Siyam Hasan News Limited

Siyam Hasan News Limited Siyam Hasan News Limited is a media company that publishes news through news portal websites such as Bangla News.

This company produces news, in English and various languages. It produces various types of news, such as educational news, technical news.

Website Design & Developmentএকটি ওয়েবসাইট শুধু কিছু পেজ নয়এটি আপনার ব্র্যান্ডের পরিচয়,আপনার বিশ্বাসযোগ্যতা,আর আপনার ড...
04/01/2026

Website Design & Development

একটি ওয়েবসাইট শুধু কিছু পেজ নয়
এটি আপনার ব্র্যান্ডের পরিচয়,
আপনার বিশ্বাসযোগ্যতা,
আর আপনার ডিজিটাল ভবিষ্যতের ভিত্তি।

ভালো ডিজাইন মানুষের চোখে বিশ্বাস আনে,
আর শক্তিশালী ডেভেলপমেন্ট সেই বিশ্বাসকে রূপ দেয় পারফরম্যান্সে।

আজকের ডিজিটাল যুগে
যারা মানসম্মত, দ্রুত এবং ইউজার-ফ্রেন্ডলি ওয়েবসাইটে বিনিয়োগ করে
তারাই কাল বাজারে নেতৃত্ব দেয়।

স্বপ্ন দেখুন বড়,
ডিজাইন করুন স্মার্ট,
আর ডেভেলপ করুন এমন কিছু
যা আপনার ব্র্যান্ডকে কথা বলাতে বাধ্য করে।

Because your website should work for you, not just exist.






নতুন বছর | নতুন লক্ষ্য | নতুন অঙ্গীকার সময়ের সঙ্গে পরিবর্তন অনিবার্য, আর পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে উন্নতির সম্ভাবনা।...
31/12/2025

নতুন বছর | নতুন লক্ষ্য | নতুন অঙ্গীকার

সময়ের সঙ্গে পরিবর্তন অনিবার্য, আর পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে উন্নতির সম্ভাবনা। আরেকটি বছর পেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি একটি নতুন বছরের দ্বারপ্রান্তে যা আমাদের জন্য নতুন পরিকল্পনা, নতুন দৃষ্টিভঙ্গি এবং আরও দায়িত্বশীলভাবে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দিয়েছে।

আমাদের সংস্থা সবসময় বিশ্বাস করে
পেশাদারিত্ব ও স্বচ্ছতা
দলগত প্রচেষ্টা ও জবাবদিহিতা
মানসম্মত সেবা ও টেকসই উন্নয়ন

নতুন বছরে আমরা অঙ্গীকার করছি
আরও উচ্চমানের কাজ ও নির্ভরযোগ্য সেবা প্রদান
প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও দক্ষতার উন্নয়ন
প্রতিটি চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করা

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সঠিক দৃষ্টিভঙ্গি, ঐক্যবদ্ধ দল এবং স্পষ্ট লক্ষ্যই সাফল্যের মূল ভিত্তি। নতুন বছর হোক আমাদের জন্য আরও শক্তিশালী অবস্থান গড়ে তোলার এবং নতুন উচ্চতায় পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

নতুন বছরে এগিয়ে চলার পথে একসাথে, দায়িত্বশীলভাবে ও আত্মবিশ্বাসের সঙ্গে।

শুভ নববর্ষ
siyam hasan news limited

31/12/2025

নিউজ

রাষ্ট্রপতির নতুন অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, পার্ক ও খেলার মাঠের ১০০ মিটারের মধ্যে ধূমপান বা তামাকজাত দ্রব্য বিক্রি করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা গুনতে হবে। একই অপরাধ বারবার করলে জরিমানার পরিমাণ হবে দ্বিগুণ। জনস্বাস্থ্য রক্ষায় এই কঠোর আইন জারি করেছে সরকার।

গতকাল (মঙ্গলবার) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ,এ অধ্যাদেশ জারি করে।

https://www.siyamhasannewslimited.com/2025/12/------.html?m=1
31/12/2025

https://www.siyamhasannewslimited.com/2025/12/------.html?m=1

রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। সূর্যের আলো না থাকায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। শীত কবে কমবে জানাল আবহা...

