05/08/2025
৩৬ জুলাই: জাগরণের জয়ধ্বনি
✍️ ইয়াকুব হোসাইন আল রুমি
(৫ আগস্ট ২০২৪ - এক ইতিহাস ভাঙার দিন)
পালাইছে রে, পালাইছে —
শেখ হাসিনা পালাইছে!
শ্লোগানে শ্লোগানে কাঁপে উঠেছিল পথ,
এখানে ছিল না ভয়, ছিল প্রতিজ্ঞার শপথ।
দখলদারী গদির শেষে,
ঘাম ও রক্তে লেখা এক সিদ্ধান্ত,
গণমানুষের ক্রোধে —
ভাঙল লৌহদৃঢ় শাসনের প্রাসাদ!
তুমি কি? আমি কি? — রাজাকার! রাজাকার!
আকাশে-বাতাসে গর্জে উঠেছিল সেই সুর,
স্বৈরাচার আর শোষণের প্রতিচ্ছবি
জেগে উঠেছিল গ্লানির উল্টো ছুর!
কে বলেছে, কে বলেছে — স্বৈরাচার! স্বৈরাচার!
এটা শুধু শ্লোগান নয়, ছিল বজ্রঘোষ,
সেই আওয়াজে কেঁপে উঠেছিল প্রাচীন দেয়াল,
ভেঙে গিয়েছিল বন্দিশালার মোচ।
হাজার কণ্ঠে এক আওয়াজ,
পথে পথে ছিল একটাই গান:
“এই দেশ রবের দেওয়া,
খলিফারা জেগেছে এবার হক্বের জন্য জান!''