রিয়াদ ভাই

রিয়াদ ভাই মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।

নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভো...
24/05/2025

নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতা দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল! মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন, এই জাতি দুইশত বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই।

একটি মজার তথ্য দেই। লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুঁড়ত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় ১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক এবং অসংখ্য কামান, গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা । কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্যসংখ্যা ছিলো মাত্র ৩ হাজার, যার মধ্যে ৯ শত জনই ছিল হাতেপায়ে ধরে নিয়ে আসা সৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না, এরা কোনোদিন যুদ্ধও করেনি।

এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন। কারণ, তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিস্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই, বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো। যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায়, তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়াও, মীরজাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে, সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই। ইতিহাস সাক্ষ্য দেয়, মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘষেটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে।

রবার্ট ক্লাইভ মীরজাফরের বেঈমানির উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে। তিনি জানতন, যুদ্ধশেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে চেয়ে দেখবে। তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায়, বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ!

এমন কাঁটার গা‌ছে বা‌লি‌শের নরম তু‌লো জন্মায়, ভাব‌তে অবাক লা‌গে ! সুবহানাল্লাহ ❤️❤️
18/05/2025

এমন কাঁটার গা‌ছে বা‌লি‌শের নরম তু‌লো জন্মায়, ভাব‌তে অবাক লা‌গে ! সুবহানাল্লাহ ❤️❤️

গুলিস্থান ফ্লাইওভারের নিচে পুরাতন জুতার মার্কেট বসে। মজার বিষয় হচ্ছে সেখানে মেয়েদের পুরাতন জুতা বিক্রি হয় না। অনুসন্ধ...
30/04/2025

গুলিস্থান ফ্লাইওভারের নিচে পুরাতন জুতার মার্কেট বসে। মজার বিষয় হচ্ছে সেখানে মেয়েদের পুরাতন জুতা বিক্রি হয় না। অনুসন্ধানে জানা গেল, কোন স্বামী/বাবা নিজে পুরাতন জুতা কিনে পড়লেও নিজের স্ত্রী-সন্তানের জন্য কোন দিন পুরাতন জুতা কিনেন না/কেনা পছন্দ করেন না। কিন্তু স্ত্রী ও সন্তানরা হয়ত এটি কোন দিন ভাবেনই না।
অনেক স্বামী ও বাবাকে নিজের জন্য পুরাতন জামা-কাপড় কিনতে দেখেছি কিন্তু স্ত্রী-সন্তানদের জন্য পুরাতন জামা-কাপড় ও জুতা কিনতে দেখিনি। স্বামী ও বাবারা বোধহয় এমনই হয় 💞
- collect

25/04/2025
With আলোর খোঁজে আমি 9394 – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉
24/04/2025

With আলোর খোঁজে আমি 9394 – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉

ছেলেটা হ্যান্ডসাম আছে 🙄😶‍🥴
09/03/2025

ছেলেটা হ্যান্ডসাম আছে 🙄😶‍🥴

28/02/2025

পুরুষ মানুষ লতা-পাতার মতো, যত যত্ন করবেন ততই জড়িয়ে ধরবে

মানুষের সম্পর্কের জগতে যত্ন ও মনোযোগের গুরুত্ব অপরিসীম। সাধারণত মনে করা হয়, নারীরা সংবেদনশীল ও যত্নশীল হলে সম্পর্ক সুন্দর হয়, কিন্তু বাস্তবে পুরুষদের ক্ষেত্রেও এটি সমানভাবে প্রযোজ্য। পুরুষ মানুষ লতা-পাতার মতো—যত যত্ন, ভালোবাসা ও মনোযোগ দেওয়া হবে, তারা ততই সম্পর্কের বাঁধনে নিবিড়ভাবে জড়িয়ে পড়বে।

পুরুষের সংবেদনশীলতা ও যত্নের প্রভাব

সমাজে প্রচলিত ধারণা হলো, পুরুষরা শক্ত, কঠিন ও আবেগহীন। কিন্তু বাস্তবতা হলো, পুরুষের ভেতরেও কোমলতা ও আবেগের বিশাল এক জগৎ রয়েছে, যা সচরাচর প্রকাশ পায় না। একজন পুরুষ যখন ভালোবাসা, সম্মান ও যত্ন পান, তখন তিনি সেই সম্পর্কে নিরাপদ বোধ করেন এবং আবেগগতভাবে আরও বেশি সম্পৃক্ত হন।

যত্ন পেলেই পুরুষ আপন হয়ে যায়

অনেক নারী মনে করেন, সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু নারীর ভূমিকাই গুরুত্বপূর্ণ, কিন্তু সত্য হলো, পুরুষও যত্ন, প্রশংসা ও ইতিবাচক মনোযোগের প্রতিক্রিয়ায় বদলে যায়। যখন একজন নারী তার জীবনসঙ্গীকে যথাযথ সম্মান দেন, তার প্রতি মনোযোগ দেন, তার অনুভূতিকে গুরুত্ব দেন—তখন সেই পুরুষ ঐ নারীর সঙ্গে আরো নিবিড়ভাবে জড়িয়ে যান।

সমর্থন ও প্রশংসার শক্তি

পুরুষদের অন্যতম বড় চাহিদা হলো স্বীকৃতি ও প্রশংসা। কাজের জায়গা হোক বা পারিবারিক দায়িত্ব, তারা যখন অনুভব করেন যে তাদের প্রচেষ্টা মূল্যায়িত হচ্ছে, তখন তারা আরও অনুপ্রাণিত হন। অনেক সময় নারীরা ভেবে নেন, ‘সে তো আমার স্বামী, তার প্রশংসা করার কী দরকার?’ কিন্তু বাস্তবে, প্রশংসা ও স্বীকৃতি পুরুষকে আরও সংযুক্ত করে এবং সম্পর্কের গভীরতা বাড়ায়।

কঠোরতা নয়, কোমলতায় জয়

অনেক সময় নারীরা ভাবেন, ‘পুরুষ মানুষ, কঠোরভাবে না চললে শাসন মানবে না।’ কিন্তু এটি ভুল ধারণা। কঠোরতা নয়, বরং ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতার মনোভাবেই পুরুষেরা আরও নিবিড়ভাবে সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ে।

সম্পর্কের যত্ন নিলে সম্পর্ক বাঁচে

যেমন একটি লতা একটু যত্ন পেলে দ্রুত বেড়ে ওঠে, পুরুষের ক্ষেত্রেও তাই। একটু ভালোবাসার স্পর্শ, একটু কৃতজ্ঞতা, সামান্য আন্তরিকতার প্রকাশ—এসবই একজন পুরুষকে আরও নিবিড়ভাবে সম্পর্কের বাঁধনে আবদ্ধ করে। তাই যদি চান সম্পর্ক মজবুত হোক, তাহলে পুরুষ সঙ্গীর যত্ন নিন, তাকে বুঝুন এবং তাকে ভালোবাসার আশ্রয়ে আবদ্ধ করুন।

আমার দেখা জীবনের শ্রেষ্ঠ রোগী!!😜💁🐸
15/02/2025

আমার দেখা জীবনের শ্রেষ্ঠ রোগী!!😜💁🐸

With জীবন টা লেবু পাতা – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
31/01/2025

With জীবন টা লেবু পাতা – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

With Popy Halder – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
31/01/2025

With Popy Halder – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

Address

Nazirpur, Pirojpur
Barishal
8541

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিয়াদ ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share