Bâttlë wîth $ëlf

Bâttlë wîth $ëlf Yes, I'm (Black Bird)
🦅🦅🦅
Attitude is my personality
🎸🎸🎸
My life my rule

Royal Entry 7- 12

সারাদিন শুয়ে-বসে থাকতে থাকতে শরীরে জং ধরে গিয়েছে। তাই ভাবলাম দুজনে মিলে নদীর পারে ঘুরে আসি। আজ ৬ মাস হল ওর সাথে আছি কোথা...
01/10/2024

সারাদিন শুয়ে-বসে থাকতে থাকতে শরীরে জং ধরে গিয়েছে। তাই ভাবলাম দুজনে মিলে নদীর পারে ঘুরে আসি। আজ ৬ মাস হল ওর সাথে আছি কোথাও ঘুরতে নিয়ে যাইনি, তাই সানন্দেই ব্লক পারে গেলাম। পাটার উপরে ওর কোলে বসে দুইটা ছবি তুলতেই চারপাশের মানুষ জন পাগলের মত হাসতে লাগলো। বেশি কিছু তো না, শুধু ওর কোলে মাথা রেখে ছবিই তুলেছি। এতে আমার একটু মন খারাপ হলো। তাতে কি আমার পছন্দের জিনিস তাও পারিবারিক পছন্দ ও জড়িত তাই ওর সাথে সারা বিকেল ব্লকপারে হাটাহাটি করলাম। ও ওর পছন্দ মত খাবার খেলো। খাওয়াদাওয়া করে বাড়ি ফিরে এলাম।🖤😒

11/09/2024

পারিবারিক বিয়ে -ইলেকশন 🙂
প্রেমের বিয়ে – সিলেকশন 🤭🤭
আর পালিয়ে বিয়ে হলো- স্বতন্ত্র🫣
দুই জনের অমতে বিয়ে হলে – স্বৈরতন্ত্র😤
প্রেম করে পরে পারিবারিক ভাবে বিয়ে করা হলে – দলীয় মনোনয়ন💗💗
নিজের পছন্দের বিয়েতে পরিবারের বাধার সম্মুখীন হলে – বিরোধী দলের ষড়যন্ত্র🤔🤔
বিয়ে না করা – একনায়কতন্ত্র😏😏😏
নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হলো – গণতন্ত্র🤗🤗
কাজিনের সাথে বিয়ে হলে – রাজতন্ত্র😴
তাবিজ করে বিয়ে করলে – তন্ত্রমন্ত্র ☠️☠️
বিঃদ্রঃ এখন বলেন আপনি কোনটা কোনটা করবেন,,,?🤔

06/09/2024

বাঙালি চেনার ২০ টি সাধারণ পদ্ধতিঃ-

০১. চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে।
০২. বেডের তলায় সারিসারি পুরনো পেপার ঢুকিয়ে রাখবে।
০৩. টয়লেটের ফ্লোরে পেশাব করে দেবে।
০৪. স্ত্রী ঘুমাবে দেয়ালের দিকটায় ঘেঁষে।
০৫. ঝাড়ু থাকবে দরজার পেছনে।
০৬. একজন ধনী হয়ে উঠলে, অন্যরা বলবে- নিশ্চয়ই সুদ/ঘুস/চুরির টাকা।
০৭. কেউ বুড়ো হতেই, অন্যরা অবাক হবে─ এখনো বাঁইচা আছে!
০৮. গোসল করলে, একে-একে জিজ্ঞেস করতে থাকবে─ কোথাও যাচ্ছ নাকি?
০৯. অতিথিদের জন্য থালাবাটি, কাপ, চামচ আলাদা করে তুলে রাখবে।
১০. মাংসের টুকরা গুনে রাখবে।
১১. এদের স্বাভাবিক মৃত্যু নেই, সব মৃত্যুতেই কারণ খুঁজবে, কারণ না-পেলে সমস্বরে বলবে─ সব আল্লার ইচ্ছা।
১২. এটিএম থেকে টাকা তুলে আবারও গুনবে, কারও উপরেই বিশ্বাস নেই।
১৩. কেউ সুন্দর মেয়ে বিয়ে করলেই, অন্যরা কানাঘুষা করবে─ চইদ্দ লম্বর মাইয়া। বাঙালি আজন্ম পরশ্রীকাতর।
১৪. মাছ, মাংসের বিশেষ কিছু অংশ স্বামীর জন্য আলাদা করে রাখবে, যেমন─ মাছের মাথা, মুরগির রান।
১৫. কাদায় হাঁটার সময় জুতো খুলে হাতে ঝোলাবে, তারপরও এঁকেবেঁকে চলবে যেন জুতোয় কাদা না-লাগে।
১৬. ঈদে,পূজায় নতুন কাপড় কিনবে, তারপর সারাবছর আফসোস করবে─ টাকাপয়সা নাই।
১৭. মাইক্রোফোন হাতে পেলে পয়লা একটা বিকট ফুঁ দিয়ে দেবে, তারপর আঙুল দিয়ে ঠুস করে একটা টোকা মারবে, ঠিক আছে কিনা পরীক্ষা-নিরীক্ষা। যদিও, যার হাত থেকে মাইক্রোফোনটি পেয়েছে, সে এতোক্ষণ ঠিকই কথা বলছিল ওটা দিয়ে।
১৮. অতিথি আসার সম্ভাবনা থাকলে পুরো ঘরবাড়ি, উঠান, এমনকি ছাদও, ঝাড়ু দিয়ে দিবে।
১৯. ওয়ান-ওয়ে রাস্তা পার হওয়ার সময়ও ডানে আর বামে চোখ ঘুরিয়েফিরিয়ে তাকাবে।
২০. পান করা শেষে খালি বোতলটি সযত্নে রেখে দিবে, ভবিষ্যতে ব্যবহারের জন্য।

