Redwan Islam

Redwan Islam ᴬˢˢᵃˡᵃᵐᵘᵃˡᵃᶤᵏᵘᵐ ᴱᵛᵉʳʸᵒᶰᵉ
ᴵ ᴬᵐ ᴹᵈ ᴿᵉᵈʷᵃᶰ ᴵˢˡᵃᵐ
(1)

Thanks For 1.8k Followers 🥰
14/08/2025

Thanks For 1.8k Followers 🥰

ইসলামিক ছোট গল্প: (দানের মর্যাদা)এক গ্রামে আব্দুল্লাহ নামে এক দরিদ্র কৃষক বাস করত। তার জীবন ছিল কঠিন, তবুও সে প্রতিদিন প...
13/08/2025

ইসলামিক ছোট গল্প:
(দানের মর্যাদা)
এক গ্রামে আব্দুল্লাহ নামে এক দরিদ্র কৃষক বাস করত। তার জীবন ছিল কঠিন, তবুও সে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত এবং আল্লাহর উপর ভরসা রাখত। একদিন গ্রামে এক দরিদ্র বিধবা মহিলা এসে আব্দুল্লাহর কাছে সাহায্য চাইলেন। তিনি বললেন, "আমার ঘরে এক দানাও খাবার নেই, আমার বাচ্চারা না খেয়ে কাঁদছে।"
আব্দুল্লাহর নিজের ঘরেও খাবার ছিল মাত্র এক মুঠো চাল। সেটা দিয়ে সে তার পরিবারের জন্য রাতের খাবার রান্না করতে চেয়েছিল। কিন্তু সে মহিলার কান্না দেখে তার মন গলল। সে ভাবল, "আল্লাহ বলেছেন, যে দান করে, আল্লাহ তার জন্য বহুগুণ বাড়িয়ে দেন।" সে দ্বিধা না করে সেই মুঠো চাল মহিলার হাতে তুলে দিল এবং বলল, "এটা নিয়ে যাও, আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন।"
সেদিন রাতে আব্দুল্লাহর পরিবার না খেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু পরদিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের এক ধনী ব্যবসায়ী আব্দুল্লাহর বাড়িতে এসে এক বস্তা চাল, তেল, আর কিছু টাকা দিয়ে গেল। সে বলল, "কাল রাতে আমি স্বপ্নে দেখলাম, একজন ফেরেশতা আমাকে বললেন, আব্দুল্লাহর বাড়িতে খাবার পৌঁছে দিতে। আমি জানি না কেন, কিন্তু আমি এটা করতে বাধ্য হলাম।"
আব্দুল্লাহ চোখে পানি নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। সে বুঝল, তার ছোট্ট দান আল্লাহর কাছে কত বড় হয়ে ফিরে এসেছে।
শিক্ষা: আল্লাহর পথে দান করলে তিনি তার চেয়ে বেশি ফিরিয়ে দেন। সুরা বাকারায় আল্লাহ বলেন, "যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মে, প্রতিটি শীষে একশ দানা থাকে।" (সুরা বাকারা: ২৬১)

প্রতিনিয়ত এমন সব ইসলামিক গল্প পেতে পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন
👇👇👇👇👇👇👇
https://www.facebook.com/profile.php?id=61565507485926

13/08/2025

দুধের সততাঃ

একবার মদিনার রাত্রি গভীর হয়ে এল। খলিফা হযরত উমর (রা.) তাঁর অভ্যাসমতো শহরের অলিগলি ঘুরে দেখছিলেন। তিনি জানতে চাইতেন, তাঁর শাসনাধীন মানুষের অবস্থা কেমন। একটি ছোট্ট বাড়ির কাছে এসে তিনি থামলেন। বাড়ির ভেতর থেকে একজন মা ও তার মেয়ের কথোপকথন ভেসে আসছিল।
মা বলছিলেন, “মেয়ে, দুধে একটু পানি মিশিয়ে দে। এতে আমরা বেশি দুধ বিক্রি করতে পারবো।” মেয়েটি জবাব দিল, “মা, খলিফা উমর তো পানি মেশানো নিষেধ করেছেন। এটা ঠিক হবে না।” মা হেসে বললেন, “রাতের এই সময় কে দেখছে? উমর তো জানবে না।” মেয়েটি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, “উমর না দেখলেও আল্লাহ তো দেখছেন। আমরা কীভাবে তাঁর সামনে মিথ্যা কাজ করবো?”
হযরত উমর (রা.) এই কথা শুনে মুগ্ধ হলেন। মেয়েটির সততা ও আল্লাহভীতি তাঁর হৃদয় ছুঁয়ে গেল। তিনি নিজের মনে বললেন, “এমন সৎ মেয়ে আমার ছেলের জন্য উপযুক্ত।” পরদিন তিনি খোঁজ নিয়ে জানলেন, মেয়েটির নাম উম্মে কুলসুম। তিনি তাঁর ছেলে আসিমের সাথে উম্মে কুলসুমের বিয়ের প্রস্তাব দিলেন। এই বিয়ে থেকে জন্ম নিল একটি পুত্র, যিনি পরবর্তীতে উমর ইবনে আবদুল আযীয নামে বিখ্যাত হলেন, একজন ন্যায়পরায়ণ খলিফা।
শিক্ষা
এই গল্প আমাদের শেখায় যে, সততা ও আল্লাহভীতি জীবনে সাফল্য এনে দেয়। মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন, এবং তাঁর ভয়ে সঠিক পথে থাকা আমাদের কর্তব্য।

