুয়া তুষার চত্বরের চার রাস্তার এ মোড়ে অতিসত্বর  একটি গোলচত্বরের দাবি স্থানীয়দের। পাথরঘাটা,বামনা,মঠবাড়িয়া,আমুয়া  সংযোগপয়...
21/05/2025

আমুয়া তুষার চত্বরের চার রাস্তার এ মোড়ে অতিসত্বর একটি গোলচত্বরের দাবি স্থানীয়দের। পাথরঘাটা,বামনা,মঠবাড়িয়া,আমুয়া সংযোগপয়েন্টে মোড় ঘুরতে গিয়ে অপ্রত্যাশিত দূর্ঘটনা ঘটছে।
এমতাবস্থায় সড়ক ও জনপদ বিভাগ, স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন অচিরেই এ সমস্যা সমাধানকল্পে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।
এলাকাবাসীর পক্ষে,
AmuaNews.com

ছোট খাটো একটা ধাক্কা 🤣
19/05/2025

ছোট খাটো একটা ধাক্কা 🤣

শহীদ রাজার ডিগ্রী কলেজ,  ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুুন পোদ্দার কোন দলের?
19/05/2025

শহীদ রাজার ডিগ্রী কলেজ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুুন পোদ্দার কোন দলের?

12/05/2025

কাঠালিয়া উপজেলার বিএনপি নেতা কিচলু সিকদার, যিনি দলের হাই কমান্ডের নির্দেশ অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পাতানো ৯য় জুন ২০২৪ এর উপজেলা নির্বাচনে সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতির পক্ষে ভোট চেয়েছেন,ভিডিও তে দেখুন!

12/05/2025

বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি :

গ্রিড ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রকল্প (EEGBPSP) - Package-3 এর আওতায় আগামী ১৪ মে ২০২৫ খ্রি: তারিখ, রোজ বুধবার ভান্ডারিয়া গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন ও ট্রান্সফার বাস সকাল ০৬:০০ থেকে সকাল ১২:০০ পর্যন্ত মোট ০৬ (ছয়) ঘন্টা সাট ডাউন থাকবে। উক্ত সাট ডাউন চলাকালীন সময়ে ভান্ডারিয়া গ্রিড উপকেন্দ্রের আওতায় সকল ৩৩ কেভি ফিডার সমূহ বন্ধ থাকবে। উন্নয়ন কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ বন্ধের জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

নির্বাহী প্রকৌশলী
EEGBPS প্রকল্প
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

12/05/2025

ঝালকাঠি সহ দেশের যেসকল জায়গায় বিএনপি নেতাদের আওয়ামী দালালী বন্ধ না করলে আওয়ামী নেতা ছেড়ে বিএনপি নেতাদের পিটানো শুরু হোক দুই চারটা পিটালে বাকিরা ঠিক হবে

আমুয়া ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এনায়েত ফরাজি, ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ফ্যাসিস্ট পাতানো নির্বা...
12/05/2025

আমুয়া ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এনায়েত ফরাজি, ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ফ্যাসিস্ট পাতানো নির্বাচনে দোয়াত কলমের পক্ষে নির্বাচন করে, এবং নির্বাচনে মনিরকে ৫,০০,০০০(পাচ লক্ষ টাকা) নির্বাচনি খরচ দেয়।

11/05/2025

কাঠালিয়া উপজেলার
শৌলজালিয়ার চাড়ারহাট বাজারে রাস্তা নেওয়াকে কেন্দ্র করে সালিশ বৈঠক চলাকালে ২ গ্রুপের সংর্ঘষে উভয় পক্ষের ১২ জন আহত, আমুয়া হাসপাতালে ভর্তি।

Address

Barishal
8430

Website

Alerts

Be the first to know and let us send you an email when AmuaNews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share