Adda BaZz 999

Adda BaZz 999 A+

29/04/2025

এক রাজা একটি কুকুরকে সঙ্গে নিয়ে নৌকায় ভ্রমণ করেছিলেন। সেই নৌকায় অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন দার্শনিকও ছিলেন। কুকুরটা খালি অস্থির হচ্ছিল এবং লাফালাফি করছিল।

নৌকার মাঝি মন খারাপ করে ভাবছিল যে, এমন চলতে থাকলে নৌকা যাত্রীদের নিয়ে ডুবে যাবে।
কিন্তু কুকুর তার স্বভাবজাত প্রকৃতির কারণে কিছুতেই থামছিল না।

এইরকম পরিস্থিতি দেখে, রাজাও রাগ করছিলেন কিন্তু কুকুরকে শান্ত করার জন্য কোনও উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না।

নৌকাতে বসে দার্শনিক আর থাকতে পারলেন না।
তিনি রাজাকে কাছে গিয়ে বললেন, "রাজা মাসাই, যদি আপনি অনুমতি দেন, আমি এই কুকুরটিকে একটি বিড়াল করে দিতে পারি।"

রাজা অনুমতি দিয়ে দিলেন।

দার্শনিক দুই জন যাত্রীর সাহায্য নিয়ে সেই কুকুরটিকে নদীতে ফেলে দিলেন। কুকুরটি হাঁসফাঁস করতে করতে ভাসমান নৌকা ধরার চেষ্টা করতে লাগলো।

সে এখন তার জীবনের মূল্য অনুভব করছিল।

কিছুক্ষণ পর, দার্শনিক তাকে নৌকায় টেনে তুলে নিলেন। তারপর কুকুরটি গোপনে একটি কোণায় গিয়ে চুপ করে বসে রইল।

নৌকার অন্যান্য যাত্রীদের মত রাজাও সেই কুকুরের আচরণ দেখে প্রচন্ড অবাক হলেন।

এবং রাজা দার্শনিককে জিজ্ঞেস করলেন: *"এটি কেন এখন একটি পোষা ছাগলের মত বসে আছে?*"

দার্শনিক বললেন, যতক্ষণ পর্যন্ত কেউ নিজে সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি হয় না।

এই কুকুর যখন জলের ক্ষমতা ও নৌকার উপযোগিতা এবং নিজের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারলো তখনই চুপ করে বসে গেল।

শিক্ষনীয় : আমরা মানুষেরাই ঠিক একরকম। নিজেদের অহংকার ও দাম্ভিকতায় আমরা অন্যদের জীবন অতিষ্ট করি। যখন নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি, তখনই আমরা চুপসে যাই! তার আগে নয়!🖤

28/03/2025

বেকুটিয়া ফেরিঘাট!

Oyyy kiree kireee, হালি হালি 🖤
26/03/2025

Oyyy kiree kireee, হালি হালি 🖤

25/03/2025

মহান মুক্তিযুদ্ধে প্রতিরোধের প্রথম বুলেট ছুড়েছিল পুলিশ। প্রথম শহিদ-ও ছিল পুলিশ।
সে যে এক ঘুমন্ত ইতিহাস। যা এই জেনারেশনের মেধাবীরা জানে না।
সারা বাংলাদেশের থানার অস্ত্রের বড় অংশই মুক্তিযুদ্ধের জন্য ব্যবহৃত হয়েছিল। অথচ, মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের তালিকায় আপনি কোন পুলিশ সদস্যকে পাবেন না।
পুলিশের অবদানকে স্বীকার না করার ঐতিহ্য আমাদের অনেক দিনের। সারাদিন আপনারা পুলিশের এত সমালোচনা করেন, কেউ বলতে পারেন, কেন ৭১ এ পাকিস্তানি আর্মির প্রথম টার্গেট ছিল রাজারবাগ পুলিশ লাইন্স? বাঙালি এত দিনে না জানলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ঠিকই জানতো, যদি তাদের নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে, সেটি হবে পুলিশ। করেছিল তাই। কেউ স্বীকার করুন আর না-ই করুন, স্বীকৃতি দিন, বা না দিন, একজন পুলিশ সদস্য হিসেবে আমি গর্বিত। মহান স্বাধীনতা দিবসে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল বীর যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।🖤

24/03/2025

অনেকর প্রিয় ক্রিকেট!🖤

23/03/2025

এটাই বাস্তব!
প্রকাশ করা মানেই হারিয়ে ফেলা।
Journey

আপনি যদি এই পোস্টটি দেখে থাকেন, তাহলে আপনি আমাদের এই পেইজের একজন সম্মানিত এক্টিভ মেম্বার। জানতে পারি আপনি কোথায় থেকে যুক...
23/03/2025

আপনি যদি এই পোস্টটি দেখে থাকেন,
তাহলে আপনি আমাদের এই পেইজের একজন সম্মানিত এক্টিভ মেম্বার। জানতে পারি আপনি কোথায় থেকে যুক্ত আছেন আমাদের সাথে!💗

22/03/2025

#অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ।
🖤

21/03/2025

#ট্রলার ভ্রমনে হটাৎ ঝড়ের মধ্যে!🖤

20/03/2025

#সবসময় সাবধানে মোটরসাইকেল চালাবেন! নিজে সেইভ থাকবেন ও পরিবারকে ভাল রাখবেন! 🖤

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adda BaZz 999 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share