শীতের প্রকোপ কবে কমবে? যা জানাল আবহাওয়া অধিদপ্তররাজধানী ঢাকাসহ সারা দেশে শীতের তীব্রতা হঠাৎ করেই বেড়েছে। সূর্যের দেখা না...
31/12/2025

শীতের প্রকোপ কবে কমবে? যা জানাল আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকাসহ সারা দেশে শীতের তীব্রতা হঠাৎ করেই বেড়েছে। সূর্যের দেখা না মেলায় এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম থাকায় শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি হচ্ছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সূর্যের আলো না থাকলে শীতের অনুভূতি আরও বেড়ে যায়। বিশেষ করে কুয়াশা ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকভাবে বাড়তে পারছে না।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা সড়ক, নৌ ও বিমান যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে।

তবে স্বস্তির খবর হলো, আবহাওয়াবিদদের মতে আগামী শুক্রবার (২ জানুয়ারি) থেকে শীতের প্রকোপ ধীরে ধীরে কিছুটা কমতে পারে। কুয়াশার মাত্রা কমলে এবং সূর্যের দেখা মিললে দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।

#শীতেরপ্রকোপ #আবহাওয়া_সংবাদ #বাংলাদেশ #ঢাকা

Study in Europe Without IELTS & Earn Up to €800/Month! Exciting news for Bangladeshi students! You no longer need IELTS ...
31/12/2025

Study in Europe Without IELTS & Earn Up to €800/Month!

Exciting news for Bangladeshi students! You no longer need IELTS to pursue higher education in Europe. Several top universities in Germany, the Netherlands, and Finland are offering programs where students can:

Enroll without IELTS

Provide alternative proof of English proficiency (like previous English-medium education or university assessments)

Receive a monthly stipend of up to €800 to support living expenses, including accommodation and food

Education experts say this is a golden opportunity for students who dream of studying abroad but struggle with language tests. Dr. Rahman, a leading education consultant in Dhaka, stated:
"This initiative makes studying in Europe more accessible for Bangladeshi students. The financial support is a big help for those who cannot afford high living costs.

Background:
Previously, IELTS or TOEFL was mandatory for international students in most European universities. With rising global competition and the demand for international talent, universities are now introducing flexible pathways to attract students from South Asia and beyond.

Future Outlook:
Bangladeshi students can expect more universities to adopt this policy in the coming years. Programs are expanding across disciplines like STEM, Business, and Healthcare, and monthly stipends may increase further.

Takeaway:
Studying in Europe has never been more accessible. No IELTS and a monthly stipend make your dream of international education achievable in 2025!

Tip: Keep an eye on official university websites and DAAD announcements for application deadlines and eligibility details.

31/12/2025

Computers & Electronics: The Power Behind the Future (2025)

২০২৫ সালে Computers & Electronics শুধু প্রযুক্তি নয় এটাই শিক্ষা, ব্যবসা, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল বাংলাদেশের মূল শক্তি।
একটি ল্যাপটপ আজ একজন শিক্ষার্থীকে স্কিলফুল করে,
একটি কম্পিউটার একজন তরুণকে গ্লোবাল মার্কেটে কাজ করার সুযোগ দেয়।

স্মার্ট ডিভাইস
নির্ভরযোগ্য হার্ডওয়্যার
দ্রুত ইন্টারনেট
আপডেটেড টেকনোলজি

এই চারটি জিনিসই ভবিষ্যতের সফলতার চাবিকাঠি।

আজ যে প্রযুক্তি শিখবে,
আগামীকাল সেই প্রযুক্তিই তোমাকে পরিচয় করিয়ে দেবে বিশ্ববাজারের সাথে।

Learn Technology. Use Electronics. Build Your Future.







Professional & Motivational Facebook PostSocial Media Post Design with Canva একটা পোস্ট শুধু ছবি নয়এটা তোমার ব্র্যান্ড, ...
31/12/2025

Professional & Motivational Facebook Post

Social Media Post Design with Canva

একটা পোস্ট শুধু ছবি নয়
এটা তোমার ব্র্যান্ড, তোমার মেসেজ, তোমার পরিচয়।

Canva শেখা মানে শুধু ডিজাইন শেখা না,
এটা শেখা মানে নিজের আইডিয়াকে
প্রফেশনালভাবে মানুষের সামনে তুলে ধরা।

আজ যে স্কিলটা শিখছো,
কাল সেটাই তোমার ইনকামের উৎস হবে।
শুরু করো আজই—
কারণ ডিজিটাল দুনিয়ায়
স্কিলই সবচেয়ে বড় শক্তি।

Learn skills. Build value. Create your future.






