25/06/2025
স্বপ্ন পূরনের জন্য অনেককে লড়াই করতে হয় আর কেউ কেউ খুব ইজিলি সাপোর্টিভ মানুষ পেয়ে যায় যায়
গতদিন আমার এক ভিডিওতে একজন কমেন্ট করসে-
'আপনার জামাই অনেক ভাল, সে আপনাকে বিয়ের পর ও বিদেশে পড়তে যেতে দিসে, সব হাজবেন্ড এমন না!'
কমেন্ট দেখে খানিকক্ষণ থতমত খেয়ে গেলাম- হাজবেন্ড আবার বিদেশ পড়তে যাওয়ার অনুমতি দেওয়ার কে?
যাক ওই আলাপ ভিন্ন আলাপ,অনেক জল ঘোলার আলাপ।
আজকে আমার বর Rifat এর জন্মদিন।
আমি চারুকলায় পড়ার সময় যখন শামসুন্নাহার হল ছেড়ে আলাদা বাসা নিলাম- তখন পকেটে ১৫ হাজার টাকা নিয়া বংশাল গেসিলাম সাইকেল কিনতে- যাতে হাতিরঝিল থেকে ক্যাম্পাসে ক্লাস ধরতে সুবিধা হয়।
রিফাত তখন বাকি টাকা ধার দিয়ে আমাকে ইলেক্ট্রিক বাইক কিনে দিসিল- যাতে ক্যাম্পাসের ক্লাস টা দ্রুত ধরতে পারি।
আমি যখন Shordindu : শরদিন্দু শুরু করলাম, রিফাত দেখল- ডেলিভারি এজেন্সি গুলা আমার টাকা নিয়ে ঘুরাচ্ছে, আমি ঠকছি- ঠিকমত ডিজাইন,ক্লাস কোন টাই করতে পারতাসি না।
ও তখন নিজের ফটোগ্রাফি'র প্রফেশন ছেড়ে আমার ব্যাবসা সামলানোর দায়িত্ব নিয়ে নিল।
আমি বললাম- ফ্যাশন নিয়া বিলেত পড়তে যাব, রিফাত বলল- আমার IELTS এর বই গুলা নিয়ে পড়া শুরু করো।
লন্ডন যাব শুনে অনেকের প্রথম প্রশ্ন ছিল -' রিফাত কি করবে?'
এই প্রশ্ন শুনে ও আমি অবাক হইসি, কারন আমাকে কোন দিন ভাবতে হয় নাই-আমি বিদেশ গেলে রিফাত কি করবে, সেই ভাবনার অবকাশ রিফাত আমাকে দেয় নাই।
আমি আসলাম বিলেতে- এডভোকেট সাহেব নিজের চেম্বার ছেড়ে চলে আসল আমার সাথে।
আসার দুই দিন পর পাসপোর্ট হারাইলাম- এই লোক গিয়ে খুজে আনল।
ট্রেনের রেলকার্ড হারাইলাম- এই লোকের কার্ড টা আমায় দিয়ে দিল।
ফিজিক্যাল ব্যাংকের কার্ড হারাইতে পারি ,তাই একটু আগে অনলাইন ব্যাংক একাউন্ট খুলে ভার্চুয়াল কার্ড সেট করে দিল ফোনে।
সেদিন ফোন বাসায় রেখে নিচে নেমে গেসি, ভোরের ক্লাস-রিফাত ঘুমে।
ফোন আনতে ফেরত যাব- এই লোক ফোন হাতে ফ্ল্যাটের সামনে।
আমার মত এলোমেলো,ভুলোমনা, আবেগী,অধৈর্য্য এক আর্টিস্টের জন্য এই দুনিয়াটা এক বিশাল বড় কাটা গাছের জংগল।
এই জংগলে আমার যেদিকে যেতে মন চায় আমি সেদিকেই হাটছি- আর এই লোকটা সেই পথের দুই পাশের কাটা সরিয়ে দিচ্ছে যাতে আমায় না ছুয়ে যায়। 🌻
- হাবিবা আক্তার সুরুভি