Barishal Somoy TV 001

Barishal Somoy TV 001 সকলের প্রতি সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাই ভালোবাসা দিয়ে গেলে, ভালোবাসা পাই। WhatsApp number +8801915461521
(1)

বরিশাল জেলা বিএনপি'র বিবৃতির বিষয়ে জনাব আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ'র বক্তব্য ।মিথ্যা রটিয়ে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্ট...
03/10/2025

বরিশাল জেলা বিএনপি'র বিবৃতির বিষয়ে জনাব আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ'র বক্তব্য ।

মিথ্যা রটিয়ে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টিকারীদের দলীয় শিষ্টাচার মেনে কাজ করা উচিত।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) বরিশাল জেলা দক্ষিণ বিএনপি'র আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি বিবৃতি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা কিছুটা হলেও জণমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয়। এ-বিষয়ে আমার (আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ) বক্তব্য হচ্ছে নিন্মরুপ-

১. বিবৃতির ভাষা ও বক্তব্য শুধুমাত্র আমার রাজনৈতিক সততা, নিষ্ঠা ও জনপ্রিয়তাকে কলুষিত করার জন্যই বলে মনে হয়েছে। এটা অসত্য ও রাজনৈতিক শিস্টাচার বহির্ভুত বিবৃতি।

২. স্বৈরাচার এরশাদের জাতীয় পার্টি আমি কোনদিন করিনি। আমি যেই জাতীয় পার্টির মহাসচিব থেকে বিএনপিতে যোগদান করেছি সেই জাতীয় পার্টি বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোটভুক্ত ছিল।
আমি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে আমার ত্যাগ ও ভুমিকাকে বিবেচনা করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বিএনপিতে গ্রহণ করেছিলেন।

৩.হাসিনার ১৭ বছরের ফ্যাসিস্ট শাসন আমলের পুরো সময়টাই আমি ঢাকা ও বরিশালের প্রায় প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। ঢাকায় একাধিকবার জেলেও গিয়েছি।

৪. জনমত ২৪' নামক একটি অনলাইন সংবাদমাধ্যমে বরিশাল জেলা বিএনপি যেই সাক্ষাৎকারের বিষয়ে আপত্তি জানিয়ে নেতিবাচক বিবৃতি দিয়েছে সেই সাক্ষাৎকারের কোথাও জেলা, মহানগর বা উপজেলা বিএনপির কথা উল্লেখ নেই। এছাড়া আমি নিজেকে একমাত্র আন্দোলনকারী হিসেবে কোথাও দাবি করিনি। কারণ সকল নেতাকর্মী এই আন্দোলনে বলিষ্ঠ ভুমিকা পালন করেছেন।
অথচ উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এই অসত্য বাক্যগুলো উপস্থাপন করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।

৫. ঐ সাক্ষাৎকারে একটি যায়গায় যে বক্তব্য রয়েছে তা উপস্থাপনের মধ্যে অসাবধানতাবশত ভাষাগত একটু ভুল ছিল। সেখানে আমি বুঝাতে চেয়েছি- যেসব নেতাকর্মীরা দুঃসময়ে সহায়তা পায়নি বা তার পরিবার সহায়তা পায়নি আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এখানে কারও ভুমিকা ছোট করা বা কারও ভুমিকা বেশি দেখানোর উদ্দেশ্য ছিল না। তবে ২৮ অক্টোবরের পরে বরিশালে আন্দোলনের সংকটকালীন সময়ে যারা গ্রেপ্তার হয়েছেন বা আহত হয়েছেন তাদেরকে আমি সাধ্যমত সহায়তার চেষ্টা করেছি। এই কথাগুলো তাদের অস্বীকার করার কোন সুযোগ নেই। তারা সকলেই দলের নেতাকর্মী ছিল।

৬. ৭ই জানুয়ারির পুর্বের যে ছবিটি বারবার আপলোডের কথা বলা হয়েছে সেটা আমার ফেসবুক আইডি থেকে আমি আপলোড করিনা৷ নেতাকর্মীরা সেটা আপলোড করে। কিন্ত সেটাকি কোন অন্যায় কাজ কিনা? বরিশাল জেলা বিএনপি'র আহবায়ক ও সদস্য সচিবের আমি প্রশ্ন রাখছি।

যেহেতু এই বিবৃতি অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত সেহেতু এই ধরণের বিবৃতিতে দলীয় নেতা কর্মীদের মাঝে বিভ্রান্তি ও বিভক্তি সৃষ্টি করতে পারে। তাই ঐ বিবৃতি বরিশাল জেলা বিএনপি'র আহবায়ক ও সদস্য সচিবকে প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ, দলের মধ্যে বিভ্রান্তি ও বিভক্তিমুলক রাজনীতি আমি বিশ্বাস করিনা।
তবে অসাবধানতাবশত বাক্য চয়নের ক্ষেত্রে যদি কোন নেতাকর্মী কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

02/08/2025

অল্প বয়সী ছেলেদের বাইক চালানোর গতিবিধি দৃষ্টি আকর্ষণ করুন।

আম্মা দুইজন পার্কে ঘুরতে আসছে।
18/05/2025

আম্মা দুইজন পার্কে ঘুরতে আসছে।

দেখুন ভাই বন্ধুরা জায়গাটা কত সুন্দর লাগছে, আমার নিজের দেখেও মন ভরে গেল।
05/05/2025

দেখুন ভাই বন্ধুরা জায়গাটা কত সুন্দর লাগছে, আমার নিজের দেখেও মন ভরে গেল।

সবুজ মাঠের ওই প্রান্তে নদীর ছোঁয়া টা দেখা যায় দেখুন।
03/05/2025

সবুজ মাঠের ওই প্রান্তে নদীর ছোঁয়া টা দেখা যায় দেখুন।

সকলকে মনে রেখে, পাশে রেখে, সামনের দিকে এগিয়ে যেতে হবে।
02/05/2025

সকলকে মনে রেখে, পাশে রেখে, সামনের দিকে এগিয়ে যেতে হবে।

পুরুষ মানুষ হচ্ছে একটা মেশিন, যতক্ষণ চলবে ততক্ষণ ভালো।
29/04/2025

পুরুষ মানুষ হচ্ছে একটা মেশিন, যতক্ষণ চলবে ততক্ষণ ভালো।

মেঘ দেখে তুই করিস না ভয়, আরালে তাঁর সূর্য হাসে।
28/04/2025

মেঘ দেখে তুই করিস না ভয়, আরালে তাঁর সূর্য হাসে।

পিছনের স্মৃতিগুলো, আমরা একেকজন একেক রকমের দেখে থাকি।
27/04/2025

পিছনের স্মৃতিগুলো, আমরা একেকজন একেক রকমের দেখে থাকি।

এটা আরো চমৎকার, এখানে ঘাসের চাষ করা হয়েছে সেগুলো গবাদি পশু খাবে।
26/04/2025

এটা আরো চমৎকার, এখানে ঘাসের চাষ করা হয়েছে সেগুলো গবাদি পশু খাবে।

অনেকদিন আগের স্মৃতি গুলো ধরে রেখেছিলাম।
25/04/2025

অনেকদিন আগের স্মৃতি গুলো ধরে রেখেছিলাম।

দেখলে মনে হবে সবগুলো ছবি একটা, কিন্তু একই জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে ছবিগুলো।
24/04/2025

দেখলে মনে হবে সবগুলো ছবি একটা, কিন্তু একই জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে ছবিগুলো।

Address

Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barishal Somoy TV 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share