
03/07/2025
আমার আপনার শেষ সম্বল এগুলোই । আর দেখেন আমাদের এই মিথ্যা দুনিয়ার প্রাচুর্য নিয়ে আমাদের কি দেমাগ, কি অহংকার 🙂 হায়রে বোকা মানুষ। এই মিথ্যা দুনিয়ার জালে তুমি পেচিয়ে গেছো।তুমি তোমার ক্ষমতা দিয়ে নিরীহ মানুষের উপর অত্যাচার করছো, তাদের উপর বল প্রয়োগ করছ। একটা বার কি ভাবতে পারো না যেই নিরীহ মানুষের উপর তুমি অত্যাচার করছো ধরপাকর করছো। মৃত্যুর সময় সে যা নিয়ে যাচ্ছে। তুমি ধনী তুমি ক্ষমতাবান তুমি ও তাই নিয়ে যাইতেছো। তো কিসের অহংকার করছো। আল্লাহ কে ভয় করো।
ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
লেখা: NHL Nirjon Naim✍️
পোস্ট শেয়ার করার আহ্বান জানাচ্ছি।