21/07/2025
রাষ্ট্রীয় শোক নয়। আহতদের ফ্রি চিকিৎসা নিশ্চিত করতে হবে। শোক ফোক বহু পালন হয়েছে তাতে লাভের লাভ কিছুই হয়নি। না কোনও সরকারের টনক নড়েছে না কোন সিস্টেম চেন্ঞ্জ হয়েছে। সাধারন মানুষের ভাগ্যে যেন অস্বাভাবিক মৃত্যুই লেখা নিশ্চিত হয়েছে। সব কিছুতে ঢাকা কেন্দ্রীক চিন্তা ভাবনা বাদ দিতে হবে।এই যে এতোগুলো নিষ্পাপ মানুষ পুড়ে শেষ হয়েছে এর দায়ভার কে নিবে? নিহতদের পরিবারের স্বাভাবিক ভাবে বেচেঁ থাকার দায়িত্ব কে নিবে? আহতদের সুস্থ করার দায়িত্ব কে নিবে? এইগুলোর উত্তর দিন। তারপর না হয় শোক পালনের বিষয়টি নিয়ে ভাববেন।