*বোনাস: √বাসের মধ্যে কোনো বিদেশীর পাশে বসতে পারলে, না-নামা পর্যন্ত গর্বে বুকটা ঢোলের মতো ফুলিয়ে রাখবে।
√ আইসক্রিম খাওয়ার পরে সেই বক্সে রসুন ও মরিচ বাটা রাখবে
√কাপড় ধোয়ার পরে কাপড় চিপে সেই পানি পায়ে দিবে
√ বিমানে আসা যাওয়ার সময় বিমান বালারা যে কম্বল বালিশ দেয় এগুলো ব্যাগে ভরে নেয় -- অ-নে-ক টাকা দিয়ে টিকিট কেনা তাই।

সংগৃহীত,
ফলো মাই পেইজ 😻🥰

⚠️আপনার মেয়েকে/বোনকে অবশ্যই শেখাবেন:-💝১. মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে ...
26/08/2024

⚠️আপনার মেয়েকে/বোনকে অবশ্যই শেখাবেন:-💝

১. মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে।
সতর ঢাকার সতর্কতা স্বরুপ এটা করা উচিত।

২. পুরুষ মানুষের সামনে কখনও পায়ের উপর পা তুলে বসবে না, দুই পা'কে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে।

৩. সিঁড়িতে উপরের দিকে উঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে।

৪. লিপ্টে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে, তাহলে তার সাথে ওঠবে না, অপেক্ষা করবে, সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবে।

৫. সবসময় মুচকি হাসার অভ্যাস করবে, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবে না।

৬. তোমার চাচাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে মুসাফাহা করবে না, যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়।

৭. কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে, অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে।

৮. নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথা বার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে। নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে, যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয়।

৯. রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবে।

১০. তারা যেন বেপর্দা না করে এবং বেপর্দা করে যেন বাহির না হয় ! যেমন- চুল খোলা রাখা অতিরিক্ত ফিটিং কাপড় পড়া ইত্যাদি ইত্যাদি।

* মহান আল্লাহ নারীদেরকে এবং আমাদেরকে সংশোধন হবার তাওফিক দান করুন!
আমীন🥀💝

🌟🌟 ভালো লাগলে শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন ধন্যবাদ 😊

💫ফলো দিয়ে পাশে থাকুন,অগ্রীম ধন্যবাদ। 💙💚💜

অনেকে দেখলাম কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি লঞ্চ দিয়ে যেতে চান। এইটা কিভাবে পসিবল ভাই?লঞ্চ নিবেন সেটা যাবে কোন পথে? কোথায় ঘা...
25/08/2024

অনেকে দেখলাম কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি লঞ্চ দিয়ে যেতে চান। এইটা কিভাবে পসিবল ভাই?
লঞ্চ নিবেন সেটা যাবে কোন পথে? কোথায় ঘাট করাবেন?? লঞ্চ চলার মত গভীরতা আছে?? তার চেয়ে বড় কথা, বন্যার পানি নেমে যাবে, তখন লঞ্চ মুভ করাবেন কিভাবে?
দেখা গেলো বন্যার পানি নেমে গেছে, আপনার বাড়ির উঠানে বা ছাদে একটা কীর্তনখোলা-১০ লঞ্চ দাড়ায় আছে।।।

🌸✌️🪷
25/08/2024

🌸✌️🪷

🥀💔😔
25/08/2024

🥀💔😔

এটা বাংলাদেশের পুলিশ না যে গুলি করে মারবে। এটা বাংলাদেশ সেনাবাহিনী তারা সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যৎতেও থাকবে। তারা...
24/08/2024

এটা বাংলাদেশের পুলিশ না যে গুলি করে মারবে। এটা বাংলাদেশ সেনাবাহিনী তারা সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যৎতেও থাকবে। তারা দেশকে দেশের মানুষকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। সাম্প্রতিক বন্যায় তারা উদ্ধার কাজ তৎপরতার সাথে করে যাচ্ছে। ভালোবাসা রইলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য। 👍

গ্রাফিক্স ডিজাইনের কোর্সে ভর্তি হলাম। চতুর্থ দিনের মত আজকেও কিছু আঁকা আঁকি করলাম দোয়া চাই সবার কাছে যেন ভালো ভাবে শিখতে ...
21/08/2024

গ্রাফিক্স ডিজাইনের কোর্সে ভর্তি হলাম। চতুর্থ দিনের মত আজকেও কিছু আঁকা আঁকি করলাম দোয়া চাই সবার কাছে যেন ভালো ভাবে শিখতে পারি। ধন্যবাদ।

গ্রাফিক্স ডিজাইনের কোর্সে ভর্তি হলাম। দ্বিতীয় দিনের মত আজকেও কিছু আঁকা আঁকি করলাম দোয়া চাই সবার কাছে যেন ভালো ভাবে শিখতে...
21/08/2024

গ্রাফিক্স ডিজাইনের কোর্সে ভর্তি হলাম। দ্বিতীয় দিনের মত আজকেও কিছু আঁকা আঁকি করলাম দোয়া চাই সবার কাছে যেন ভালো ভাবে শিখতে পারি। ধন্যবাদ।

15/08/2024

কেউ একজন বলেছিল ছিনিয়ে নেওয়ার চেয়ে নাকি কখনো কখনো ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু সে এটা জানত না যে এটা অন্ধের দেশে আয়না বিক্রি করার যে বিষয়টা।🤏😎

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bâttlë wîth $ëlf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share