RH MIRAJ

RH MIRAJ Welcome to the world of Redowan Hossain MIRAJ মনের প্রশান্তি দিতে ঘুরে বেড়ার সাথে যা দেখি তাই দেখাই

░░░░░░░░░░░░░░░░░░░����
░╔╦╦╦═╦╗╔═╦═╦══╦═╗░����
░║║║║╩╣╚╣═╣║║║║║╩╣░����
░╚══╩═╩═╩═╩═╩╩╩╩═╝░����
░░░░░░░░░░░░░░░░░░░����

Humm
14/08/2025

Humm

মিষ্টি বিক্রেতা ভাবে:"আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল দিলেও আমার কিছু আসে-যায় না।"বেকারির মালিক ভাবে:"আমি তো নি...
14/08/2025

মিষ্টি বিক্রেতা ভাবে:
"আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল দিলেও আমার কিছু আসে-যায় না।"

বেকারির মালিক ভাবে:
"আমি তো নিজের দোকানের বিস্কুট খাই না, পচা ডিম-ময়দা দিয়ে বানালেও সমস্যা কী?"

ফল বিক্রেতা ভাবে:
"আমি তো নিজের দোকানের ফল খাই না, তাই কেমিক্যাল দিলে আমার কী এসে যায়?"

মাছ বিক্রেতা ভাবে:
"এই মাছ তো আমি খাবো না, একটু ফরমালিন দিলে ক্ষতি কী?"

কিন্তু দিনের শেষে

🔁 মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে বাসায় ফেরে।
🔁 বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে বাসায় ফেরে।
🔁 ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে বাসায় ফেরে।
🔁 মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে বাসায় ফেরে।

তাহলে?
একজন অন্যজনের দেওয়া বিষ খাচ্ছে। নিজের হাতে নিজের পরিবারকে ধীরে ধীরে বিষ খাওয়াচ্ছে।
ভেবেছিল কেবল অন্যের ক্ষতি করছে, কিন্তু শেষে সবারই ক্ষতি হচ্ছে এক ভয়ঙ্কর বৃত্তে ঘুরছে সবাই।

📌 নতুন বাস্তবতা:
এখন ভেজালের প্রভাব শুধু অসুস্থতাই নয়—

ক্যান্সার,

ডায়াবেটিস,

লিভার-কি'ডনি বিকল,

এমনকি পরবর্তী প্রজন্মেও জন্ম নিচ্ছে দুর্বলতা ও জেনেটিক রোগ।

একজনের ভুল বা লোভের সিদ্ধান্ত হাজারো মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে।

🔍 উপসংহার:
অন্যের ক্ষতি করে কেউ লাভবান হয় না। সমাজের প্রতিটি সদস্য একে অপরের উপর নির্ভরশীল। একজনের ভেজাল সবার ক্ষতির কারণ হয়। তাই ভেজাল নয়, সততাই হোক ব্যবসার মূলনীতি।

সততা শুধু মানবিক দায়িত্ব নয়, এটা নিজের ভবিষ্যৎ রক্ষার বুদ্ধিমান সিদ্ধান্ত..!!🙂🌸

14/08/2025
🌸❤️
13/08/2025

🌸❤️

😄
12/08/2025

😄

১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?- চুপ হয়ে যান।২.কেউ যন্ত্রণা দিচ্ছে? - চুপ হয়ে যান। ৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? ...
11/08/2025

১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
- চুপ হয়ে যান।
২.কেউ যন্ত্রণা দিচ্ছে?
- চুপ হয়ে যান।
৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
- চুপ হয়ে যান।
৪.কোন মানুষ অনেক অপমান করছে?
- চুপ হয়ে যান।
৫.কেউ ঠকিয়ে গেছে?
- চুপ হয়ে যান।
৬.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
- চুপ হয়ে যান।
এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃ'ত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।
আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।
তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

Indian Museum, Kolkata ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম মিউজিয়াম, যেটি 1814 সালে প্রতিষ্ঠিত হয়। এটিকে অনেকে "Jadughar"...
10/08/2025

Indian Museum, Kolkata ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম মিউজিয়াম, যেটি 1814 সালে প্রতিষ্ঠিত হয়। এটিকে অনেকে "Jadughar" নামেও চেনে। এখানে ইতিহাস, শিল্প, প্রত্নতত্ত্ব, নৃবিজ্ঞান, ভূতত্ত্ব ও প্রাণিবিজ্ঞানের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। এটি নিউমার্কেটের খুব কাছে তাই আপনারা যারা কলকাতা যাবেন এখান থেকে ঘুরে আসতে পারেন।

কিন্তু পার্সোনালি আমার জায়গাটা পছন্দ না। 😐

সংক্ষেপে কয়েকটি মূল পয়েন্ট:

প্রতিষ্ঠা ও পরিচালনা
প্রতিষ্ঠিত: 1814 সালে, Asiatic Society of Bengal-এর উদ্যোগে।
বর্তমান পরিচালনা: ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে।
বিভাগ ও গ্যালারি
আর্কিওলজি (Archaeology) – প্রাচীন মূর্তি, বৌদ্ধ স্তূপ, মুঘল শিল্প।
আর্ট (Art) – রাজস্থানী ও মুঘল মিনিেচার পেইন্টিংস, টেক্সটাইল, অলংকার।
ন্যাচারাল হিস্ট্রি (Natural History) – প্রাণী, পাখি, সরীসৃপ, জীবাশ্ম।
জিওলজি (Geology) – খনিজ ও রত্নপাথর।
গুরুত্বপূর্ণ সংগ্রহ
Bharhut Stupa-র রেলিং ও ভাস্কর্য।
Ashoka Pillar-এর অবশিষ্টাংশ।
ইজিপশিয়ান মমি (Egyptian mummy)।
বৌদ্ধ ধর্মগ্রন্থ ও প্রত্নবস্তু।
ভবন
বর্তমান ভবনটি ইতালিয়ান আর্কিটেকচারের ছোঁয়ায় তৈরি, 1875 সালে সমাপ্ত।
বিশাল কলোনেড, সাদা রঙের চুনাপাথরের ফ্যাসাদ।

Right
10/08/2025

Right

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when RH MIRAJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RH MIRAJ:

Share