মুফতী রহমাতুল্লাহ চাঁদপুরী

মুফতী রহমাতুল্লাহ চাঁদপুরী সিনিয়র শিক্ষক চরমোনাই মাদ্রাসা।
সাংগঠনিক সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ বরিশাল জেলা।

গাজি আতাউর রহমান ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছিমহান রবের কাছে
06/11/2025

গাজি আতাউর রহমান ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি
মহান রবের কাছে

05/11/2025

হ্যালো Md Abdul Kader ভাই টাকা দেওয়ার দ্রুত ব্যবস্থা করেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম এখন চরমোনাইতে।
04/11/2025

ডাকসুর ভিপি সাদিক কায়েম এখন চরমোনাইতে।

24/10/2025

📢 সহযোগিতার অনুরোধ
সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্টের কাছাকাছি কেউ থাকলে
অনুগ্রহ করে একটু সাড়া দিন।
একটি জরুরি বিষয়ে সহযোগিতা প্রয়োজন।

#সহযোগিতা

19/10/2025

অবহিতকরণ ☞

জনাব নাহিদ!
জুলাই গণঅভ্যুত্থানে আপনার ভুমিকাকে আমরা শ্রদ্ধাভরে স্বরণ করি। জুলাই সনদে স্বাক্ষর বিষয়ক আপনাদের অবস্থানকে আমি স্বাগত জানিয়েছি।

তারপরে ইসলামী আন্দোলন জুলাই সনদে স্বাক্ষর করার কারণ হলো, ফিতনা এড়ানো। জুলাই সনদে যা হয়েছে তা আমাদের প্রত্যাশার শতভাগ পূরণ করে নাই। তবে এটাও সত্য যে, স্বৈরতন্ত্র রোধ করার ক্ষেত্রে অনেকখানি পথ অগ্রসর হয়েছে। আমরা গ্লাসের অর্ধেক পানি আছে বিবেচনা করতে চেয়েছি। আর এনসিপি অর্ধেক খালি বিবেচনা করেছে। উভয় বিবেচনাই জরুরী এবং প্রয়োজনীয়।

আজকে জনাব নাহিদ যে পোষ্ট করেছেন তাতে জামায়াতে ইসলামীকে নিয়ে যে কথা বলেছেন তার ব্যাপারে জামায়াত নেতৃবৃন্দ কথা বলবেন বা বলতে পারেন। সেটা তাদের বিষয়।

কিন্তু তিনি পোস্টের এক জায়গায় লিখেছেন,

“জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে এটিকে একটি প্রযুক্তিগত পিআর ইস্যুতে সীমাবদ্ধ করে ফেলে এবং তাদের সংকীর্ণ দলীয় স্বার্থে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না; ছিল কৌশলী অপব্যবহার।”

এই মন্তব্যের প্রেক্ষিতে তার এবং সকলের অবগতির জন্য বলে রাখা হচ্ছে যে,

১. ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর নিয়ে আন্দোলন করে সেই ২০০৮ সাল থেকে। বিগত ফ্যাসিস্ট আমলেও আমাদের সকল বড় কর্মসূচিতে পিআরের দাবী ছিলো। ফলে পিআর নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্দোলন একটি দীর্ঘমেয়াদি স্থায়ী সংস্কার প্রক্রিয়া।

২. ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো মিত্র বা শত্রু না। আমরা দাওয়াতী মূলনীতিতে কাজ করি। ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থানকে কারো শত্রু-মিত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না।

৩. ইসলামী আন্দোলন আগামী নির্বাচন উপলক্ষে একটি আসনভিত্তিক সমঝোতায় তৈরির চেষ্টা করছে। এই প্রচেষ্টায় কেউ কারো নেতৃত্বে না। বরং সকলের রাজনৈতিক লক্ষ্য-উদ্দেশ্য, কৌশল আলাদা। এটা শুধুমাত্র আসনভিত্তিক সমঝোতা।

৪. ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে কোন কূটকৌশল করে না। যা করে ঘোষণা দিয়ে প্রকাশ্যে করে। কোন প্রচ্ছন্ন রাজনীতি করে না।

লিখেছেন শেখ ফজলুল করীম মারুফ ভাই

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা...
10/10/2025

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা...

ইসলামী শ্রমিক আন্দোলনের চমৎকার আয়োজন।  মনোমুগ্ধকর ডেকোরেশন
10/10/2025

ইসলামী শ্রমিক আন্দোলনের চমৎকার আয়োজন। মনোমুগ্ধকর ডেকোরেশন

আসন ভাগাভাগি নিয়ে কোন মন্তব্য না করলেই ভাল হয়।  অপেক্ষায় থাকা ভালো।অধ্যক্ষ ইউনুস আহমাদ (হাফি:)মহাসচিব, ইসলামী আন্দোলন...
04/10/2025

আসন ভাগাভাগি নিয়ে কোন মন্তব্য না করলেই ভাল হয়। অপেক্ষায় থাকা ভালো।
অধ্যক্ষ ইউনুস আহমাদ (হাফি:)
মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মক্কা ও মদীনা শরীফাইনেআজকে জুমআর খুৎবা
03/10/2025

মক্কা ও মদীনা শরীফাইনে
আজকে জুমআর খুৎবা

03/10/2025

আলহামদুলিল্লাহ 🕋✨ আজকের জুমার নামাজ বিশ্বের শ্রেষ্ঠ স্থান মসজিদে হারামে আদায় করার সৌভাগ্য লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। 🤍

আলহামদুলিল্লাহ 🕋✨তিন ভাগিনা, বাবা–মা, বোন ও বনাইকে নিয়ে ওমরাহ সম্পন্ন করেছি। এখন আমরা মারওয়া পাহাড়ে অবস্থান করছি — হৃ...
02/10/2025

আলহামদুলিল্লাহ 🕋✨
তিন ভাগিনা, বাবা–মা, বোন ও বনাইকে নিয়ে ওমরাহ সম্পন্ন করেছি। এখন আমরা মারওয়া পাহাড়ে অবস্থান করছি — হৃদয়ভরা কৃতজ্ঞতার মুহূর্ত। 🤲❤️

 #দোয়ার আবেদন 🕌 ওমরাহর সফরে এসে আমার ছোট বোন অসুস্থ হয়ে মক্কার এশিয়া হাসপাতালে ভর্তি আছে। আমরা এখন হাসপাতালে আছি। সবাই...
29/09/2025

#দোয়ার আবেদন
🕌 ওমরাহর সফরে এসে আমার ছোট বোন অসুস্থ হয়ে মক্কার এশিয়া হাসপাতালে ভর্তি আছে। আমরা এখন হাসপাতালে আছি। সবাই তার জন্য আন্তরিক দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন দ্রুত সম্পূর্ণ আরোগ্য দান করেন। 🤲💔

Address

Charmonai Barishal
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুফতী রহমাতুল্লাহ চাঁদপুরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share