
23/07/2025
"আমি জানতাম, তুমি আসবে..." 💔🥺
মাইলস্টোনের মর্মান্তিক দুর্ঘ'টনার পর, ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।
ফায়ার ব্রিগেডের একজন অফিসার বাধা দিয়ে বললেন, "থামো! যেওনা, কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা* রা যাবে"।
কিন্তু সে থামেনি।
ধ্বংসস্তূপ পেরিয়ে সে পৌঁছে গেল বন্ধুর কাছে এবং একা একা ফিরিয়ে আনল তার বন্ধুকে।
মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের সেই অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। কারণ আমি যখন ওর কাছে পৌঁছাই, তখনও আমার বন্ধু বেঁচে ছিল। আমাকে দেখে হালকা হাসল আর শেষবারের মতো বলল—'আমি জানতাম, তুমি আসবে!' 💔😢
বন্ধুত্ব মানে ঠিক এইরকম নিঃস্বার্থ ভালোবাসা,
যেখানে জীবনের শেষ নিঃশ্বাসেও আশা থাকে—
"আমার বন্ধু আসবে..." 🥺💙
#বন্ধুত্ব