LouD & CleaR

LouD & CleaR Dedicated to unbiased documentary reporting. We maintain and will keep the highest standards of truth avoiding all kinds of political bias.

Stay connected with us always in search of truth!

শিক্ষা - জবাবদিহিতা - দায়বদ্ধতা

শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করে নিজের বোলিং এ্যাকশন বৈধ প্রমাণ করতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তিনি বিসিবি...
23/03/2025

শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করে নিজের বোলিং এ্যাকশন বৈধ প্রমাণ করতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তিনি বিসিবিকে অনুরোধ করেছিলেন যে তিনি সালাউদ্দিন সহ এক সপ্তাহ ভারত বা পাকিস্তান যেকোনো একটা জায়গায় কাজ করবেন বোলিং নিয়ে। যদি বৈধ প্রমাণিত হতেন,তাহলে হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য আশাবাদী ছিলেন সাকিব। তবে সাকিবকে এই বিষয়ে কোনো পাত্তা দেয়নি বিসিবি, কারণ সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিতে আগ্রহী ছিল না বিসিবি....

তথ্য : ডেইলি সান

Tawhid uddin Afridi 2.O
23/03/2025

Tawhid uddin Afridi 2.O

ভাইয়ে যেহেতু ওযু করে ব্যাট ধরছে তাইলে হালাল হইবে ই😜
23/03/2025

ভাইয়ে যেহেতু ওযু করে ব্যাট ধরছে
তাইলে হালাল হইবে ই😜

20/11/2024

⚠️ Hero to Villain: The Rise and Ruin of a National Icon 🇧🇩


19/11/2024

যে পুরুষ বাবা হয়ে আগলায়,
স্বামী হয়ে ভালোবাসে,
সন্তান হয়ে দায়িত্ব সামলায় ; আজ তাদের দিন।

-Happy International Men's Day.❤️

৮০,০০০ বছরে একবার দেখা যাওয়া ধুমকেতু এবং কক্সবাজার এক ফ্রেমে!ধুমকেতু C/2023 A3 (Tsuchinshan-ATLAS) এর এই ছবিটি কক্সবাজার...
22/10/2024

৮০,০০০ বছরে একবার দেখা যাওয়া ধুমকেতু এবং কক্সবাজার এক ফ্রেমে!

ধুমকেতু C/2023 A3 (Tsuchinshan-ATLAS) এর এই ছবিটি কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে তুলেছে জুবায়ের কাওলিন নামক এক চিত্র গ্রাহক৷ ছবিটি তোলা হয়েছে ১৪ অক্টোবর৷ ছবিটি রাতে তোলা হলেও চাঁদের উজ্জ্বল্য বেশি থাকায় এবং লং এক্সপোজারে ছবি তোলায় মনে হচ্ছে যেন দিনে তোলা হয়েছে৷

ধুমকেতুটির মাথার ব্যাস প্রায় ২ লাখ ৯ হাজার কিলোমিটার এবং লেজের দৈর্ঘ্য প্রায় ২৯ মিলিয়ন কিলোমিটার। পৃথিবীর বিভিন্ন স্থানের অক্টোবরের বেশ কয়েক দিন জুড়েই খালি চোখে দেখা গেছে ধুমকেতুটি৷ এছাড়া পরের মাসেও কিছু সময়ের জন্য দূরবীন দিয়ে দেখা যাবে এটি৷ ২০২৩ সালে এই ধুমকেতুটি পৃথক ভাবে আবিষ্কার করে চীন এবং আফ্রিকার বিজ্ঞানীরা৷ ধুমকেতুটি খুবই বিরল৷ এবং নাসার মতে ৮০০০০ বছরের আগে এই ধুমকেতুটি আর দেখা যাবে না!

২ বছর আগে কিম জং উনের এক কাহিনী শুনেছিলাম। উত্তর কোরিয়ার ফুটবল টিম ২০১০ বিশ্বকাপে নাস্তানাবুদ হয়ে দেশে ফেরার পর কিম সেই ...
22/10/2024

২ বছর আগে কিম জং উনের এক কাহিনী শুনেছিলাম। উত্তর কোরিয়ার ফুটবল টিম ২০১০ বিশ্বকাপে নাস্তানাবুদ হয়ে দেশে ফেরার পর কিম সেই দলের সব খেলোয়াড়দের কিড*ন্যাপ করে কয়লার খনিতে শ্রমিক হিসাবে পাচার করে দিয়েছিলেন এবং আর কোনোদিন ফুটবল খেলতে দেন নি। তখন কিম জং উনের উপর অনেক মেজাজ খারাপ হয়েছিলো।

কিন্তু এখন আর সেই অনুভূতি নেই। আমাদের দেশেও অনেক বড় একটা কয়লার খনি আছে বড়পুকুরিয়ায়।

এমনিই বলার জন্য বললাম আর কি!!🤷‍♂️🤷‍♂️

লেখা: দিপ্তি মজুমদার.

মদ খেয়ে গাড়ি চালিয়ে বাংলাদেশে ঢুকে পড়লো ২ ভারতীয়
28/09/2024

মদ খেয়ে গাড়ি চালিয়ে বাংলাদেশে ঢুকে পড়লো ২ ভারতীয়

দুই বছর আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পন্থ। শনিবার ভারতীয় ক্রিকেটে আবার ফিরল সেই স্মৃতি। ইরানি ট্রফি খেলতে...
28/09/2024

দুই বছর আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পন্থ। শনিবার ভারতীয় ক্রিকেটে আবার ফিরল সেই স্মৃতি। ইরানি ট্রফি খেলতে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ১৯ বছরের প্রতিভাবান ভারতীয় ক্রিকেটার মুশির খান। তিনি ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ভাই।

10/09/2024

ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে।

ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে, তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব।

আপনারা যারা কাজ স্লো করে দিয়েছেন, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। না-হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে। ( হাসনাত আব্দুল্লাহ )

08/09/2024

বগুড়ায় হিরো আলমকে মারধর, কান ধরে ওঠবস....!

&_Clear

Moeen Ali retired from international cricket...❗
08/09/2024

Moeen Ali retired from international cricket...❗

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when LouD & CleaR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share