প্রতিনিয়ত এমন সব ইসলামিক গল্প পেতে পেইজটাকে ফলো দিয়ে পাশেই থাকুন

13/08/2025

হযরত ইউসুফ (আ.)-এর গল্প: ধৈর্য, বিশ্বাস এবং ক্ষমার জয়
শুরুর কথা: স্বপ্ন ও ভাইদের ঈর্ষা
হযরত ইউসুফ (আ.) ছিলেন হযরত ইয়াকুব (আ.)-এর পুত্র। তিনি ছিলেন অত্যন্ত সুন্দর, বুদ্ধিমান এবং নেককার। অল্প বয়সে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখেন, যেখানে তিনি দেখেন যে, এগারোটি তারা, সূর্য এবং চাঁদ তাঁকে সিজদা করছে। তিনি এই স্বপ্ন তাঁর পিতা হযরত ইয়াকুব (আ.)-এর কাছে বর্ণনা করেন। ইয়াকুব (আ.) বুঝতে পারেন যে, এটি একটি ঐশী সংকেত এবং ইউসুফ (আ.)-এর ভবিষ্যৎ মহান হবে। তিনি ইউসুফ (আ.)-কে পরামর্শ দেন এই স্বপ্ন তাঁর ভাইদের কাছে না বলতে, কারণ তাঁর ভাইরা ইউসুফ (আ.)-এর প্রতি ঈর্ষান্বিত ছিল। ইউসুফ (আ.) ছিলেন তাঁর পিতার প্রিয় পুত্র, এবং এই ভালোবাসা তাঁর ভাইদের মনে ঈর্ষার সৃষ্টি করেছিল।
ভাইদের ষড়যন্ত্র ও কূপে নিক্ষেপ
ইউসুফ (আ.)-এর ভাইরা তাঁর প্রতি ঈর্ষার কারণে একটি ভয়ানক পরিকল্পনা করে। তারা ইউসুফ (আ.)-কে দূরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তাঁকে একটি গভীর কূপে ফেলে দেয় এবং তাঁর পিতার কাছে মিথ্যা বলে যে, ইউসুফ (আ.)-কে নেকড়ে খেয়ে ফেলেছে। তারা ইউসুফ (আ.)-এর জামায় রক্ত লাগিয়ে তাঁর পিতার কাছে প্রমাণ হিসেবে উপস্থাপন করে। হযরত ইয়াকুব (আ.) এই খবরে গভীরভাবে শোকাহত হন, কিন্তু তিনি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখেন।
ইউসুফ (আ.) কূপের অন্ধকারে একা থাকেন। তিনি ভয় পান, কিন্তু তাঁর হৃদয়ে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস ছিল। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং ধৈর্য ধরেন। আল্লাহ তাঁর প্রার্থনা কবুল করেন। একটি কাফেলা কূপের কাছে পানি নিতে এসে ইউসুফ (আ.)-কে উদ্ধার করে। কিন্তু তারা তাঁকে দাস হিসেবে মিশরে বিক্রি করে দেয়।
মিশরে দাসত্ব ও পরীক্ষা
মিশরে ইউসুফ (আ.)-কে একজন প্রভাবশালী ব্যক্তি, আযীযে মিসর, কিনে নেন। তিনি ইউসুফ (আ.)-এর বুদ্ধিমত্তা ও সততা দেখে তাঁকে নিজের ঘরের দায়িত্ব দেন। ইউসুফ (আ.) তাঁর কাজে এতটাই দক্ষতা দেখান যে, আযীয তাঁকে পরিবারের একজন সদস্যের মতো বিবেচনা করতে শুরু করেন।
কিন্তু এখানেও ইউসুফ (আ.)-এর জন্য পরীক্ষা আসে। আযীযের স্ত্রী, যিনি যুলাইখা নামে পরিচিত, ইউসুফ (আ.)-এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাঁকে পাপের পথে ডাকেন। ইউসুফ (আ.) তাঁর ঈমান ও তাকওয়ার কারণে এই প্রলোভন প্রত্যাখ্যান করেন এবং বলেন, “আমি আমার প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করি।” (সূরা ইউসুফ, আয়াত ২৩)। এই প্রত্যাখ্যানের ফলে যুলাইখা ক্রুদ্ধ হন

07/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Habibur Manik, Forkan Sikdar, Mir Bahar Jahirul Islam, Md Tuhin, Md Roni, Md. Mohibulla, Atik Shikh, Marjiya Tabassum, মেঘ বালিকা

26/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Bably Akter, Hm Rakib Hossin, Itz Hasan

দৃশ্যটা এমন হলেও পারতো 😥😰
22/07/2025

দৃশ্যটা এমন হলেও পারতো 😥😰

"  #সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ", "  #হোমওয়ার্ক নিয়ে আর কোনো  #বায়না থাকবেনা", "মিসের কাছে ছ...
22/07/2025

" #সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ",

" #হোমওয়ার্ক নিয়ে আর কোনো #বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন #বক্স নিয়ে",

" #বাবা আর #অফিস যাবার পথে শত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না", " #মা যত্ন করে আর #টিফিন গুছিয়ে দিয়ে কপালে #চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"

" কখন #স্কুল শেষে #বাড়ি ফিরবে!, আর সেই #উৎসুক মনে কোনো #অপেক্ষা থাকবে না"

" #স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার #বায়না ধরবে না"
সকল #আদর, আবদারের আজ অবসান ঘটেছে
" আহা কতগুলো ঘর আজ #নিশ্বব্দ ও #নিস্তব্ধ হয়ে গেলো জানিনা",,,,

২১.০৭.২৫( #উত্তরা #মাইলস্টোন #স্কুল এন্ড #কলেজে #বিমান #দূর্ঘটনা)

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Redwan Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share