13/12/2024
Jummah Mubarak🌸
দোয়া কবুলের মুহুর্ত ✨
সপ্তাহের সাতদিনের মধ্যে শুক্রবার হচ্ছে সবচেয়ে উত্তম একটি দিন।
যেহেতু শুক্রবার হলো সপ্তাহের একটি উত্তম দিন তাই এই দিনে দোয়া কবুলের একটি বিশেষ মুহুর্ত রয়েছে।
শুক্রবার আছরের সালাতের পর থেকে মাগরিবের সালাতের পূর্ব মুহুর্ত হলো দোয়া কবুলের জন্য উত্তম সময়। বিশেষ করে মাগরিবের সালাতের আধা ঘন্টা আগে এই উত্তম সময় পাওয়া যায়।
ইস্তেগফার হলো রাবারের ন্যায় যা আপনার পাপ কাজকে মুছে ফেলে তাই বেশি বেশি ইস্তেগফার করবেন।
"আমাদের সেই দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ না রাসূল(স.) এর উপর দুরুদ পাঠ করা হয়"।
শুক্রবারের এমন একটি বিশেষ মুহুর্ত ভুলেও মিস করবেন না,যত কাজই থাকুক সব আছরের সালাতের আগে শেষ করুন।
🍃আছরের সালাতের পর থেকে বেশি বেশি ইস্তেগফার,দুরুদে ইব্রাহিম পড়বেন। সেইসাথে সুবহানাল্লাহ,আলহামদুলিল্লাহ্,আল্লাহু আকবর,লা ইলাহা ইল্লাল্লাহ,সূরা ফাতিহা আর অবশ্যই সূরা বাক্বারার শেষ দুই আয়াত পড়বেন। সূরা বাক্বারার শেষ দুই আয়াত এতোটাই ফজিলতপূর্ণ যে বলা হয়েছে,
"সূরা বাক্বারার শেষ দুটি আয়াত থেকে আপনি যদি একটি অক্ষরও পড়ে আল্লাহ্ তায়া’লার কাছে কিছু চান তাহলে আল্লাহ্ তায়া’লা আপনাকে তাই দিবেন।"
-(সহিহ মুসলিম;১৭৬২)
(Collected)