30/12/2025

জরুরি বিজ্ঞপ্তি | Official Notice

প্যারেন্ট অর্গানাইজেশনের আদেশক্রমে জানানো যাচ্ছে যে,
Siyam Hasan News Limited-এর অধীনস্থ
gmblg.site সহ সকল ব্র্যান্ড এবং সকল ধরনের কার্যক্রম
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

এই সময়ে সকল অনলাইন সার্ভিস, কনটেন্ট প্রকাশ ও অপারেশন কার্যক্রম স্থগিত থাকবে।
পরবর্তী আপডেট আমাদের অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে জানানো হবে।

Parent organization-এর নির্দেশে আমাদের সকল ব্র্যান্ড ও কার্যক্রম সাময়িকভাবে বন্ধ।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

সবার সহযোগিতা ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।

কর্তৃপক্ষ
Siyam Hasan Group Limited

গুগল ক্লাউড ও পালো অল্টো নেটওয়ার্কসের বিশাল চুক্তি, মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলারনিজস্ব প্রতিবেদন | সিয়াম হাসান নিউজ লি...
22/12/2025

গুগল ক্লাউড ও পালো অল্টো নেটওয়ার্কসের বিশাল চুক্তি, মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদন | সিয়াম হাসান নিউজ লিমিটেড

বিশ্ব প্রযুক্তি খাতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে গুগল ক্লাউড ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো অল্টো নেটওয়ার্কসের নতুন কৌশলগত চুক্তি। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, এই বহুবছর মেয়াদি চুক্তির আর্থিক মূল্য প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার, যা গুগল ক্লাউডের ইতিহাসে অন্যতম বৃহৎ নিরাপত্তা সেবা চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই চুক্তির আওতায় পালো অল্টো নেটওয়ার্কস তাদের বিদ্যমান বেশ কিছু সাইবার নিরাপত্তা সেবা গুগল ক্লাউড প্ল্যাটফর্মে স্থানান্তর করবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–ভিত্তিক নতুন নিরাপত্তা সমাধান উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগ করা হবে।

পালো অল্টো নেটওয়ার্কসের প্রেসিডেন্ট বিজে জেনকিন্স জানান, AI প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে ডিজিটাল নিরাপত্তা খাতে নতুন ধরনের ঝুঁকি ও চাহিদা তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত ও স্মার্ট নিরাপত্তা সেবার প্রয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে।

গুগল ক্লাউডের পক্ষ থেকে জানানো হয়, AI যুগে সাইবার নিরাপত্তা এখনো বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঠিক যেমনটি একসময় ক্লাউড প্রযুক্তির শুরুতে দেখা গিয়েছিল যখন নতুন নতুন নিরাপত্তা হুমকি বিশ্বকে চমকে দিয়েছিল।

উল্লেখ্য, গুগল বর্তমানে একটি বড় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অধিগ্রহণের প্রক্রিয়ায় রয়েছে, যা নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায়। অন্যদিকে পালো অল্টো নেটওয়ার্কস ইতোমধ্যে AI-চালিত নতুন নিরাপত্তা পণ্য বাজারে এনেছে এবং আরও একটি সফটওয়্যার প্রতিষ্ঠান অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে।

গুগল ক্লাউড ও পালো অল্টো নেটওয়ার্কসের অংশীদারিত্ব শুরু হয় ২০১৮ সালে। উল্লেখযোগ্য বিষয় হলো, পালো অল্টো নেটওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা নিকেশ আরোরা অতীতে গুগলের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা এই অংশীদারিত্বকে আরও কৌশলগত গুরুত্ব দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি AI ও সাইবার নিরাপত্তা খাতে গুগল ক্লাউডের অবস্থান আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটিকে এগিয়ে রাখবে।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Siyam Hasan News Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Siyam Hasan News Limited:

Share