Redwan

Redwan ᴬˢˢᵃˡᵃᵐᵘᵃˡᵃᶤᵏᵘᵐ ᴱᵛᵉʳʸᵒᶰᵉ
ᴵ ᴬᵐ ᴹᵈ ᴿᵉᵈʷᵃᶰ ᴵˢˡᵃᵐ
(1)

17/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! S L Halim HJ, মোজাম্মেল হক, Rashad Khan, Md Apon Ahamed Joshim

আলহামদুলিল্লাহ সুইডেনে প্রকাশ্যে কুরআন শরীফ পোড়ানো সালওয়ান মমিমাকে গুলি করে হত্যা করা হয়েছে
30/01/2025

আলহামদুলিল্লাহ
সুইডেনে প্রকাশ্যে কুরআন শরীফ পোড়ানো সালওয়ান মমিমাকে গুলি করে হত্যা করা হয়েছে

আমি শুধু খাবার খুঁজছি 😢 AAʟʜᴀᴍᴅᴜʟɪʟʟᴀʜ
28/01/2025

আমি শুধু খাবার খুঁজছি 😢
AAʟʜᴀᴍᴅᴜʟɪʟʟᴀʜ

আজ পবিত্র শবে মেরাজ আজকের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বশরীরে মহান আল্লাহ তায়ালার সাথ...
27/01/2025

আজ পবিত্র শবে মেরাজ
আজকের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বশরীরে মহান আল্লাহ তায়ালার সাথে সাক্ষাৎ করেছিলেন

আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। আজ হিজরি রজব মাসের ২৬ তারিখ, সোমবার দিনগত রাত পবিত্র শবে মেরাজ। ৬২০ ...
27/01/2025

আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। আজ হিজরি রজব মাসের ২৬ তারিখ, সোমবার দিনগত রাত পবিত্র শবে মেরাজ। ৬২০ খ্রিস্টাব্দের রজব মাসের ২৬ তারিখ রাতে হাবীবে খোদা পেয়ারা নবী হজরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল (আ.) কে সঙ্গে নিয়ে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে দুলক ভুলক পেরিয়ে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুলমুনতাহা অতিক্রম করে আরশে আজীমে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সঙ্গে সাক্ষাত্‍ করেন। তিনি আল্লাহর সৃষ্টির সকল নিদর্শন বিশেষ করে জান্নাত-জাহান্নাম পরিদর্শন করেন। মেরাজ শেষ করে আল্লাহর মাহবুব ঐ রাতেই আবার পৃথিবীতে ফিরে আসেন।
দোয়া করি আল্লাহ তায়ালা যেন আমদের প্রিয় বাংলাদেশ সহ গোটা মুসলিম মিল্লাতকে এই পবিত্র রজনীর উসিলায় ক্ষমা করে দেন।
আমিন।

আলহামদুলিল্লাহ আগামীকাল পবিত্র শবে মেরাজ 💜❤️Aʟʜᴀᴍᴅᴜʟɪʟʟᴀʜ
26/01/2025

আলহামদুলিল্লাহ আগামীকাল পবিত্র শবে মেরাজ 💜❤️Aʟʜᴀᴍᴅᴜʟɪʟʟᴀʜ

𝙉𝙖𝙧𝙪𝙩𝙤 𝙬𝙖𝙨 𝙖𝙡𝙬𝙖𝙮𝙨 𝙝𝙖𝙥𝙥𝙮 𝙬𝙝𝙚𝙣 𝙝𝙚 𝙬𝙖𝙨 𝙬𝙞𝙩𝙝 𝙅𝙞𝙧𝙖𝙞𝙮𝙖  💛Redwan Islam Official
16/01/2025

𝙉𝙖𝙧𝙪𝙩𝙤 𝙬𝙖𝙨 𝙖𝙡𝙬𝙖𝙮𝙨 𝙝𝙖𝙥𝙥𝙮 𝙬𝙝𝙚𝙣 𝙝𝙚 𝙬𝙖𝙨 𝙬𝙞𝙩𝙝 𝙅𝙞𝙧𝙖𝙞𝙮𝙖 💛Redwan Islam Official

..🥀রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলই না স্কুল কি? .🥀আজ মানুষ তাঁদেরকে নিয...
16/01/2025

..🥀রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলই না স্কুল কি?
.🥀আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে। আন্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি।আবার ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”। স্টিভ জব শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।

🥀ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোন গাড়ি তাঁকে নিতেন না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।

🥀বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়া লেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোন দিন সাহস পান নি।

🥀সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মুংগেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুল্কারের উচ্চতা তো সবার জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।

🥀স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
সুতরাং কোন কিছুই আপনার উন্নতির পিছনে বাঁধা হতে পারে না। যদি কোন কিছু বাঁধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন সাফল্য ধরা দিবেই । উপরের লিখাগুলো একজন মানুষের জীবনে উন্নতির জন্য শিক্ষণীয়। আসুন কাউকে ছোট করে না দেখে তার মধ্যে লুকিয়ে থাকা গুনকে মুল্যায়ন করি
Redwan

6G Internet On China 🧐
07/01/2025

6G Internet On China 🧐

বাইক টা দিছে শ্বশুরমশাই     আব্বা দিছে তেলতাই তো আমার গতির সাথে   জেট বিমান ও ফেল।দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়গেলে ...
02/01/2025

বাইক টা দিছে শ্বশুরমশাই
আব্বা দিছে তেল
তাই তো আমার গতির সাথে
জেট বিমান ও ফেল।

দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার কিসের ভয়
গেলে যাবে বাপ-শ্বশুরের
আমার কিছু নয়।

চলরে আমার মোটরগাড়ি
জোরছে মারো টান,
কে কি বলে শুনব না আজ
ধরছি চেপে কান।

আহা হা হা কি মনোরম
গাঁয়ের বাঁকা রাস্তা,
ছয়শো কিলো ঘুরে এসে
করব রে আজ নাস্তা।

এমন গতি তুলবরে আজ
আমার গতি দেখে,
থমকে যাবে পথের পথিক
পন্থ চলা রেখে।

গতির চোটে কাঁপছে মানুষ
উড়ছে পথের ধুলো,
লাফিয়ে উঠছে পথের ধারের
বান্ধা ছাগল গুলো।

গতি আর ও বাড়িয়ে দিলাম
পথটা পেয়ে সরু
হঠাৎ দেখি সামনে আমার
বিশাল বড় গরু।

ধাক্কা লেগে হুন্ডা আমার
পড়ল গিয়ে খাদে
আমার তখন হুঁশ ছিল না
ফিরছে দুদিন বাদে।

দু দিন বাদে জ্ঞান ফিরলে
চেয়ে দেখি ভাই
আমার যে দুই পা ছিল তার
একটা সাথে নাই।

সকল কিছু শোনার পরে
চমকে গেলো গা
বাইকটা না কি ঠিকই আছে
আমার গেছে পা।

আমার শখের বাইকে এখন
অন্য মানুষ চড়ে
পা হারিয়ে কাদি আমি
বন্দি হয়ে ঘরে।

ঘরে বসে ভাবি যদি
পা টা পেতাম ফিরে
তিড়িং বিড়িং ছেড়ে আমি
বাইক চালাতাম ধীরে।

মনরে বলি মন যদি তুই
বুঝতি দু দিন আগে
তবে কি তোর পা হারিয়ে
পঙ্গু হওয়া লাগে!

গতির ক্ষতি
ফেরদৌস আহমেদ

সংগৃহীত

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Redwan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share